নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখক নই আমি। কোন চলচ্চিত্র দেখা মাত্র মনের কথা গুলি লিখে ফেলি আর কি।

রাজিন

আমি অসাধারণ মায়ায় আবৃত সাধারণ একজন মানুষ

রাজিন › বিস্তারিত পোস্টঃ

হিন্দি মুভি বাংলা রিভিউ- “Udaan”

১৪ ই মার্চ, ২০১১ রাত ১২:৫৪

বাপের হোটেলে খেতে তো অনেক মজা না?? বাইরের জগতটাকে তো দেখিসনি। পয়সা কামাই করতে যে কত কষ্ট সেটা তো জানিস না। আমি তো তোকে কিছুই বলি না। আমার সময় বাবা তো আমার ছাল ছাড়িয়েই ছাড়তেন।

না। আমি বলছি না যে এটা আমার-আপনার জীবনে ঘটে যাওয়া কিছু কাহিনী। তবে আমার বিশ্বাস এই ব্যাপারটি কেন জানি আমাদের সমাজে কিছু না কিছু রয়েই গেছে। সব মানুষের ভাগ্যে তো আর সঠিক ভালোবাসা পাওয়া যায় না! এরকম বাপ-মায়ের ভালোবাসা ছাড়া এক কিশোরের জীবন নিয়ে মুভি Udaan।

কাহিনী জানা যাক। Rohan ( Rajat Barmecha) এক ১৭ বছর বয়সী কিশোর। শৈশবে মা মারা যাওয়ার পর বোর্ডিং স্কুলেই জীবন। বাবা আছেন। কিন্তু বাপের চেহারা কেমন সেটাও ভুলে গেছে সে। এসময় ঘটে ঝামেলা। বোর্ডিং স্কুলে বারবার দুষ্টামির জন্য সবশেষে বের করে দেওয়া হয় তাকে। ফেরত আসে সে তার বাবার কাছে, এক অপরিচিত জগতে। যেখানে নেই কোন ভালোবাসা। বাবা Bhairav Singh ( Ronit Roy) আরেকটি বিয়ে করেছিলেন। সেই পক্ষে স্ত্রী নেই, আছে শুধু Rohan এর সৎ ভাই ছয় বছর বয়সী Arjun ( Ayan Boradia) । সে বাসা তো নয় যেন হাজতখানা। বাবাকে স্যার বলে সম্বোধন, ভোর বেলা জগিং করে পুরো শহর চক্কর মারা, এবং সবশেষে নিজের স্বপ্নের বলিদান। Rohan কে অনেক ভালো একজন লেখক বলা যায়। এই অল্প বয়সে অসাধারণ কিছু সৃষ্টির জন্ম দিয়েছে সে। কিন্তু তার বাবা নামক কসাই সর্বদা তার স্বপ্নের বিরুদ্ধে। Rohan কে কাজ করতে হয় তারই ফ্যাক্টরিতে। এদিকে তার সৎ ভাইকে তার তেমন ভালো লাগে না। কিন্তু একসময় তার বাবা Arjun কে বেল্ট দিয়ে মারার কারণে হাসপাতালে ভর্তি করা হয়। Rohan এর সাথে তখনই সখ্যতা হয় তার ভাইয়ের। অপূর্ব এক বন্ধন গঠিত হয়। এদিকে তাদের বাবা পুনরায় বিয়ের সিদ্ধান্ত নেয়। বিয়ের পরে শুরু হয় নতুন অত্যাচার। Arjun কে বোর্ডিং স্কুলে পাঠানোর সিদ্ধান্ত হয়। Rohan এর লেখার খাতাটি পুরিয়ে দেয় সেই কসাইটি। সবশেষে Rohan এই অন্যায়ের প্রতিবাদ করে এবং তার ভাইকে নিয়ে বেরিয়ে পরে এক যাত্রায় ... যেন এক মুক্তির উড্ডয়ন ( Udaan) ।

অনেকেই বলে যে বাইরের জগতটি অনেক কঠিন। কিন্তু কিছু মানুষ আছে যাদের ভিতরের জীবনটি এতটাই দুর্বিষহ হয়ে ওঠে যে তখন বাইরের জগতই হয় তার আপনজন। মানুষ শুধু মাত্র পেটের দায়ে বেঁচে থাকলে তাকে পশুর চেয়ে বেশি কিছু আসলে বলা যায় না। আমরা মানুষ বলেই আমরা খুঁজি ভালোবাসা এবং স্বপ্ন পূরণের পথ। কিন্তু অনেক বাবা –মা আছেন যারা সন্তানদের স্বপ্নের কোন মূল্যই দেন না। ফলে সন্তানেরা স্বপ্নের দিকে যেতে তো পারেই না বরং সারা জীবনে থাকে অসাফল্য এবং হতাশা।

মুভিটিতে মানুষের জীবনের দারুণ কিছু দর্শন দুর্দান্ত ভাবে বর্ণনা করা হয়েছে। মুভির পরিচালক Vikramaditya Motwane কে প্রশংসা দিয়ে শেষ করা যাবে না। মুভিটির কাহিনী এবং চিত্রনাট্য দুটোই দারুণ। সংলাপ বেশ ভালো। বিশেষ করে Rohan এর সাহিত্যগুলি এক কথায় অসাধারণ।

Rohan চরিত্রে ভালো করেছেন Rajat Barmecha। কিন্তু এককথায় দারুণ অভিনয় করেছেন Ronit Roy। নিষ্ঠুর পিতার চরিত্রটিতে আমার মতে তাকে ছাড়া কাউকে চিন্তাই করা যায় না। এছাড়া Rohan এর চাচার চরিত্রে Ram Kapoor এর অভিনয় বেশ ভালো লেগেছে। মুভিটি গতানুগতিক হিন্দি মুভির মত নয় বলে একটু বোরিং লাগলেও শেষ পর্যন্ত সবাই বলতে বাধ্য হয় । নাহ্। ভাল একটা মুভি দেখলাম। মুভিটিতে Arjun এর হাসপাতালে থাকার সময়ের দৃশ্যগুলি আমার বেশ ভালো লেগেছে। Amit Trivedi’র সংগীত বেশ প্রসংসনীয়। এককথায় একেবারেই অন্যরকম মুভি।

রেটিং – ৪/৫



মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১১ রাত ১:০৫

আকাশগঙ্গা বলেছেন: View this link

২| ১৪ ই মার্চ, ২০১১ রাত ১:০৬

দূর্যোধন বলেছেন: Udaan dekhlam. Valoi :)


post valo laglo :)

১৪ ই মার্চ, ২০১১ দুপুর ১:০০

রাজিন বলেছেন: অনেক ধন্যবাদ বস।

৩| ১৪ ই মার্চ, ২০১১ রাত ১:০৮

রূপম দা বলেছেন: আমার দেখা অন্যতম সেরা মুভি। আমি একজন ভারতীয় ব্লগার। ভাবতে ভালো লাগে যে সামুতে এত বাঙালী একসাথে এত ভালো ভালো বিষয় নিয়ে আলোচনা করে। ভাবতে ভালো লাগে যে আপনারা উড়ান এর মত কম প্রচারিত মুভি দেখেন আর খুব ভালো ভাবে দেখেন। ভালো পোস্ট। তবে মুভি রিভিউ লেখার সময় আমার মনে হয় মুভির শেষটা না বলাই ভালো। তাই না?

১৪ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৫৯

রাজিন বলেছেন: ধন্যবাদ দাদা। আমার মনে হয়েছে এই মুভিটির সমাপ্তির চেয়ে চলমান ঘটনাবলীগুলি বেশি দারুন। এই জন্যই বলে ফেলেছি। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ১৪ ই মার্চ, ২০১১ রাত ১:১৯

অস্থির পোলাপাইন বলেছেন: The mixing of sound and environment was too good. This something besides those crappy bollywoody shits :)

৫| ১৪ ই মার্চ, ২০১১ রাত ১:২২

রাজীবসাদ্দাম বলেছেন: ভাই দেখেছি কিছু দিন ।আগে অসাধারন ছবি ।

৬| ১৪ ই মার্চ, ২০১১ রাত ১:৩২

নিয়ম ভাঙার কারিগর বলেছেন: দেখেছি। যদিও দেখার সময় প্রথম থেকেই কাহিনিটা ঠিক হজম হচ্ছিল না, কিন্তু দেখা শেষ করার পর বেশ ভালই লেগেছিল।

৭| ১৪ ই মার্চ, ২০১১ রাত ১:৪২

রং রিয়াজ বলেছেন: ভাই ডাউনলোড লিঙ্ক থাকলে দেন আমিও দেখি।

৮| ১৪ ই মার্চ, ২০১১ রাত ২:০৩

বল্টু মিয়া বলেছেন: আমার দেখা বেস্ট ইন্দিয়ান মুভি। ডাউনলোড করার পর ৩দিন খালি এই একটা সিনেমা দেখছি :D

৯| ১৪ ই মার্চ, ২০১১ রাত ২:৪৮

পৈতাল বলেছেন: কাহানি খাতাম হায় ইয়া শুরুয়াত হোনেকো হায়------ সুবহা নাইই হায় ইয়ে ঈয়া ফীর রাত হোনেকো হায় -----
আমার কাছেও মুভি টা ভালই লাগছে।@রং রিয়াজ টরেন্ট লিংক

আমি ডাউনলোডাই ছিলাম অক্টবরে। ৫৮৭ সিডার আছে।

১০| ০১ লা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩১

রাজীব নুর বলেছেন: দেখেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.