![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা বা কবিতা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা বা কবিতা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে কবির সম্মতি নিতে হবে। কবির বা লেখকের মোবাইল :০১৭৯৬৯৬৪৮৩৮
নব যৌবনাবর্ষা
মো: রাজিব হোসেন পানি
আজ দেখি ওই দূরে নামিয়ে ছে ঘন আঁধার
ওই দূরে দেখি, পাহারের মত মেঘ এসে
ঢেকে দিয়েছে সূর্য্যকে ।
আজ মনে পরে ঠাকুর দাদার বর্ষার গল্প,
আজ মনে পড়ে রবীঠাকুরের আষাঢ়ের কবিতা,
মনে পড়ে নজরুলের বর্ষাকে নিয়ে লেখা বিদ্রহের কথা ।
আজ বুঝি এলোরে নব যৌবনা বর্ষা ,
ভেঙ্গে ফেল আজ তোরা আছে যত ,তোদের হিংসা ।
আইনা সবাই হাতে হাত দিয়ে, কাঁধে কাঁধ বেধে যায় ধান ক্ষেতে ,
নতুন ফসল বুনবো মোরা, ছড়াবো সারা দেশে ।
ওদিকে দেখি একটি ছেলে পাগলের মতো ছুটে ,
মানিক ,মানিক,রতন,রতন,বলে বলে সে ডাকে।
বলে তোরা কোথায় গেলি,আয়না এখানে ছুটে,
ভিজবো পানিতে উঠবো সবাই, আনন্দে যে,মেতে ।
সারাংশ:- কবিতাটিতে গ্রাম বাংলার, বর্ষার সৌন্দয্য ফুটে উঠেছে । কৃষকের মুখে নতুন ফসল বোনার আনন্দ এবং আমি এই কবিতাই রবীঠাকুর ও নজরুল এর আলাদা সত্তা বের করার চেষ্টা করেছি । আমি এই কবিতায় হিংসাকে বর্ষার পানিতে ধুতে অনুরোধ করেছি । এ কবিতাটিতে আমি গ্রামের চানচল্ল্যময় এক বালককে আংশিক প্রকাশ করেছি , পুরোপুরি ভাবে নই ।
©somewhere in net ltd.