![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
সার্কাসময় নিত্যদিন;
এর'ই মধ্য কোনো কোনো সার্কাস অতিক্রম করে যায় সার্কাসেরও চৌহদ্দি।
পুরাকালে ঘটা করে ঘটতো সার্কাস;
আর এখন সার্কাস মগজেমননে;
গৃহপালিত সবাক প্রাণীসকল ঘাটেপথে সমবেত হয়ে,
প্রসব করছে সার্কাসের নিত্যনতুন কলাকৌশল!
গত ২৬ সেপ্টেম্বর বিজাতীয় আমিষ বিক্রির জন্য আয়োজিত হয়েছিল বিশেষ এক সার্কাস!
বিক্রি হয়েছে প্রায় কয়েক কোটি টাকার আমিষ!
এই সার্কাসকে কামিয়াব করতে অসামাজিক যোগাযোগ মাধ্যমে-
একদল গরুসদৃশ আহাম্মক ভুল বাংলায়,
বেভুল উচ্চারণে "মাথার ঘাম পায়ে ফেলিয়া" অবশেষে কয়েক সহস্র আহাম্মক
সমবেত করতে পেরে যেনবা পেয়েছেন বীর্যপাতের আনন্দ!
বাঙালি জাতি তো এখন মহাজ্ঞানী!
পৃথিবীর তাবৎ বিষয় এখন মানুষের গুহ্যদ্বারের চিপায় চিপায়!
এতো জ্ঞানীদের হাটে কারোরই বোধে এলো না-
হত্যা উৎসব না করে উদ্যোগ গ্রহণ বরং সমীচীন হতো- বংশবিস্তার!
কড়ি দিয়ে আমিষ কেনার জন্য,
মানুষ পাঁচ ঘণ্টাও দাঁড়িয়ে থাকে
কিন্তু পীড়িত মানুষের জন্য কারোরই সময় নেই পাঁচ মিনিট!
২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:১৬
রাজীব নুর বলেছেন: না ব্যান খাই নাই।
আজীবন আমার পাঠক কম। আমি চাঁদগাজী নই।
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:২২
সৈয়দ কুতুব বলেছেন: পড়লাম।
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর!
৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৫
শেরজা তপন বলেছেন: বিষয় কি বুঝি নাই গত শুক্রবারে কি ঘটেছিল?
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:১৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পোস্টে কোন পাঠক নেই।
আবার কি ব্যান খেয়েছেন নাকি ?