![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এলে ভালো হবে।
জামাত শিবির আর বিএনপি ছাড়া দেশের সকল মানুষ এটাই চাচ্ছে। অলরেডি দেশের মানুষ বলতে শুরু করেছে আগেই ভালো ছিলাম। চাদাবাজি আর দূর্নীতি বেড়েছে দ্বিগুণ। গত এক বছরের ঘটনা প্রবাহ দেখলে এবং চিন্তা করলে সকলেই চাইবে আওয়ামীলীগের ফিরে আসা উচিৎ। দেশ তো এখন জামাত শিবিরের দখলে। শেখ হাসিনা ছাড়া জামাত শিবিরকে কেউ দমিয়ে রাখতে পারবে না। শেখের বেটির তেজ আছে, সাহস আছে। শেখ হাসিনা একজন মানুষ, তারও কিছু ভুল থাকতে পারে। সেই সভ ভুল গুলো খুজে বের করতে হবে।
শেখ হাসিনা ফিরে এলে দারুণ সব ঘটনা ঘটবে।
আমি বলব শেখ হাসিনা চলে যাবার পর যত অন্যায় হয়েছে তার বিচার করা। সবার আগে ৩২ নম্বর গুড়িয়ে দেওয়ার বিচার করতে হবে। তারপর যারা শেখ মুজিবের ভাস্কর্য ভেঙেছে তাদের বিচার করতে হবে। তারপর এনসিপির সারজিসকে সাইজ করতে হবে। সারজিস হারামজাদা ছোট মুখে অনেক বড় কথা বলে ফেলেছে। হারামজাদা বেঈমান। ভালো সেজে ছাত্রলীগে ঢুকেছে। দলের সর্বনাশ করেছে। আসলে জামাত শিবির তলে তলে সব সেক্টরে তাদের লোক ঢুকিয়েছে। শেখ মুজিবের মতো শেখ হাসিনাও সবাইকে বিশ্বাস করেছে। এই বিশ্বাস করাটাই কাল হয়ে দাঁড়িয়েছে।
যারা ১৫ আগস্ট শোক দিবসে ৩২ নম্বরের সামনে গান বাজনা করেছে তাদের বিচার করতে হবে।
আজ শেখ হাসিনার জন্মদিন গেলো। অথচ অনেকে কেক কেটে কুকুরকে খাইয়েছে, শেখ হাসিনার ছবিতে জুতো নিক্ষেপ করেছে, ডিম ছুড়ে মেরেছে তাদের বিচার করতে হবে। ইউনুস ক্ষমতা নেওয়ার পর দেশে অন্যায়ের বন্যা বসে গেছে। আওয়ামী লীগারদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। লুটপাট করা হয়েছে এবং আওয়ামী সাপোর্টারদের মারধোর করা হয়েছে, কারাগারে পাঠানো হয়েছে। এই অন্যায়ের বিচার অবশ্যই করতে হবে। আওয়ামিলীগে বেশ কয়েকজন দূর্নীতিবাজ ছিলো। কথা সত্য। কয়েকজন দূর্নীতিবাজের জন্য পুরো আওয়ামীলীগকে দোষ দেওয়া অন্যায় হবে। দেশ স্বাধীন হওয়ার পর দেশে যত উন্নয়ন হয়েছে, তার ৮৫% করেছে আওয়ামী লীগ। বিএনপি উন্নয়ন বুঝে না। তারা দেশকে করেছে দূর্নীতিতে চ্যাম্পিয়ন। অতীত ভুলে গেলে চলবে না।
কিছু কিছু অন্যায়ের প্রতিশোধ না নেওয়াটাই অন্যায়।
অন্যায়ের প্রতিশোধ নেওয়ার রেকর্ড আওয়ামীলীগের আছে। তারা স্বাধীনতার অনেক বছর পর, রাজাকার এবং শেখ মুজিবের হর্যাকারীদের বিচার করেছে। ঠিক সেভাবেই জুলাইয়ে পর থেকে যারা অন্যায় করেছে তাদের বিচার হবেই। জামাত শিবির গোপালগঞ্জ গিয়ে চিৎকার করে বলেছে, মুজিব মুর্দাবাদ। কত বড় সাহস!! যারা অন্যায়কারী এখন তারা ভয়ে আছে। আমি তো ভয়ে নাই। মূলত কোটা আন্দোলনকে কেন্দ্র করে জামাত শিবির আওয়ামী লীগের সাথে প্রতারণা করেছে। দেশবাসীর সাথে প্রতারণা করেছে। তবে আওয়ামী অতীতে যে ভুল গুলো করেছে, সেসব ভুল থেকে শিক্ষা নিতে হবে। লোভী স্বার্থপরদের দলে নেওয়া যাবে না। এখন দেখা যাচ্ছে, যারা আওয়ামী লীগকে করেছে, সারাদিন শেখ হাসিনা শেখ হাসিনা করেছে, শেখ মুজিব শেখ মুজিব করেছে, তারা বিএনপির সাথে চাটুকারিতা শুরু করেছে।
জুলাই মাসে কত গুলো পুলিশকে হত্যা করা হলো।
থানায় আগুন দেওয়া হলো। অস্ত্র লুট করা হলো। জামাত শিবির পুলিশের পোশাক পড়ে সাধারণত ছাত্রদের হত্যা করলো। মেট্রোরেল ভাংচুর করা হলো। সরকারি অফিস আদালত আর গাড়ি ভাংচুর করা হলো। আগুন দেওয়া হলো। পুরো দেশে অরাজকতা করা জলো। গনভবন লুটপাট করা হলো। মায়ের বয়সী শেখ হাসিনার অন্তবাস নিয়েও জামাত শিবির নোংরামি করেছে। এদের বিচার না করার জন্য সবার আগে আইনের মুখোমুখি হবে ইউনুস। দেশের আইনে অপরাধীদের বিচার হবে। আওয়ামী লীগ আইনের প্রতি শ্রদ্ধাশীল। টানা ১৬ বছর ক্ষমতায় থাকা মুখের কথা নয়। শেখ হাসিনা রাজনীতি শিখেছেন ইন্দিরা গান্ধীর কাছ থেকে। বুদ্ধিমতি ইন্দিরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছিলেন। ইন্দিরা গান্ধী বুঝতে পেরেছিলেন হাসিনা দেশে না ফিরলে সেনাবাহিনী আর জামাত শিবির দেশটাকে খেয়ে ফেলবে।
যাইহোক, শেখ হাসিনা চলে যাওয়ার পর দেশে শুধু অন্যায় আর অন্যায় হয়েছে।
সেনাবাহিনীও অন্যায় করেছে। সেনাবাহিনী ঢাকা শহরের অর্ধেক দখল করে আরাম আয়েশে আছে। উন্নত জীবন যাপন করছে। কি তাদের ভাব, কি তাদের গড়িমা। আসলে জামাত শিবির কঠিন এক নীল নকশা একেছে। সেই নীল নকশায় ধরা খেয়েছে আওয়ামী লীগ। জামাত শিবির ৭১ এ দেশের জন্য ক্ষতিকর ছিলো, আজও ক্ষতিকর। কিন্তু দাবার গুটি উলটে যাবে। শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে। অলরেডি আওয়ামী লীগের ঝটিকা মিছিল গুলো দিন দিন বড় হচ্ছে। আওয়ামী লীগের মিছিল দেখে এনসিপি আর জামাত শিবিরের ঘুম হারাম হয়ে গেছে। কারণ এরাই সবচেয়ে বেশি অন্যায়কারী। এজন্য এদের ভয়টা সবচেয়ে বেশি। কথিত অন্তবর্তী সরকার বেছে বেছে আওয়ামী লীগ সাপোর্টারদের গ্রেফতার করেছে। আর দাগি আসামিদের ছেড়ে দিয়েছে। জংগীদের ছেড়ে দিয়েছে। কোনো অন্যায়কারী রেহাই পাবে না। জয় বাংলা। আমি রাজনীতি করি না। কোনো দলও করি না। খালি চোখে যা দেখি, সেটাই বলি।
২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৫৯
রাজীব নুর বলেছেন: সঠিক কথা বলেছেন।
২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:১৩
রাজীব নুর বলেছেন: এনসিপি, জামাত শিবির কোথাও শ্রদ্ধা ভালোবাসা পাবে না। দেশ বা বিদেশে। এরা যেখানেই যাবে ডিম পাবে। শুধু ডিম।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৫১
বিষন্ন পথিক বলেছেন: কাঁঠাল গাছ বড় হয়েছে? প্রচুর পাতা লাগবে, ব্লগীয় ছাগু গুলো ডিজিটাল রাজাকারের ঝান্ডা হাতে এখনই হাজির হবে, পাতার সাথে তবারক হিসাবে হালকা গদাম দিয়েন
২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:০০
রাজীব নুর বলেছেন: জামাত রাজাকার ৭১ পারেনি, এবারও পারবে না। নো নেভার।
২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:১৭
রাজীব নুর বলেছেন: রাজাকারদের বেইল নেই।
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৫৯
আমি নই বলেছেন: হাসিনা ক্ষমতা ফিরে পেলে তার সন্ত্রাসী বাহিনি লাখ লাখ মানুষকে হত্যা করবে, তারা অলরেডি ঘোষনা দিয়ে রেখেছে। ১৭ বছরে এত অন্যায়-অপরাধ করল অথচ কোনোরকম অনুশোচনা নাই, উল্টা কেমন করে প্রতিশোধ নেবে সেই চিন্তা। এরকম একটা প্রতিশোধপরায়ন জংগী মানসিকতার দলকে ক্ষমতায় ফেরানো মানেই দেশের ধ্বংশ ডেকে আনা।
এছারাও বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বড় ভোটচোর ছিল হাসিনা, তার ক্ষমতায় ফিরে আসাটাই দেশের জন্য সবচাইতে ন্যাক্কারজনক ঘটনা হবে।
তবে আমি ধর্মে বিশ্বাসী, আমার ধর্মে বলা আছে যে দেশের জনগন যেমন সেই দেশের শাষকও তেমনি পাবে। সুতরাং যে দেশের জনগন চরম মাত্রার হিংসুক, দুর্নিতিবাজ, চোর-বাটপার, এবং কিছু কিছু ক্ষেত্রে লেখকের মত প্রতিশোধপরায়ন জংগী মানসিকতার সেই দেশে কি আর ফেরেস্তার মত শাষক আসবে? হাসিনা বা তার মতই কেউ শাষক হিসেবে আসবে।
বিদ্রঃ আমি জামাত-বিএনপি কোনোটাই করিনা, কিন্তু আমি চাইনা হাসিনা গংরা আবার ফিরে আসুক, সুতরাং জামাত-বিএনপি ছারা সবাই চাচ্ছে এটা ভুল। একমাত্র কট্টরপন্থী লীগ এবং হালুয়া-রুটির ভাগ পাওয়ারাই চাচ্ছে হাসিনা গংরা আবার ফিরে আসুক।
২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:০৩
রাজীব নুর বলেছেন: না হত্যা করবে না। তবে যারা অন্যায় করেছে, তাদের আইনের আওতায় আনবে।
গত এক বছর আওয়ামীলীগ নেই বলে, দেশে অন্যায়ের বন্যা বয়ে গেছে।
২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:১৭
রাজীব নুর বলেছেন: দেশের সাধারন মানুষ শুধু চায় শান্তি।
তাদের কাজ করেই ভাত খেতে হবে। সত্যিকার অর্থে দেশকে ভালো বাসলে, রাজনীতি করে দেশের উপকার করা যায় না। যারা রাজনীতিতে নেমে দেশের উপকার করতে চায়, আসলে তারা চায় ক্ষমতা আর টাকা। মানুষকে ভালোবাসতে হবে, দেশের জন্য কাজ করতে হলে ক্ষমতার কোনো প্রয়োজন নেই। ভালোবাসাই যথেষ্ট।
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৩১
ধুলো মেঘ বলেছেন: শেখ হাসিনা ফিরে এলে সর্বপ্রথম তাকে ন্যাংটা করে পেছন দিয়ে গরম ডিম ভরে দেয়া হবে। তার পর সেই ডিম বের করে ভেঙে পোচ করে আপনাদের মত যারা তার মহা আগমনের প্রতীক্ষা করে আছেন, তাদেরকে খাওয়ানো হবে।
২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৫৩
রাজীব নুর বলেছেন: আপনার বাবা মা আপনাকে জন্ম দিয়ে ভুল করেছেন।
অথবা বলা যেতে পারে তারা আপনাকে সঠিক পারিবারিক শিক্ষা দেন নি।
২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:০৫
রাজীব নুর বলেছেন: সমাজে আপনাদের মতো লোকদের সংখ্যা হুহু করে বেড়েছে।
৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৩৮
আমি নই বলেছেন: লেখক বলেছেন: না হত্যা করবে না। তবে যারা অন্যায় করেছে, তাদের আইনের আওতায় আনবে।
গত এক বছর আওয়ামীলীগ নেই বলে, দেশে অন্যায়ের বন্যা বয়ে গেছে।
আপনি বললেইতো আর হবেনা, গুম-খুনে বাংলাদেশে চ্যাম্পিয়ন হচ্ছে আওয়ালীগ, ১৬ বছর ক্ষমতায় থেকে তারা তা প্রমান করেছে। তাছারা লীগের মুখপাত্রদের কথা শুনলেই বোঝা যায় ক্ষমতায় ফিরতে পারলে তারা কি করবে। রক্ষিবাহিনি গঠন করলেও অবাক হবনা।
লেখক বলেছেন: দেশের সাধারন মানুষ শুধু চায় শান্তি।
তাদের কাজ করেই ভাত খেতে হবে। সত্যিকার অর্থে দেশকে ভালো বাসলে, রাজনীতি করে দেশের উপকার করা যায় না। যারা রাজনীতিতে নেমে দেশের উপকার করতে চায়, আসলে তারা চায় ক্ষমতা আর টাকা। মানুষকে ভালোবাসতে হবে, দেশের জন্য কাজ করতে হলে ক্ষমতার কোনো প্রয়োজন নেই। ভালোবাসাই যথেষ্ট।
হুমম, ঠিক বলেছেন, দেশের সাধারন মানুষ শুধু চায় শান্তি। সুতরাং যদি ভালবাসাই উদ্দেশ্য হয় তাইলে সেটাই করতে বলেন, দেশের জন্য কাজ করতে বলেন, অনেক ওয়ে আছে।
কিন্তু তারাতো আপনার কথা মানবে না কারন তাদের চাই ক্ষমতা, ভালবাসা-টালবাসা তাদের কাছে ডাস্টবিনের ময়লা।
২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৫৬
রাজীব নুর বলেছেন: আপনি ভুলের মধ্যে আছেন স্যার।
গত এক বছরে কত গুলো খুন ধর্ষন হয়েছে তার হিসাব রেখেছেন?
আপনাকে সত্য কথা বলি- মন্দের ভালো হলেও আওয়ামীলীগ ভালো।
২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:২০
রাজীব নুর বলেছেন: দেশের অবস্থা এখন এমন- যাদের সামর্থ্য আছে তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে।
আর আওয়ামীলীগের আমলে মানুষ বিদেশ বাদ দিয়ে দেশে চলে আসছে। চাকরি বা ব্যবসা করার জন্য।
৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৪৩
গহীনে রক্তক্ষরণ বলেছেন: ব্লগারকে সম্মান জানিয়ে বলছি, এই ব্লগটির জন্ম ইতিহাস আমি কিছুটা জানি । শুরুতে এ ব্লগের একটা আইডেনটিটি ছিল, যে পরিচয়টি আওয়ামীদের অবশ্যই পছন্দনীয় না থাকায় তারা আওয়ামী দুঃশ্বাসনের কবলে পড়ে নাই হয়ে গিয়েছিল । এটাই হবার কথা । কেননা আমরা এই দলটির জন্মের ইতিহাস জানি । তারা তাদের বিরুদ্ধবাদীদের কথা সহ্য করতে পারে না, তারা সত্য সহ্য করতে পারে না, তারা অপরাধ স্বীকার করা দূরের কথা , গলাবাজী, ভয়ভীতি সৃষ্টি করে নাটকীয়ভাবে ইতিহাসের মোড় ঘুরিয়ে নতুন নতুন বয়ান সৃষ্টি করে স্থূলবুদ্ধির মানুষদের খেপিয়ে তুলতে পারংগম বটে । যা এই প্রজন্মের অধিকাংশ তরুণরা জানেন না বা তাদেরকে জানতে দেয়া হয় না অথবা তারা পাঠ বিমুখ বলেই জানতে পারেন না (ব্যতিক্রম ব্যতিত) । জানা দরকার, যারা নিজেদের পিতৃ পরিচয় বা পূর্ব পুরুষের ঐতিহ্যবাহী আত্মপরিচয় জানতেও আগ্রহ বোধ করে না অথবা বিচ্ছিন্নভাবে কাটা ছেড়া খন্ডিত বিকৃত ইতিহাস থেকে যেটুকু জানে, সেটুকু যথেষ্ট নয় । আমার কৌতুহল হয়, আপনাদের মত মেধাবী তরুণদের কি অন্ততঃ ফ্যাক্ট-চেক করে জানতে আগ্রহ হয় না ? যা জানছেন, তা কতটুকু সঠিক ? এ কারণে অনেকেই তাদের পূর্ব পুরুষদের যে গৌরব গাঁথা ইতিহাস ছিল, সেটা না জেনে বরং জানতে পারছে উল্টোটা । বাস্তবে আমাদের পূর্বপুরুষরা যারা অবিভক্ত ভারতের মুসলমান হওয়ার অপরাধে লাঞ্চিত অপমানিত হচ্ছিল, যখন তথাকথিত উচ্চ বর্ণের হিন্দু জমিদারদের অত্যাচারের বলি হয়ে বাধ্য হয়ে ভারত বিভাজনকে মেনে নিয়ে দুইটা রাষ্ট্রের অস্তিত্ব পেয়ে মুসলিমদের নাগরিক অধিকার নিয়ে মাথা উঁচু করে টিকে থাকার জন্য যে ভু খন্ডের জন্ম হয়েছিল , সে জন্মের ইতিহাসের সাথে আজকে যারা মুজিবের প্রেমে গদগদ হয়ে ৩২ আবেগের ঝান্ডা উড়িয়ে রক্ত গরম করছেন, সেই মুজিব ছিলেন সেই জন্মের ইতিহাসের একটা অংশ । এক সময় দেশের অধিকাংশ মানুষ তাদের বাপের জন্মের ইতিহাস ভুলে গিয়ে মাঝপথে শুধুমাত্র ’৭১ থেকে আত্ম পরিচয়কে আলাদা করে ফেলেছিল বলেই মুজিবের পতন ঘটেছিল । আবার তার মেয়েটাকেও মগজধোলাই করে ১৯৯১ সালে তার ওয়াদা “ আমার বাবা যে ভুল করেছেন, আমার দ্বারা সেই ভুল হবে না” - এই বয়ান থেকে যোজন যোজন দূরে সরিয়ে এমন ভুল করিয়েছে যে, তাকে তার ক্ষমতাধর প্রায় সকল গলাবাজদের নিয়ে একসাথে পালাতে বাধ্য করেছে । মাঝখানে ফেলে গিয়েছে অগনিত অবুঝ সাপোর্টার , কর্মীদের, যারা কোন ইতিহাসই জানেন না ( ব্যতিক্রম ব্যতিত) । বাছারা , চিরকাল ধোকা দিয়ে মানুষকে জিম্মি করে রাখা যায় না । ইতিহাস অপরাধীকে প্রকৃতভাবেই ধরাসায়ী করে । যেমন করেছিল হিটলার, মুসোলিনী, মীর জাফরকে , যেমন করেছিল ভুট্টোকে, যেমন করেছিল ইন্দিরাগান্ধীকে, আর আমাদের সবচেয়ে জনপ্রিয় নেতা মুজিবকে । গান্ধী পরিবারের পাপের ফসল আজকের ভারতের হিংস্র হিন্দুত্ববাদী মোদির জন্ম । তার হিংস্র কবল থেকে দেখেন না, কিভাবে তারা মুক্তির জন্য ছটফট করছে ? এটাও ইতিহাসকে অস্বীকার করে মিথ্যা ইতিহাস রচনার ফল । আমি বলব, তরুণরা মরে যাবেন না । সব সময় সত্যকে লালন করুন । তাতে আপনার নিজের মর্যাদা সম্মানিত হবে । নয়তো কেবলই আবেগ দিয়ে অজ্ঞতা বা মিথ্যাকে ধারণ করলে নিজের অপমান নিজেকেই করা হয়। লেখার স্বাধীনতাকে সম্মান করি । এর মানে এই নয়, লেখা কেবল লেখার জন্য যা খুশী তাই হবে । ঐতিহাসিক ঘটনা নিয়ে একটা লেখা মানে তাও একটা ইতিহাসের অংশ বটে । সেটা হয় মিথ্যা হবে, না হয় সত্য হবে । স্বাধীনতা আপনাদের নিজেদের ।
২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:০৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
সঠিক কথাই বলেছেন। ভালো থাকুন।
২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:২০
রাজীব নুর বলেছেন: আবেগ নয়। আমি বাস্তববাদী মানুষ।
সত্যটা বলার চেষ্টা করেছি মাত্র।
৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৫৮
সৈয়দ কুতুব বলেছেন: সবার প্রথমে দেশে আসলে জেলে ঢুকবেন। আর ক্ষমতায় যাওয়া হচ্ছে না।
২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:০৪
রাজীব নুর বলেছেন: পাগলের সুখ মনে মনে।
মিথ্যা মামলায় কিছু যায় আসে না। সব মামলা থেকে বেকুসুর খালাস পাবেন।
তখন পাকিস্তানের সংগীত গাইয়েন।
২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:২৩
রাজীব নুর বলেছেন: হা হা হা---
আজও জামাত শিবির আওয়ামীলীগের নাম শুনলে ভয়ে কাপে। বিছানা ভিজিয়ে ফেলে। কই আমরা তো ভয়ে কাঁপি না। কারন আমরা অন্যায় করিনি।
৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:০৩
ধুলো মেঘ বলেছেন: ঠিক বলেছেন। আমার পিতামাতা আমার জন্ম দিয়ে ভুল করেছিলেন, তাই এই ব্লগটা চোখে পড়েছে। যে মহিলা শয়তান বিগত ৪০ বছর ধরে মানুষকে জ্বালাতনের পর জ্বালাতন করে যাচ্ছে, অসংখ্য মায়ের বুক খালি করেছে, অসংখ্য পরিবারের একমাত্র উপার্জন ক্ষম মানুষটিকে হয় পঙ্গু করেছে, না হয় গুম করেছে, অসংখ্য মানুষকে বিনা অপরাধে আয়নাঘরের মত জাহান্নামে বন্দি রেখেছে, যার প্রত্যক্ষ তত্ত্বাবধানে দেশের সম্ভাবনাময় ব্যাংক খাত লুটপাটের আখড়ায় পরিণত হয়েছে - যার ভয়েস রেকর্ড বলে দেয় সে মানুষের চেহারার এক ইবলিস শয়তান - তার ফেরার অপেক্ষা যে কেউ করতে পারে - এরকম দিন দেখতে হল বলে।
২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:১৭
রাজীব নুর বলেছেন: চিলে কান নিয়ে গেছে, আপনি চিলের পেছনে ছুটে গেছেন।
একবার কানটা ধরে দেখেন নাই, আসলে কানটা চিলে নিয়ে গেছে কিনা।
সঠিক তথ্য জানুন। স্রোতে গা ভাসিয়ে দেবেন না। প্লীজ।
দেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর। এই ৫৪ বছরে কার কি ভূমিকা? দেশের জন্য কে কি করেছেন? কে কি হারিয়েছেন? চিন্তা করুন। ভাবুন।
২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৩৩
রাজীব নুর বলেছেন: ৪ নং মন্তব্য টা আপনি করেছেন।
অতি কুৎসিত মন্তব্য করেছেন। একজন শিক্ষিত ও রুচিশীল মানুষ এমন মন্তব্য করতে পারে না।
৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:১০
সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা হচ্ছেন হুকুমের আসামী। আর এটা তিনি নিজেই আবিস্কার করেছিলেন বিএনপি-জামাত কে ঠেঙানোর জন্য!
২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:১৭
রাজীব নুর বলেছেন: আপনার মুখে পাকিস্তানের জাতীয় সংগীতই মানায়।
২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:১৪
রাজীব নুর বলেছেন: ওদের ঠেঙ্গানো'ই উচিৎ।
১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:১৯
আমি নই বলেছেন: লেখক বলেছেন: আপনি ভুলের মধ্যে আছেন স্যার।
ওহহ, আম্লীগের আমলে কোনো গুম-খুন হয় নাই? তাইলেতো আমি মনে হয় আম্লীগের আমলে মনে হয় অন্য কোনো দেশে ছিলাম, কি জানি।
লেখক বলেছেন:
গত এক বছরে কত গুলো খুন ধর্ষন হয়েছে তার হিসাব রেখেছেন?
তাহলে দেখা যাচ্ছে প্রতিশোধ শুধু আপনারাই নিতে পারেন না, আপনাদের প্রতিপক্ষরাও পারে। আর হিসাবতো রাখবেন আপনারা, ক্ষমতায় আসলে একটা লাশের বিপরিতে ১০ টা ফেলতে হবে না? জনাব, প্রতিশোধের নেশা থেকে বেরিয়ে আসুন, নয়ত এই সার্কেল চলতেই থাকবে।
লেখক বলেছেন: আপনাকে সত্য কথা বলি- মন্দের ভালো হলেও আওয়ামীলীগ ভালো।
আপনার সত্য, আমার কাছে হয়ত মিথ্যা। একটা কথা বলি দেশের সাধারন মানুষের কাছে আম্লীগ ভালো হলে ভোট চুরি করে ক্ষমতায় থাকতে হত না। আর একমাত্র হালুয়া-রুটির ভাগ পাওয়াদের কাছেই আওয়ামীলীগ ভালো।
১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৩৮
বিষন্ন পথিক বলেছেন: "ধুলো মেঘ বলেছেন: শেখ হাসিনা ফিরে এলে সর্বপ্রথম তাকে ন্যাংটা করে পেছন দিয়ে গরম ডিম ভরে দেয়া হবে। তার পর সেই ডিম বের করে ভেঙে পোচ করে আপনাদের মত যারা তার মহা আগমনের প্রতীক্ষা করে আছেন, তাদেরকে খাওয়ানো হবে।"
@ ধুলো মেঘ: একজন বৃদ্ধা মহিলার অন্তঃবাস নিয়ে উল্লাস করা জারজটা কি আপনার ছেলে বা ভাই ছিল? আপনার কমেন্ট তো ডাইরেক্ট ব্লাড কানেকশন ইন্ডিকেট করে
১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:১৩
Spirit বলেছেন: ইউনুসের গাফিলতির দরুন ২৪এর রাজাকারদের স্পর্ধা বেড়ে গেছে। উচিত ছিল এই রাজাকারদের হয়তো জেলে ভরবে নয়তো পটল তুলতে ওপারে পাঠাবে।
১৬বছর গুম, খুন, (ভোট)চুরি, আয়নাঘর, (২৮লক্ষ কোটি) অর্থ পাচার করে অনুশোচনা তো দূরের কথা উল্টো চুরের বাচ্চা চুর হাসিনাকে দেশে আনার স্পর্ধা দেখাচ্ছে।
১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:১৮
Spirit বলেছেন: যেই দেশে দীর্ঘ নয়মাস যুদ্ধে মাত্র ৭জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা নিহত হয়েছিল, (৭বীরশ্রেষ্ঠ)
সেই দেশে মাত্র ২৪ ঘন্টায় খুনি হাসিনা ৫৭জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের খুন করেছে।
১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২০
Spirit বলেছেন: খুনি হাসিনা পৃথিবীর ইতিহাসের একমাত্র শাসক, যার অন্তর্বাস নিয়ে জনতা উল্লাস করেছে।
১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২৫
Spirit বলেছেন: আমি বিএনপি, জামাত কিংবা এনসিপি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই; কিন্তু আমি ইন্ডিয়া লীগের চরম শত্রু। কারণ, তারাই দেশ ও জাতির শত্রু, ইন্ডিয়ান প্রক্সি গ্রুপ, নব্য মীর জাফর।
১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২৬
নতুন বলেছেন: যারা বর্তমানে আয়ামীলীগের বিরোধীতা করে তারা পাকিস্তানের পক্ষে আপনি কি করে ভাবেন???
আয়ামীলীগের বিরোধীতা দেশ বিরোধীতা এটা কি করে ভাবেন?
আয়ামীলীগ বাংলাদেশকে ভারতের উপনিবাশ বানিয়েছিলো। ক্ষমতায় থাকতে কত গুম খুন করেছে তা সবাই জানে। গত জুলাইতে ক্ষমতায় থাকতে হাজারের উপরে মানুষ হত্যা করেছে।
এখন আয়ামীলীগের অনুসুচনা করে ক্ষমা চেয়ে ফিরে আসতে হবে।
জনগন যদি ইসলাম ধর্ম পালন করতে চায় সেটা তাদের ইচ্ছা কিন্তু তাদের পাকিপন্হী বলার অধিকার কারুর নাই।
জামাত/শিবির কোন দিন বাংলাদেশে ক্ষমতায় আসতে পারতো না যদি আয়ামীলীগ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি না করতো।
১৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২৯
শ্রাবণধারা বলেছেন: আপনি এসব কি লেখেন?
১৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২৯
Spirit বলেছেন: লীগ বিরোধিতা = ভারত বিরোধীতা।
১৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৩১
Spirit বলেছেন: লীগ বিরোধিতা = ভারত বিরোধীতা = দেশপ্রেম।
২০| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: হাসিনা ফিরলে খুন, হত্যা, গুম, আয়নাঘর, ধর্ষন, চাঁদাবাজি, ডাকাতী, ছিনতাই, ফুটপাত দখল, ব্যাংক ডাকাতী, বিদেশে অর্থ পাাঁচার, বিরোধী দলগুলোর নেতাদের হত্যা বিশেষ করে ছাত্র অভ্যুত্থানের নেতৃকে অবশ্যই হত্যা করে বুড়িগঙ্গা নদীতে ডুবিয়ে দেবে। যদিও নেড়ী কুকুরী সহসাই ফিরতে পারবেনা। আপনি আঙ্গুল মুখে দিয়ে ললিপপ মনে করে চুষতে থাকুন।
২১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৪
আমি নই বলেছেন: লেখক বলেছেন: দেশের অবস্থা এখন এমন- যাদের সামর্থ্য আছে তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে।
আর আওয়ামীলীগের আমলে মানুষ বিদেশ বাদ দিয়ে দেশে চলে আসছে। চাকরি বা ব্যবসা করার জন্য।
সত্যিই মাঝে মাঝে অবাক হয়ে যাই, আপনারা কেমনে পারেন? চোখের সামনে ঘটে যাওয়া সত্যকে অস্বীকার করে উৎভট সব কাহিনি নিয়ে হাজির হন। ভাইরে দেশেতো আমরাও ছিলাম নাকি??
২২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:০৭
সৈয়দ কুতুব বলেছেন: শ্রাবণধারা@রাজিব নুর আমাকে বিহারি বলেন । ।
২৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২৭
এ পথের পথিক বলেছেন: আম্লিক ভড়তের সেবাদাসীদের স্বপ্ন এখন স্বপ্ন*doshe পরিনত হয়েছে । যাই হোক আল্লাহ্র তাদের মানসিক সুস্থতা কামনা করছি । হে আল্লাহ্ জালিম ও যেসব জালিমের অনুশোচনা নেই তাদের তুমি দুনিয়া ও আখিরাতে লাঞ্ছিত করো ।
২৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩১
মাথা পাগলা বলেছেন: আপনার কথা যুক্তি আছে, অবশ্যই দেশে অরাজকতা চলছে। কিন্তু আপা ছাড়া বাংলাদেশের বর্তমান প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায় সেটা নিয়ে ভাবা উচিত।
২৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১৬
সুলাইমান হোসেন বলেছেন: @রাজীব নুর!আপনি নিরপেক্ষ দৃষ্টিতে যদি দেখতেন,তাহলে দেখতে পেতেন বাংলাদেশের কোনো দলই ভালোনা।নিজেদেরকে ভালো প্রমান করতে পারনাই কোনো দল
২৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১৮
সুলাইমান হোসেন বলেছেন: আপনি আওয়ামীলীগের অন্ধভক্ত
২৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১২
এইচ এন নার্গিস বলেছেন: ১) দেশ যে ভাবে এগিয়ে যাচ্ছিল সেই ভাবেই এগিয়ে যাবে। ২) মন্ত্রী, এম পি যারা দুর্নিতী গ্রস্থ তারা বাদ যাবে ৩) অফিস আদালতে দুর্নিতী বন্ধ রাখার ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে ৪) অফিস আদালতে হয়রানি বন্ধ হবে।
আমাদের শেখ হাসিনার মতো একজন শক্তিশালী দেশ প্রেমিক নেতৃত্বই দরকার ।
২৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এমন হলেতো আর কথাই নেই। দেশ হয়ে নেদার ল্যান্ড এর মতো। আওয়ামীদের কোন হিংসা প্রতিহিংসা যখন নেই দেশের আপামর সবাই শান্তিতে মশারী ছাড়া নাগে তেল দিয়ে ঘুমাতে পারবে।
২৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:২৩
মেঠোপথ২৩ বলেছেন: মতলব কি ? ইউরোপ ভিসা ?
৩০| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৫৮
সপ্তম৮৪ বলেছেন: আওয়ামীলীগ হারলে হেরে যায় বাংলাদেশ
৩১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:১৭
সৈয়দ কুতুব বলেছেন: সপ্তম৮৪@মানতে পারছি না। লিগ যখন জুলুম করেছে তখনই বাংলাদেশ হেরে গেছে ।
৩২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:১৯
জেনারেশন একাত্তর বলেছেন:
বিচারে উপস্হিতি দেয়ার জন্য শেখ হাসিনা এখন এলে তা স্বাধীনতাকামীদের পক্ষে যাবে
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:২৯
রাবব১৯৭১ বলেছেন: সেখ হাসিনার সময় এতো অন্যায় কোথায় হয়েছিল? ১ বছরে আমরা যা দেখছি। দুর্নীতির কথা কি বলবো? বিএনপির সব নেতার বিরোদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। সবাই এখন সাধু! দুর্নীতির যা নামে থাকুক সবার বিচার দেখতে চাই। কিন্তু বিচারটা কে করবে?যে বিচারের করবে সেও দুর্নীতির অভিযোগের বাইরে নয়।