| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজকন্যে
"Knowing is not enough; we must apply. Willing is not enough; we must do.'
আমি সব সময় বলতাম যত যাই হোক আমি দেশে থাকবো। বাচলেও এই দেশে বাঁচবো। মরলেও এইখানেই মরবো। আমার ভাই/ বন্ধুরা বলতো নোংরায় থাকলে গায়ে ময়লা লাগা ছাড়া কিছু হবে না। যত জলদি পারিস বাইরে যা। আমি মনে মনে ভাবতাম এতো স্বার্থপর কেন ওরা? যে দেশ বুক ভরা বাতাস দেয়, এতো সুন্দর প্রকৃতি দেয়, সেই দেশ ছেড়ে যাবার জন্য এত্ত তাড়া কিসের সবার। এখন বুঝি এতো তাড়া কিসের।
এখন তাই আমিও বলি, আমি এই দেশে থাকতে চাই না। এই দেশে মানুষ থাকে না। এই দেশ আমাকে বাতাস, ফুল, পাখি সব দিয়েছে। শুধু দেয় নি মানুষ। এই দেশে মেয়ে হয়ে জন্মানো একটা পাপ। একসময় এটা বললে মানুষ ভাবত মেয়েদের দুঃখ বিলাসের নমুনা হচ্ছে এসব কথা। কিন্তু এখন যখন প্রত্তেকদিন আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে পইচাশিক ভাবে নির্যাতিত হতে হয় তখন মনে হয় এই বাচ্চা গুলো জঙ্গলে থাকলে বোধ হয় এর চেয়ে বেশি নিরাপদ থাকত। শিক্ষকের কাজ এখন ধর্ষণ করা। শুশিল সমাজের কাজ মেয়েদের কাপড় নিয়ে গবেষণা করা। কোন কাপড় পরলে ধর্ষণ জায়েজ হয়ে যায় সেই ফতোয়া দেওয়া। মেয়ে অত্যাচারের প্রতিবাদ করলে তার ছিদ্রান্বেষণ করা।' ভিডিও এলো, ভিডিও এলো রব যখন উঠে তখন কিচ্ছুক্ষন ছি ছি করে কৌশলে ভিডিও টার লিঙ্ক জানতে এসব পশুদের বিন্দু মাত্র লজ্জা হয় না। মেয়েটিকে জীবনে দেখেও নি যে সেও অবলিলায় বলে যায় 'এটা মিউচুয়াল ছিলো'।
এই দেশে কি মানুষ বলে কোন প্রজাতি থাকে? যাদেরকে শিক্ষকতার দায়িত্ব অর্পণ করা হচ্ছে তারা আসলে কোন যোগ্যতায় শিক্ষক হয়? মানবিকতা, মনুষ্যত্ব বলে কি কিছুই আর নেই? এতো কিছুর পর ও কি আমরা কোন বিচার পাবো না? কিসের দেশ এটা? আমাদের দেশের দণ্ড মুণ্ডের কর্তাদের বলছি, মেয়েদের কে যদি এভাবেই নির্যাতন করে অত্তাচার করে মারতে হয়, তবেঁ আর মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ বলে গলা শুকাবেন না। যদি পারুন আমাদেরকে দূর দ্বীপে ফেলে আসুন।
আর তাও না পারলে, আসুন। ধর্ষণ করে যান। এটা তো খুব পারবেন। তাই না!
(প্রচণ্ড ক্ষোভ নিয়ে লেখাটা লিখলাম, একটু আগে একটা লিঙ্ক দেখলাম, যেখানে ক্লাস ৩ এর ছাত্রী তার 'প্রধান শিক্ষকের কল্যাণে' ৫ মাসের অন্তঃসত্ত্বা। বাচ্চাটাকে বুকে চেপে চিৎকার করে কাদতে ইচ্ছে করছে)
০৪ ঠা আগস্ট, ২০১১ রাত ১:৩৯
রাজকন্যে বলেছেন: ভালোবাসা! হাহাহা! এই দেশে এই কথাটার মানে বোঝে কয়জন?
২|
০৪ ঠা আগস্ট, ২০১১ রাত ১:৩৭
ত্রিভুজ বলেছেন: খুব সম্ভবত অনেকে প্রথম আলোর অরুণ চৌধুরীর ভিডিওর সাথে ভিকিদের ভিডিওর বিষয়টা গুলিয়ে ফেলেছে। পরিমল এবং তার সহযোগীরা যেখানে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে সেখানে পরিমলের কাছ থেকে কোন ভিডিও নেটে আসার কথা না। অরুণ চৌধুরীর ভিডিও মনে হলে একারণে যে ওসময় অরুন চৌধুরীর ভিডিওটি ফেসবুকে দেয়ার পর অনেকে সেটা ভিকারুন্নেসার ভিডিও ভেবে কমেন্ট করেছিলো - "পরিমলের তো কোন দোষ দেখলাম না" টাইপ কথাবার্তা দিয়ে। এই ব্লগেও এধরনের কমেন্ট করা লোকজন আছে।
তবে ভিডিও যাই হোক না কেন, কিছু ব্লগারের আচরণ দেখে সত্যিই দুঃখ পেয়েছি। ভাবতেও কষ্ট লাগে এরা স্কুল কলেজ পাশ করা শিক্ষিত লোক... ! পড়ালেখা করলেই যে অমানুষ কোনদিন মানুষ হয়না এরা তার জ্বলন্ত উদাহরণ সৃষ্টি করে যাচ্ছে।
০৪ ঠা আগস্ট, ২০১১ রাত ১:৪৪
রাজকন্যে বলেছেন: সত্যি কথা। তবে অনেকে বলছে পরিমলের ভিডিও নাকি এসেছে। আমি বুঝিনা যেখানে পরিমল নিজে জবানবন্দি দিল যে সে ভিডিও নষ্ট করে ফেলছে সেখানে মানুষ জন টার ভিডিও কি করে পায়? আর ওইসব ভিডিওতে নাকি ছেলে(পশু!!!) টাকে দেখা যায় না। মেয়েটাকে দেখা যায়। আরে যে মেয়ের নাম পর্যন্ত মানুষ জানতে পারল না সে মেয়েকে কি করে তারা ভিডিওতে চিনে নিলো কে জানে? আর এরা 'মিউচুয়াল' কথাতার মানে জানে কিনা সেটাও একটা প্রশ্ন!
৩|
০৪ ঠা আগস্ট, ২০১১ রাত ১:৫২
আমি তুমি আমরা বলেছেন: আফসোস![]()
![]()
০৪ ঠা আগস্ট, ২০১১ দুপুর ১:৫৯
রাজকন্যে বলেছেন: ![]()
৪|
০৪ ঠা আগস্ট, ২০১১ রাত ১:৫৫
ত্রিভুজ বলেছেন: আরেকটা জিনিষ হতে পারে। এই দেশে পরিমলের মনোভাব পোষণ করা লোকজনের অভাব নেই। পরিমলের বিরুদ্ধে যখন ব্লগাররা প্রতিবাদ জানাচ্ছিলো তখনো কিছু অমানুষ পরিমলের পক্ষে কথা বলার চেষ্টা করেছে, পোষ্ট দিয়েছে। ব্লগারদের আক্রমণের মুখে এই গ্রুপটা পালিয়ে গিয়েছিলো এবং এখন সময় বুঝে আবার ফেরত এসেছে এবং অন্য কোন ভিডিও ভিকির ভিডিও বলে চালিয়ে পরিমলের পক্ষে জনমত গঠন করার চেষ্টা করছে। এদের পোস্ট এবং মন্তব্যগুলো দেখলে পরিষ্কার বোঝা যায় পরিমলের পক্ষে কথা বলার জন্যই এরা এই কাজগুলো করতেসে।
ভাবতেও খুব কষ্ট হয় এরাও দেখতে মানুষের মতই...
০৪ ঠা আগস্ট, ২০১১ দুপুর ২:০০
রাজকন্যে বলেছেন: ![]()
৫|
০৪ ঠা আগস্ট, ২০১১ রাত ২:০২
মো: আবু জাফর বলেছেন: প্রত্যেক স্কুল কলেজ বিশ্ববিদ্যালযের শিক্ষকদের গোয়েন্দা নজরদারীতে নেয়া হোক আর দোশিদের খোজা করে দেয়া হোক ।
০৪ ঠা আগস্ট, ২০১১ দুপুর ২:০৩
রাজকন্যে বলেছেন: কিছু একটা তো করতেই হবে! আর কত?
৬|
০৪ ঠা আগস্ট, ২০১১ রাত ২:০৮
প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: একটা সময় ছিল, যখন জাতি হিসেবে মনে করতাম আমরা শ্রেষ্ঠ, এখন এ সময় এসে মনে হয় যে, আমরা খুব ই ধূর্ত , সুবিধাবাদী, অলস, স্বার্থপর , নীতিবিবর্জিত একটা জাতি। সমস্ত অবক্ষয়ের মূলে যদি বলি হাসিনা, আর খালেদা সবাই হাসবে, কিন্তু সবকিছুই সেদিকে নির্দেশ করে।
একটা কথা শুনছিলাম, যে জালিম জাতি কে শাসন করার জন্য নাকি তাদের থেকে ও জালিম একজন শাসক দরকার। আমার মনে হয় আমাদের মত নীতি বিবর্জিত, অসত , দুর্নীতিগ্রস্থ জাতি কে স্বাভাবিক ভাবেই এর থেকে ও দুর্নীতিগ্রস্থ নেতারা শাসন করতছে। আমরা জাতি হিসেবে যদি আত্মমর্যাদা সম্পন্ন, ভদ্র, নম্র , স্বার্থহীন, দেশপ্রেমিক জাতি হতাম এবং অন্যের প্রতি শ্রদ্ধাশীল হতাম তাহলে তো আজ আর আমরা চতুর্থ/ পঞ্চম বিশ্বের মানুষ হত না।
আমাদের মাঝে এত নামাযী, এত হাজী, এত রোযদার, অন্য ধর্মের ও এত ধর্মপ্রাণ মানুষ হয় শয়তানদের সংখ্যা এদের থেকে বেশি, নচেত এরাই মুখোশধারী শয়তান। একটা রাষ্ট্রের সর্বোচ্চ নেতারা যখন তার নাগরিক দের নিরাপত্তা দিতে পারে না, বিচারের বানী যেখানে নিভৃতে কাঁদে, সেখানকার নাগরিকেরা যদি তাদের ব্যক্তিস্বার্থ বাদ দিয়ে মৌলিক অধিকারের জন্য এক না হতে পারে, তাহলে সে রাষ্ট্র অবশ্য ই ধ্বংসের পথে যাবে।
এই প্রক্রিয়া একদিনে শুরু হয় নাই। ১০ বছর আগে, ১৫ বছর আগে প্রায় ই শুনতাম এলাকায় হারানো বিজ্ঞপ্তি, কোন প্রতিকার ছিল না, কারো মাঝে কোন বিকার থাকত না। রাস্তা ঘাটে এত টোকাই, এত পথশিশু কে দেখে ও আমরা ভুলে যেতাম, মাঝে মাঝে চুরি, ডাকাতি , ধর্ষণ হলে আমরা বিচ্ছিন্ন ঘটনা মনে করতাম। মাঝে মাঝে বিদ্যুত চলে গেলে বরং সবাই রাস্তায় বের হয়ে আনন্দে গল্প করত আর রাজনৈতিক বক্তব্যে আড্ডাকে গরম করে তুলত, রাস্তায় যানজট হলেও এই এক্টূ গালাগালি করে শেষ। সেটা হত কারণ তখন তো মাত্র আমাদের দৃষ্টিসীমার মাঝে মাত্র ৩-৫ বা সর্বোচ্চ ১০ শতাংশ মানুশ আক্রান্ত হত। আস্তে আস্তে সব সমস্যা এখন বাড়তে বাড়তে হয়ত ৩০-৪০ শতাংশে পৌঁছেছে। হয়ত কিছুদিনের মাঝে ৫০-৬০ শতাংশে পৌছাবে, এরপরে জানি না কি হবে !
০৪ ঠা আগস্ট, ২০১১ দুপুর ২:০৭
রাজকন্যে বলেছেন: প্রথম যখন আমরা এই ইস্যুটি নিয়ে কথা বলি, মানুষ জন এমন ভাব করত যেনও পৃথিবীর বাইরের কোন সমস্যা এটা! আর এখন দেখুন এক বোন মুখ খোলার পর আজকে আর আমরা পেপার খুলতে পারিনা এসব খবর দেখার ভয়ে। আমরা কি আদৌ মানুষ?
৭|
০৪ ঠা আগস্ট, ২০১১ রাত ২:১৩
আমি তুমি আমরা বলেছেন: 5 no. cmnt er sathe ekmot
০৪ ঠা আগস্ট, ২০১১ দুপুর ২:০৫
রাজকন্যে বলেছেন: একমত।
৮|
০৪ ঠা আগস্ট, ২০১১ রাত ২:১৮
মনে নাই বলেছেন: আমাদের দেশটা যে অমানুষদের জন্য সেটাতে কোন সন্দেহ নাই, মানুষ হয়ে বাচতে চাইলে অমানুষদের অত্যাচার সয়েই বাচতে হবে অথবা অমানুষদের কাতারে নাম লিখাতে হবে, এর কোন বিকল্প নাই। অথবা আপনার আত্নীয়-স্বজন কেউ যদি বড় কোন পজিশনে থাকে তাহলেও মানুষ হয়ে বাচতে পারবেন। আমাদের দেশটা আগামী ১০০ বছরেও ভালো হবেনা বরং এখন যা দেখছেন তার থেকে আরও খারাপ হবে।
০৪ ঠা আগস্ট, ২০১১ দুপুর ২:০৭
রাজকন্যে বলেছেন: আমাদের দেশটা আগামী ১০০ বছরেও ভালো হবেনা বরং এখন যা দেখছেন তার থেকে আরও খারাপ হবে।
একসময় প্রচণ্ড পজেটিভ ছিলাম। আর এখন আপনার কথায় সুর মিলাচ্ছি।
৯|
০৪ ঠা আগস্ট, ২০১১ রাত ২:১৮
বৈকুন্ঠ বলেছেন: মানুষ হৈল জীব জগতের নিকৃষ্টতম জানোয়ার। তাইলে মানুষই নানা সভ্যতার জন্ম দিল ক্যামনে? মানুষ নামের জানোয়ারকূলে কালেভদ্রে অল্পকিছ "মানুষ" জন্মায়। তারা চেস্টা করে এই ভয়ানক অথচ বুদ্ধিসম্পন্ন জানোয়ারকূলরে কিছুটা লাইনে রাখার পিছনে বুদ্ধি ব্যায় করে। আগের বুদ্ধি কৈরা মানুষ সৃষ্টিকর্তা আর মরনের পরে সৃষ্টিকর্তার বিচার, শাস্তি ইত্যাদি বিষয় উদ্ভাবন কৈরা মানুষের ভিতরকার পোশাচিক প্রবৃত্তিগুলা দামানোর চেস্টা করসিল। কালে কালে সেই সব প্রয়াস নিস্ক্রীয় হয়া পরসে এবং মানুষ আরো বুদ্ধির অধিকারী হয়া আধুনিক রাস্ট্রপদ্ধতি এবং আইনের শাসন প্রতিষ্ঠা করসে। আমাদের বাংলাদেশ নামক রাস্ট্রটা হৈল আধুনিক রাস্ট্রপধ্দ্ধতির আদলে গড়া একটা pseudo আধুনিক রাস্ট্র। এইখানে আধুনিক রাস্ট্রের আদলে সবই আছে, প্রাইমমিনিস্টার, প্রেসিডেন্ট, অন্নান্য সব গন্যমান্য মিনিস্টারস, সেক্রেটারিয়েট, ট্রাইবুনাল, জাজ, এডভোকেটস, পুলিশ, ম্যাজিস্ট্রেট, আইন ইত্যাদি ইত্যাদি গালভরা সব নামসম্পন্ন মানুষজন আর অফিস দপ্তর। নাই যেইটা সেইটা হৈল এইসব শব্দের সঠিক অর্থজ্ঞান। এইসব কিছুই আছে কিন্তু অকেজো বা প্রায় অকেজো। আর এইজন্যই দেশজোড়া বিশৃংখলা আর অরাজকতা।
আমি জানিনা কেন মেয়ে মানুষের যৌনআবেদনময়ী পোশাক পড়ার প্রয়োজন পরে। জানিনা, কেন পোশাক প্রনেতারা মেয়েদের পোশাক তৈরির সময় যৌনআবেদনটারেই প্রাধান্য দিয়া থাকেন। কিন্তু এইটা জানি যেবাংলাদেশের মেয়েদের পোশাক অনেক দেশের মেয়েদের পোশাকের চাইতে অনেক কম যৌনআবেদন উদ্রেককারী। কেউ যদি মনে করে যে সেইসব দেশের পুরুষদের যৌনসংবেদনশীলতা নাই বা বাংগালীগো চাইতে কম তাইলে মনে হয় ভুলই হৈব। তাইলে ঐসব দেশে মেয়েদের উপর যৌন অত্যাচার কম হয় কেন? আমি অনেক বাংগালী গাধারে দেখসি যারা এর কারন হিসাবে ধৈরা নেয় যে ঐসব দেশে সেক্স খুব সস্তা বা সহজলভ্য। এইটা একটা বিরাট ধরনের ভূল ধারনা। যৌনতা হৈল ইওরোপ আমেরিকায় সবচে দামী পন্য। এইখানকার মেয়েরা অনেক বেশী সচেতন, আত্মসম্মানজ্ঞান সম্পন্ন এবং বিপরীত লিংগের অন্যায় আব্দারের বিরুদ্ধে সোচ্চার। আমাদের দেশের কোন মেয়ে যৌনহয়রানীর শিকার হলে লোক লজ্জার ভয়ে বা অন্য অনেক কারনে মুখবুঁজে সেটা চেপে যায়। ফলে বাড়তে থাকে অপরাধীর সাহস আর অপরাধের পরিধী। ঐসব দেশে এমনটা করার প্রয়োজন কোন মেয়েরই পরেনা। এখানে কোন মেয়ে কারো বিরুদ্ধে যৌনহয়রানীর অভিযোগ করলে পরদিনই সে সমাজের চোখে অপাংক্তেয় হয়ে যায়না। কিন্তু সর্বোপরি যা মেয়েদের শায়ক হিসাবে কাজ করে তা হচ্ছে মেয়েদের পক্ষে কঠোর আইন এবং তার সঠিক প্রয়োগ। এই আইনই অনেক পুরুষ নামক জন্তুকে নিজের থাবা লুকিয়ে রাখতে বাধ্য করে।
কমেন্ট বিরাট বড় হয়া যাইতাসে। আর লেখুমনা
০৪ ঠা আগস্ট, ২০১১ দুপুর ২:০৯
রাজকন্যে বলেছেন: লেখাটা ভালো লাগল। সহমত পোষণ করছি।
১০|
০৪ ঠা আগস্ট, ২০১১ রাত ৩:৩২
সন্জু ৩০৭ বলেছেন: ক্লাস ৩ এর ছাত্রী তার 'প্রধান শিক্ষকের কল্যাণে' ৫ মাসের অন্তঃসত্ত্বা। বাচ্চাটাকে বুকে চেপে চিৎকার করে কাদতে ইচ্ছে করছে
খুব খারাপ লাগলো।
পারলে ঐ শুয়োরের বাচ্চারে কুত্তা োদন দিয়া মাইরা ফেলা উচিত।
০৪ ঠা আগস্ট, ২০১১ দুপুর ২:১০
রাজকন্যে বলেছেন: আমরা তো 'মেয়ে' কিছু দিন পর কে জানে আমাদের শুষিল সমাজের কোন প্রতিভু হয়তো ধর্ষণ কে লিগ্যাল ও করে দেবেন।
১১|
০৪ ঠা আগস্ট, ২০১১ ভোর ৪:০৯
সন্জু ৩০৭ বলেছেন: বৈকুন্ঠ যা লিখছে তার পরে কমেন্ট করাটা ফাউ এর উপরে ঘাও হয়ে গেল।
সাবাস দাদা, প্রগতিশীল লেখার জন্য ধন্যবাদ।
০৪ ঠা আগস্ট, ২০১১ দুপুর ২:১০
রাজকন্যে বলেছেন: সহমত।
১২|
০৪ ঠা আগস্ট, ২০১১ ভোর ৪:৫১
খাঁসাহেব বলেছেন: আমি এক সময় দেশের বাইরে যেতে হবে শুনলে খুব ই বিরক্ত হইতাম।
HSc এর পর বড় ভাই বলল চল জাপানে। বাকি পড়ালেখা ওইখানে করবি। রাজি হই নাই। ভাই রে অনেক কষ্ট করে রাজি করছি BSc দেশে শেষ কইরা MSc / PhD করতে চইলা জামু তার কাছে।
এখন আমি বেঙ্গল বাসে যখন উঠি ইউনিভার্সিটি যাওয়ার জন্যে, তখন মন খালি একটা কথাই বলে " ছাইড়া দে মা কাইন্দা বাঁচি" ।
০৪ ঠা আগস্ট, ২০১১ দুপুর ২:১২
রাজকন্যে বলেছেন: আমাদের অবস্থা আরও খারাপ। তার চেয়েও খারাপ লাগে যখন আলাদা করে 'মেয়ে' হিসেবে কষ্টের কথা বলতে হয়! আমরা সিম্পাথি চাই না। মানুষ হিসেবে মানুষের মর্যাদা চাই।
১৩|
০৪ ঠা আগস্ট, ২০১১ ভোর ৬:৩৭
মেলবোর্ন বলেছেন: প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন আমাদের মাঝে এত নামাযী, এত হাজী, এত রোযদার, অন্য ধর্মের ও এত ধর্মপ্রাণ মানুষ হয় শয়তানদের সংখ্যা এদের থেকে বেশি, নচেত এরাই মুখোশধারী শয়তান।
০৪ ঠা আগস্ট, ২০১১ দুপুর ২:১২
রাজকন্যে বলেছেন: হয়তো!
১৪|
০৪ ঠা আগস্ট, ২০১১ দুপুর ২:০৮
সবুজপাতা বলেছেন: ক্লাস ৩ এর ছাত্রী !!!!! তার 'প্রধান শিক্ষকের কল্যাণে' ৫ মাসের অন্তঃসত্ত্বা কিভাবে হল!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
০৪ ঠা আগস্ট, ২০১১ দুপুর ২:১৩
রাজকন্যে বলেছেন: আপ্নে বলেন, কিভাবে হতে পারে! :@
১৫|
০৪ ঠা আগস্ট, ২০১১ দুপুর ২:৩২
নীল মেঘ বলেছেন: @সবুজপাতা ভাই আপনি যেটা শুনতে চাচ্ছেন সেটা আমি ক্লীয়ার করছি। আমাদের দেশের অধিকাংশ মেয়েদের মিস্নট্রেশন শুরু হয় ৯-১২ বছর বয়সের মধ্যে। বিজ্ঞান ভিত্তিক প্যাচালে না গিয়ে সিম্পলী এটা বলা যায় এ সময় থেকে তাদের রিপ্রোডাক্টিভ এইজ শুরু হয়। এ সময় শারিরীক সম্পর্কের ফলস্বরুপ একটা মেয়ে মা হওয়ার যোগ্যতা অর্জন করে। আর ৯+ বয়সে একটা মেয়ের ক্লাস ৩ তে পড়া টা খুব অস্বাভাবিক নয় তাইনা?? এবং রেইপ হল "Rape is a type of sexual assault usually involving sexual intercourse, which is initiated by one or more persons against another person without that person's consent"। ---- এখন কি বুঝতে পেরেছেন? আপনি মনে হয় ক্লাস থ্রী কে বয়সের ৩ বছর দিয়ে গুলিয়ে ফেলেছেন সাবকনশাস মাইন্ড থেকে।
০৪ ঠা আগস্ট, ২০১১ দুপুর ২:৫৬
রাজকন্যে বলেছেন: বাপরে!
১৬|
০৪ ঠা আগস্ট, ২০১১ দুপুর ২:৫০
সবুজপাতা বলেছেন: Rajkonna@ ami jani na to. ei matro janlam Nil megh@ er kach theke. % month porjonto meyata kaoke bole nai k no!!! eto choto meye,
naki ''bosko shikka karjocrom''.
Class 3 thik ase but age ta thik nai. r jehetu seta bole nai ei porjonto abar mutual sex na to
০৪ ঠা আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৩১
রাজকন্যে বলেছেন: মেয়েটা বলার পর আপনি কি বলতেন?? মেয়েটা সুখ পেয়েছিলো দেখে গিয়েছে? মেয়েটা কি কাপড় পড়ে গেছিলো? ওড়না বুকে ছিলও না গলায় ছিলো?? আর মিউচুয়াল থিউরি তো দিয়েই দিয়েছেন। অই টুকু বাচ্চাকে কি আপনি আপনার মত পারভারট পেয়েছেন নাকি?? আপনারাও মানুষ আর তেলাপোকাও পাখি!
১৭|
০৪ ঠা আগস্ট, ২০১১ বিকাল ৩:০৪
নীল মেঘ বলেছেন: @সবুজপাতা বাকী কথায় পরে আসছি, সে যে কাউকে বলেনাই এটা আপনি কেমনে জানলেন?লেখক কি এটা কোথাও লিখছে?
আর অন্যের সর্বনাশে যখন মিউচুয়াল মিউচুয়াল করে চিৎকার করছেন তখন মনে রাখবেন আপনার ছোট বোন বা মেয়ের বেলায়ও এমনটা ঘটতে পারে, তখনও কেউ একজন বলতে পারে এটা মিউচুয়াল!!!! ২ মিনিট চোখ বন্ধ রেখে সেই সমটুকুন ফিল করার চেষ্টা করবেন।
০৪ ঠা আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:২৪
রাজকন্যে বলেছেন: উনার লেখা পড়ে গা জলতেসে।
১৮|
০৪ ঠা আগস্ট, ২০১১ বিকাল ৩:১৫
খাঁসাহেব বলেছেন: মন খারাপ কইরেন না আপু। ইনশাল্লাহ এই দেশ একদিন ঠিক হবেই। কিন্তু কবে যে হবে
:-&
রাজনীতিবিদ টুট টুট এর বাচ্চা গুলা যদি একটু মানুষের বাচ্চা হইত তাইলেই দেশ টা তারাতারি আগাইয়া যাইতে পারত।
০৪ ঠা আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:২২
রাজকন্যে বলেছেন: এতো হতাশ কখনও হই নাই।
১৯|
০৪ ঠা আগস্ট, ২০১১ বিকাল ৩:২৭
সবুজপাতা বলেছেন: Nil megh apni serious hoye jassen. oi meye jodi kaoke bolto tahole to 5 month time nito na. eta to common sense er bepar. naki prothom joibone sex a r na bolte pare nai.
.................
০৪ ঠা আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:২০
রাজকন্যে বলেছেন: প্লিজ, আপনি যান তো। খামাখা আমার পোস্টটাতে ডিস্টার্ব করতেসেন আপনি।
২০|
০৪ ঠা আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:২৯
রাতমজুর বলেছেন: যা বলার বৈকুন্ঠ বলে দিয়ে গেছেন, এর থেকে ভালো কিছু মাথায় আসছে না। আর পোকিং নিক ইগনোর করুন প্লিজ, পাতি পরিমলগুলো এখন এটাকে নেমেছে।
০৪ ঠা আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৩৩
রাজকন্যে বলেছেন: তাই তো দেখছি!
২১|
০৯ ই আগস্ট, ২০১১ রাত ১০:০২
নাবিদ সালমান বলেছেন: আমরা কি এখনও বুঝলাম না যে আমাদের সার্টিফিকেট শুধু পরীক্ষা পাশের যোগ্যতা প্রমান দেয়, মানবতার শিক্ষা দেয় নাহ।
১১ ই আগস্ট, ২০১১ রাত ১২:২৯
রাজকন্যে বলেছেন: সহমত!
২২|
০৯ ই আগস্ট, ২০১১ রাত ১০:০৬
নাবিদ সালমান বলেছেন: দিন দিন দেশটা psycho লোকজন দিয়ে দেশটা ভরে যাচ্ছে।
১১ ই আগস্ট, ২০১১ রাত ১২:৩১
রাজকন্যে বলেছেন: ![]()
২৩|
১০ ই আগস্ট, ২০১১ রাত ১১:৩৫
জীবনকেসি বলেছেন: চলেন যাইগা। আসলেই থাকার উপযোগী নয়। এই দেশে প্রথম শ্রেণীর নাগরিক না থাইক্যা পরবাসে চুপচাপ শ্রেণীবিহীন থাকা মনে হয় অনেক ভাল।
বিচার নাই এই দেশেতে তোমরা সবে গাও
আমেরিকাতে চলে যাব ইমিগ্রেশন চাও।
১১ ই আগস্ট, ২০১১ রাত ১২:৩৬
রাজকন্যে বলেছেন: ই দেশের রাজনীতিবিদরা কি কোন দিন আমাদের কথা ভাব্বে না? কোন দিন বুঝবে না, পরিস্থিতি কত টুকু হতাশা জনক হলে মানুষ তার মাত্রিভুমি ছাড়তে তে চায়!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১১ রাত ১:৩৭
সূর্য বলেছেন: আক্রান্ত আর অসহায় বোধ করলে আত্মরক্ষার জন্য যা করতে হয় করুন, কিন্তু দেশকে ভালোবেসে বদলাতে চাইলে তো দেশে থেকেই যুদ্ধ করতে হবে ভাই!