![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছেঁড়াখোড়া জমিসহ সমগ্র সাম্রাজ্য তুলে দিয়েছিলাম নিলামে!
যথেষ্ট হাঁকডাক করলে সেটাও নাকি দুর্বলতা,
তাই শুধু হয় আকাশের সাথে কথোপকথন!
আমাদের প্রেম অনেক বয়োবৃদ্ধ ও ভানহীন।
বিচরণশীল বীর্যবান ও বীর্যবতী
এরকম অধিকাংশকেই আমি পরিয়ে দিয়েছিলাম ঘুঙুর!
তারা এখন আর এ পথ মাড়ায় না যদিও আমিও অরাজি!
ওরা সম্ভবত জানে না জমিনে জমতে শুরু করেছে আবার পলি!
আবার ভরে উঠবে সোনালি শস্যের জমিন;
বসবে পাখির পার্লামেন্ট!
নিকটতম ভবিষ্যতে এক এক করে খসে পড়বে-
খোলসধারীদের ঘুঙুর!
সাবস্টেশনের আলো দূর থেকে হলেও খানিকটা দৃশ্যমান।
অপেক্ষমান- ফিরে আসবে আবার পদলেহনকাল!
শীত এলেই জেগে ওঠে সোরিয়াসিস-
আমি আবার কাউকেই দেখাতে শিখিনি বৃদ্ধাঙ্গুল-
চেটে দিও, চেটে খেও আমূল!
২| ১২ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:৪৬
নতুন নকিব বলেছেন:
মূলতঃ লেখাটা কার, বলা যাবে?
৩| ১২ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:৩৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কবিতাটি কার লেখা?
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ছবির জায়গাটা দেখে খুব ঘেন্না লাগছে।
এতো পচা জায়গা কোথায়?