| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজীব নুর
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
একটা শিকার-
শিকার করবো বলে মনে মনে পুষলেও শেষ পর্যন্ত করিনি স্বীকার!
যে লোহার আকশি দিয়ে শিকার গাঁথবো ভেবেছিলাম
প্রান্তরে নেমে দেখি আকশিরও মুখ ভোতা!
সে নাকি নিজেই কবে হয়ে গেছে শিকার!
সাধারণত ধূর্ত মানুষ চারপাশে পঙ্গপালকে হারিয়ে দিলেও
আমার সাথে নেই কারো জানাশোনা!
শুনেছি ওরাই এখন করে খাচ্ছে যাবতীয় শিকার!
শিকার করতে গিয়ে নিজেই হয়ে যেতে পারি শিকার
-এটাও সবিনয়ে করছি স্বীকার!
অতঃপর ফিরে এলাম পুরনো ও বিশ্বস্ত আস্তাবলে;
কেননা ও কখনো আমাকে করবে না শিকার
বহুবার এ কথা করেছে স্বীকার!
এতবার শিকার হয়েছি যে,
স্বীকার করলে এবার হয়ে যাবো চির শিকার!
২|
২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:২৮
রাজীব নুর বলেছেন:
আপনার লাইক পাওয়াও বিরাট ভাগ্যের।
৩|
২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:০৫
সৈয়দ কুতুব বলেছেন: লাইনে আসুন ইসলাম কে ভালোবাসুন।
২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:২৭
রাজীব নুর বলেছেন: যার মুখে সারাক্ষন পাকির জাতীয় সংগীত, তার কোনো কথাই শুনবো না। নো নেভার।
৪|
২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:১০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ইয়ে মাবুদ!
২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৩৪
রাজীব নুর বলেছেন: মানে কি ভাইয়া?
৫|
২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৫৩
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা
৬|
২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৫৭
সৈয়দ কুতুব বলেছেন: পবিত্র এই ভূমি সুখে থাক
এই সুন্দর দেশ আনন্দিত থাকুক
তুমি মহান সংকল্পের প্রতীক
হে পাকিস্তানের ভূমি !
বিশ্বাসের কেন্দ্রস্থল হিসেবে চিরজীবী হও।
।
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:২৬
রাজীব নুর বলেছেন: ওস্তাদ আপনার লাইক পেয়ে আমি আনন্দিত।
আপনাকে অন্যায় ভাবে বারবার ব্যান করে রাখা হচ্ছে। আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই।