| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজীব নুর
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
বিবর্ণ ও মনোটোনাস দ্যাশে কতিপয় আধাখ্যাঁচড়া
বিশেষায়িত অবিশেষজ্ঞ কর্তৃক প্রণীত হয়েছে নতুন "সখী রঙ্গমালা!"
আর কোনো দুশ্চিন্তা নেই!
ইহকালে অন্তত দূরীভূত হবে সকল দুশ্চিন্তার কপালভাঁজ!
প্রণীত ঐ কিতাবে লেখা আছে আপামর আমকাঁঠালজনতার ভূতভবিষ্যৎ!
সর্ষের তেল মজুত না থাকলে অতিসত্বর সংগ্রহ করে দিতে পারেন-
মজবুত একখান সনদঘুম!
ভুলে যান বেমালুম ত্রাহি মধুসূদন দশা!
নিশ্চিত দিবাস্বপ্নযোগে পেয়ে যাবেন অন্ন- বস্ত্র - বাসস্থানসহ
যাবতীয় মৌলিক সমস্যার অলৌকিক সমাধান!
কেউ কি জানেন হ্যামিলনের বংশীবাদকের নামঠিকানা?
বড্ড বেশি আবর্জনায় সয়লাব এখন চতুর্পাশ।
একটু সাফসুতরাের খুব বেশি প্রয়োজন;
বুঝি না মানুষ- সারমেয় ব্যবধান!
২|
৩০ শে অক্টোবর, ২০২৫ রাত ১১:২২
রূপক বিধৌত সাধু বলেছেন: খারাপ না।
৩|
৩১ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:২৭
জেনারেশন একাত্তর বলেছেন:
শেখ হত্যার পর, ইহা আর দেশ ছিলো না, ইহা পাকিস্তান ও আমেরিকার করদ রাজ্যে পরণত হয়েচিলো।
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০২৫ রাত ১০:৫৬
সৈয়দ কুতুব বলেছেন: কবিতাখানি পড়িলাম ।