নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এফ আই রাজীব

এফ আই রাজীব › বিস্তারিত পোস্টঃ

কিছু ইংরেজি শব্দের সহজ বানান

১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১০

কিছু কিছু ইংরেজি বানান অনেক কঠিন যা সহজে মনে থাকেনা। আবার ঐ বানানগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তাই ঐ বানানগুলো মনে রাখা খুবই জরুরী। আমি অর্থের সাথে মিলরেখে এখানে কিছু টেকনিক দিয়ে দিয়েছি যাতে বানানগুলো আপনারা খুব সহজেই মনে রাখতে পারেন। চেষ্টা করে দেখুনতো মনেরাখতে পারেন কিনা।

1. Lieutenant (লেফটেনেন্ট) – সামরিক কর্মী।

মনে রাখার কৌশল: Lie u ten ant – মিথ্যা তুমি দশ পিপড়া।

2. Psychological (সাইকোলজিক্যাল) – মনস্তাত্ত্বিক।

মনে রাখার কৌশল: Psy cholo gi cal – পিসি চলো যাই কাল।

3. Assassination (এ্যাসএ্যাসিনেশন) – গুপ্তহত্যা।

মনে রাখার কৌশল: Ass ass i nation -গাধার উপরে গাধা, তার উপরে আমি, আমার উপরে জাতি।

4. Questionnaire – প্রশ্নমালা।

মনে রাখার কৌশল: Question nai re – কোশ্চেন নাই রে।

5. Assessment – কর নির্ধারণ।

মনে রাখার কৌশল: Ass e ss men t – গাধায় ই ডাবল ss মানুষেতে নাই।

6. Hallucination – অমুলক / অলীক কিছু দেখা বা তাতে বিশ্বাস।

মনে রাখার কৌশল: Hall u ci nation-হলে তুমি! ছি জাতি।

7. Diarrhoea – উদারাময়।

মনে রাখার কৌশল: Dia rr hoea – ডায়াল করো ডাবল rr হোয়ে যাবে।

8. Bureaucracy – আমলাতন্ত্র।

মনে রাখার কৌশল: Burea u cracy – বুড়িয়া তুমি cracy.

9. Restaurant – রেস্টুরেন্ট।

মনে রাখার কৌশল: Rest a u r ant – বিশ্রাম এ তুমি আর পিপড়া।

10. Parallel – সমান্তরাল।

মনে রাখার কৌশল: Par all e l – পার করো সকলকে ই।

11. Illegitimate – অবৈধ।

মনে রাখার কৌশল: Illeg i tim ate – অসুস্থ পায় আমি টিম খেয়েছিলাম।

12. Miscellaneous – বিবিধ।

মনে রাখার কৌশল: Mis cell an e o us-মিস করলে একটি সেলে ই ও আমাদের সাথে থাকবে। (cell-ক্ষুদ্র কক্ষ

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.