![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্জন নির্জনতায় নির্জনতাকে খুজে খুজে নিঃসঙ্গ পথিক আমি। নিকোটিনের মতো একা একাই জ্বলছি দলমত বিহীন।
আমার সারা শরীর জুড়ে তোমার ভালবাসা মেখেছি
তপ্ত রোঁদে,খালি পায়ে, তোমার হাতে হাত রেখে
পিচডালা রাস্তায় হেটেছি বহুদিন।
কিন্তু আজ দেখো
আমার পাচটি আঙ্গুলের ফাকে কারো হাত নেই
নেই, নীল শাড়ি পরে অভিমান নিয়ে দাড়িয়ে থাকা সেই মেয়েটি।
ভালবাসা আজ পালিয়েছে
আবেগ,অভিমান সব নিয়ে
তবুও আমি থমকে দাড়াইনি
হেটে চলেছি রাস্তায়/
অপেক্ষায় আছি আবার
দেখা পাবো
অভিমান আর রাগ নিয়ে দাড়িয়ে আছে
সেই নীল শাড়ি পড়া মেয়েটি!!!
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১০
আধারের রাজপুত্র বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অপেক্ষার পালা শেষ হোক,,,,,,,,সুন্দর একটি কবিতা