নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমেরিকা

১১ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:০১



নেপালে অশান্তির পিছনে হাত আমেরিকার, বিক্ষোভ সংগঠিত করতে ঢালা হয়েছে ১৭০০ কোটি টাকা।
ইমরান খান, শেখ হাসিনা কেপি শর্মা ওলি। অপছন্দের তিন প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যূত করল মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ। তিন অপছন্দের প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যূত করার পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটাই লক্ষ্য ভারতে অস্থিরতা তৈরি। শেখ হাসিনা সরকারের পতনের পিছনে যেমন তিন হাজার কোটি টাকা ঢেলেছিল বাইডেন সরকার, তেমনই ওলি সরকারকে হটাতে বিনিয়োগ করা হয়েছে ১৭০০ কোটি টাকা।

বাংলাদেশের মসনদে যেমন কট্টর ভারত বিরোধী তথা রাজাকার মোল্লা মুহাম্মদ ইউনূসকে বসানো হয়েছে, তেমনই কাঠমান্ডুর মসনদে আর এক কট্টর ভারত বিরোধী তথা সিআইএ'র এজেন্ট বলেন্দ্র শাহকে বসানোর পরিকল্পনা নিয়েছে ডোনাল্ড ট্রাম্প সরকার। ইউনূসের মতো পোষ্যভৃত্য বলেন্দ্রকে ক্ষমতায় বসিয়ে নেপালে নতুন করে সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত করতে চাইছে ট্রাম্প সরকার।

বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম রূপকার পিটার ডি হাস অগস্টের প্রথম সপ্তাহে কাঠমান্ডুতে পৌঁছে কিভাবে সমাজমাধ্যমকে ব্যবহার করে কেপি শর্মা ওলির বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে হবে তা বিস্তারিতভাবে বোঝান। মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলির অনুদানে চলা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের আধিকারিকদের সঙ্গেও লাগাতার বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত ও সিআইএ এজেন্টরা। নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিগদেলের (কট্টর ভারত ও মোদি বিরোধী হিসাবে পরিচিত) সঙ্গেও বৈঠক করেন তাঁরা। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ওলি সরকারের বিরুদ্ধে রাস্তায় নামা হবে। দুর্নীতি ও বেকারত্বকে হাতিয়ার করা হবে।

সমাজ মাধ্যমকে আচমকা নিষিদ্ধ করে বহুজাতিক সংস্থা মেটা-সহ একাধিক মার্কিন বহুজাতিক সংস্থার রোষানলে পড়ে ওলি সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী, সোমবারই বিক্ষোভের নামে রাস্তায় নামে সশস্ত্র বিক্ষোভকারীরা। বিক্ষোভের নামে তাণ্ডব চালালেও মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশ মেনে হাত গুটিয়েই বসেছিলেন সেনাপ্রধান অশোক রাজ। শুধু তাই নয়, মঙ্গলবার সকালে তিনি প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে দেখা করে তাঁকে ইস্তফার নির্দেশ দেন। নির্দেশ না মানলে গুলি করে হত্যা করা হবে বলেও হুঙ্কার ছাড়েন। সেই হুঙ্কারের পরেই প্রাণ বাঁচাতে ইস্তফা দেন ওলি।


(লেখাটা আমার নয়। ফেসবুক থেকে নেওয়া।)

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:০৭

কলিমুদ্দি দফাদার বলেছেন: নেপালে ইহা আমেরিকান ক্যূ, আমি সেই সেপ্টেম্বর শুরু থেকেই বলে আসছি।
পাকিস্তান জংগি জামাত-শিবির ৩০ হাজার কর্মী ট্রেনিং দিয়ে কাটমুন্ডু পাঠিয়েছে।
নেপাল হবে আরেক আফগানিস্তান,‌সিরিয়া।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১৪

সৈয়দ কুতুব বলেছেন: দফাদার@ওলি শরমা ভারতের আরএসএস কে দুষছে। সেখানে রাজতন্ত্র ও হিন্দুত্ববাদ কে ফিরিয়ে আনার জন্য। তবে সেখানের জেন-জি একজন নারী বিচারক কে পছন্দ করেছে। সেখানের জেন-জি বিশ্বাস করে দেশেই যোগ্য লোক আছে।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১৮

মেঘনা বলেছেন: @ দফাদার বলেছেন নেপাল হবে আরেক আফগানিস্তান সিরিয়া।
কিন্তু সেইটা কিভাবে সম্ভব - নেপাল তো হিন্দু প্রধান রাষ্ট্র।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২৫

কলিমুদ্দি দফাদার বলেছেন:

@কুতুব, আপনি‌ কেমন‌ শীর্ষ হলেন? :P গুরুজির কথার টোন‌ ধরতে পাচ্ছেন‌ না? ব্লগে এইসব কে বলেন?
৩৭টি দেশে বারবার ক্যু করেছে আমেরিকানরা; অনেক জাতির নেতাকে হত্যা করেছে।

@মেঘনা: আপনি দেখি আমার পোষ্টের একটি অংশ দেখি হুবুহু ব্লগার নতুন নকিবের মন্তব্য কপি পেষ্ট করেছেন। লোকজন তো ভাববে আপনি আমার মাল্টি? #:-S

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩১

সৈয়দ কুতুব বলেছেন: দফাদার@আপনি মজা করেছেন সেটা জানি কিন্তু আমি আমার টা বললাম। আর গাজীর শিষ্য হচ্ছেন রাজীব নুর। আমি সহ ব্লগার জাস্ট!

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৩

সৈয়দ কুতুব বলেছেন: গারবেজ

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৯

জেনারেশন একাত্তর বলেছেন:



নেপালের জনসংখ্যার একাংশ চীন সাপোর্টার, সেখানে আমেরিকা কেন সামরিক ঘাঁটি করতে যাবে?

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৫

সৈয়দ কুতুব বলেছেন: জেনারেশন একাত্তর@আপনার লেখা কপি হয়ে যাচ্ছে। কপিরাইট ক্লেইম করেন। ব্লগার দফাদার আর কাউটাল কে কি ম্যাজিক করলেন? উনারা আপনার টোনে কথা বলে। :)

৯| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৯

কলিমুদ্দি দফাদার বলেছেন:

@জেনারেশন বাকশাল: আপনার গায়েবি জ্ঞানের ক্ষমতা কি দিন‌ দিন‌ কমে যাচ্ছে নাকি?
বাংলাদেশে পাকিস্তানের ৩০ হাজার জামাত -শিবির জংগি ট্রেনিং দিয়ে পাঠানোর খবর পাচ্ছেন,
কিন্তু নেপাল ইন্দোনেশিয়া কি হচ্ছে বলতে পাচ্ছেন না?

১০| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৬

কামাল১৮ বলেছেন: গনতন্ত্র শক্তিশালী না হলে তৃতীয় বিশ্বের দেশগুলিতে এমন চলতেই থাকবে।অর্থনৈতিক বিকাশের জন্য গনতন্ত্র দরকার।

১১| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩০

সৈয়দ কুতুব বলেছেন: কামাল১৮@নেপালে সব পিআরের ফলাফল ! :)

১২| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৯

এনামেল হউক বলেছেন: মানে তোর বাপ করাইসে, তাইতো?

১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩০

কিরকুট বলেছেন: নেপালে যাহা ঘটিয়েছে তাহা বাংলাদেশের কপি পেস্ট। ওখানে এখন আমেরিকার পছন্দ অনুযায়ী শাসনকর্তা বসিবে। আমেরিকা চীন কে শায়েস্তা করার তরিকায় আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.