নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আচ্ছা আমি কে? মানুষ না তো! শুনেছি ওরা নাকি স্বার্থপর হয়।তাহলে আমি মানুষ নই। পরজীবী গোত্রের কেহ হয়ত।

আধারের রাজপুত্র

নির্জন নির্জনতায় নির্জনতাকে খুজে খুজে নিঃসঙ্গ পথিক আমি। নিকোটিনের মতো একা একাই জ্বলছি দলমত বিহীন।

আধারের রাজপুত্র › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা চাইনা নির্ভরতা চাই

০৩ রা মে, ২০১৫ রাত ১২:৪৫

অলস সময়,অবাধ্য পাগল
খুঁজেছিল তোমার চোখ
নিশ্বাস চেয়েছিলো আরেকটি আশ্বাস
ভোরের আলোয় নয়নের পাপড়িতে
দু-ঠোটের ছোঁয়া পাওয়ার ইচ্ছে।

নৈশব্দের মন খারাপে
হাসতে চায় অপরুপা তিলক।

মেঘ,আমি কি তোর সে আকাশ?
কিংবা অবাধ্য কালবৈশাখী বাতাস,
খোলা কেশ,দোল খেলে শূন্যতায়

অলস মুঠোফোনের পূর্ণতার বার্তা
তোমার আনন্দের মুহূর্ত
দীর্ঘশ্বাস শেষে স্বস্তির আভাস
সূর্যোদয়ের শিউলী ফুল
হতে চায় অবাধ্য মন।

প্রেয়সী,আমি তোমার সে বেপরোয়া প্রেমিক
প্রেম নিবেদনের ১০১ টি পন্থা হাতে,
সোডিয়াম ভক্ষণে জ্বলছি
প্রিয়তমা একটু দাঁড়াও,
ভালোবাসা চাইনা
নির্ভরতা চাই।

৬/১/১৪২২





মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৫ রাত ১২:৫১

বাড্ডা ঢাকা বলেছেন: ভাললাগচ্ছে কবিতা ।

২| ০৩ রা মে, ২০১৫ রাত ১:১৯

আধারের রাজপুত্র বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৫

মাহবুবুল আজাদ বলেছেন:
মেঘ,আমি কি তোর সে আকাশ?

অদ্ভুত ভাল লাগা এ লাইনটায়

কিংবা অবাধ্য কালবৈশাখী বাতাস,
খোলা কেশ,দোল খেলে শূন্যতায়
চমৎকার।

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২৭

আধারের রাজপুত্র বলেছেন: ধন্যবাদ।

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০২

নান্দনিক নন্দিনী বলেছেন: "মেঘ,আমি কি তোর সে আকাশ?"
বাহ! বেশ ভালো লিখেছেন :)

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪

আধারের রাজপুত্র বলেছেন: ধন্যবাদ আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.