নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল নীতির সেরা নীতি ছিল রাজনীতি ,
বলুন দেখি সেটার কেন এমন দূর্গতি ?
রাজনীতি আজ রাজপথেরী আন্দোলন ,
জ্বালাও পোড়াও কর্মসূচীর বাস্তবায়ন ।
রাজনীতির মাঠে আমরা ফেলনা না ,
অস্ত্র ছাড়া কেউ আমাদের দাম দেয়না ।
রাজনীতি আজ সত্যের উপর মিথ্যার জয় ,
জয়ী যেন আজ হতেই হবে সকল অন্যায় ।।
রাজনীতির কারনে আজ দেশ অস্থাবর ,
টাকা পয়সা ধ্বংস হচ্ছে কেবল বেশুমার ।
টেন্ডার বাজি লুটতরাজ আজ রাজনীতির খেলা ,
আইনের চোখে বৃদ্ধাঙ্গুলি দিয়ে অন্যায়ের বসেছে মেলা ।।
রাজনীতিতে আজ কেবলি ক্ষমতার দাপট ,
রাজনীতিক দের বানাচ্ছে কেবলি লম্পট ।
সন্তানের কাছে আজ তাই বাবা নিরাপদ নয় ,
তারাই আবার জনগনকে নিরাপত্তা দিবে , ভাবী কোন আশায় ।
রাজনীতি করতে হলে হতে হবে চোর ,
ভালো থাকলে অবহেলায় কাটবে জীবনভর ।
যত বেশী খুন করবে মানুষ তুমি ,
নেতাদের কাছে আদর পাবে সকল অন্যায় ভূলি ।
ভূলেও যদি কর তুমি পরের উপকার ,
আগামীবার ভোট দেবোনা, শপথ সবার ।
কথা দিয়ে যদি রাখ কথা তুমি ,
রাজনীতিতে তুমি মহা আবুল বলছি আমি ।
দেশের চেয়ে তোমার কাছে স্বার্থ বড় হলে ,
রাজনীতিতে তুমি থাকবে অনেক বড় মানে ।
যত তুমি করতে পারবে হুকুম তামিল ,
মহানায়কের স্বীকৃতিতে তত পাবে আমিল ।
ডাক্তার , ইঞ্জিনিয়ারের ব্যবসা রেখে তুলে ,
রাজনীতিতে আস সবাই দলে দলে ।
রাজনীতি করলে তোমার পরের জেনারেশন ,
পেলেও পেতে পারে তারা সংসদীয় আসন ।
এমন সুযোগ ছাড়বে বল তুমি কোন কারনে ,
রাজনীতি করে ব্যাংক-ব্যালেন্স কর বিনা ভাবনে ।
এই দেশের তরে কেউতো আর জন্মাবে না ,
তবে তুমি কেন নিজের জন্য দেশকে ভূলবে না ।।
©somewhere in net ltd.