![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্জন নির্জনতায় নির্জনতাকে খুজে খুজে নিঃসঙ্গ পথিক আমি। নিকোটিনের মতো একা একাই জ্বলছি দলমত বিহীন।
মাঝে মাঝে আমারো ইচ্ছে হয়...
সকাল বেলার সোনালি সূর্য দেখবো
শিশির ভেজা ঘাসে হাঁটবো
খালি পায়ে,হাতে হাত রেখে
মাঝে মাঝে ইচ্ছে হয়
অস্ত যাওয়া বিকেলে,সমুদ্রের হাহকার শুনব
সমুদ্রের পাড়ে বসে
তোমাকে পাশে নিয়ে
মাঝে মাঝে খুব ইচ্ছে হয়...
পড়ন্ত বিকেলে,আমার কাধে মাথা রেখে
তুমি বলবে,
ভালবাসি ,এই ভালবাসি তো পাগল
২| ০৩ রা মে, ২০১৫ রাত ১২:৩৩
আধারের রাজপুত্র বলেছেন: ধন্যবাদ আপু।
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:০৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভালবাসা সফলতার মুখ দেখুক,,,,,,,,,শুভ কামনা