নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিভিন্ন দেশ এবং সংস্থা শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে দেশের চলমান রাজনৈতিক সংহিসতা থেকে দেশবাসীকে মুক্ত করার লক্ষ্যে বারবার সংলাপে বসার আহ্বান জানিয়েছেন । কিন্তু প্রতিবারই আপনারা সংলাপের পথকে উপেক্ষা করে ভিন্ন পথে হেটেছেন । এটা আপনারা দলীয় স্বার্থ নাকি ব্যক্তিগত স্বার্থ রক্ষা করার জন্য করেছেন, সেটা আপনারাই ভালো জানেন । তবে আপনাদের বিপরীথমূখী অবস্থান এবং কথাবর্তা থেকে মনে হয়েছে আপনার কেউ দোষী না আবার উভয়েই দোষী । শেখ হাসিনা এবং খালেদা জিয়া যখন যে যার অবস্থান ব্যাখ্যা করেছেন তখন আপনাদের কথা দ্বারা প্রমান করতে চেয়েছেন আপনারা কেউ দেশী নন । আবার আপনাদের কথা সমন্বয় করে জনগন যখন বিচার করতে গিয়েছে তখন দেখা গেছে আপনার উভয়েই দোষী । আপনাদের বিচার করার কোন উচ্চক্ষমতাসম্পন্ন মানদন্ড বাংলাদেশে না থাকার কারনে আপনারা আপানাদের মত কথা বলেই পার পেয়ে গেছেন । মাঝখান থেকে দেশের ১৬ কোটি সাধারণ মানূষকে সাঁতার করতে হচ্ছে অথই পানিতে । নড়বড়ে অর্থনৈতিক অবস্থার একটি দেশের প্রতিদিন ক্ষতি হচ্ছে হাজার হাজার কোটি টাকা । দিনের পর দিন টানা অবরোধ ও হরতালের কারনে স্বাভাবিক জীবন যাপন এমন ভাবে দুর্বিষহ হয়ে উঠছে, যে রকম পরিস্থিতি ইতোপূর্বে এ দেশের জনগনকে কখনো মোকাবেলা করতে হয়নি । প্রতি মূহুর্ত কাটছে চরম অনিশ্চয়তা ও উৎকন্ঠার মধ্যে । দুই আপোসহীন নেত্রীর কেউ এর দায়ভার নেওয়া তো দূরের কথা দুঃখ প্রকাশও করছে না । এক সময়ের চরম ভাললাগা-ভালবাসার বৈবাহিক সম্পর্ক তালাক বা বিচ্ছেদের সময় যেমন নিষ্ঠুরতায় রূপ নেয় এদের দু’জনের সাথে দেশের জনগনের অবস্থা সেরুপ একটি পরিস্থিতে দাঁড়িয়েছে । একজন দাবী করছেন তিনি গনতন্ত্রের দেবী, যিনি গনতন্ত্র রক্ষার জন্য তার স্তাবকদের কাছ থেকে উপাধি পেয়েছেন গনতন্ত্রের মানসকন্যা হিসেবে । অন্যজন দাবী করছে দেবী রাক্ষসে পরিনত হয়েছে, তার কাছে গনতন্ত্র পালন করা আর বিড়ালের কাছে দুধ পড়ে দিতে দেয়া সমান কথা । এ পরিস্থিতিতে আম-জনতা কোথায় যাবে, কাকে নিরাপদ মনে করবে সেটা ভেবেই পাচ্ছে না । বাংলাদেশের যে দু’জন মানুষ গনতন্ত্রের সংজ্ঞা এত উত্তমরুপে জানেন তারা গনতন্ত্রকে নিয়ে কেন এমন সর্বনাশা খেলায় মেতেছেন তা তারাই ভাল জানেন । তাইতো জনমনে প্রশ্ন দেখা দিয়েছে রাষ্ট্রীয় স্বার্থের উপরে এদের কোন বড় স্বার্থ আছে কিনা সেটা খুঁজে দেখার ।
আয়তনে বিশ্বের ৯৩ তম রাষ্ট্র হলেও জনসংখ্যায় আমারা রেকর্ড গড়েছি । অধিক জনসংখ্যা কবলিত দেশ হিসেবে আমাদের অবস্থান ৮ নম্বরে । ছোট বেলায় পড়েছি বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে ৭১৫ জন লোক বাস করে । আমি বড় হতে না হতেই জনসংখ্যা টর্নেডোর গতিতে বেড়ে চলছে । ৮ বছরের ভাতিজাকে পড়াতে বসে সেদিন বইয়ের পাতার একটি প্রশ্ন থেকে চোখ তুলতে পারছিলাম না । বাংলাদেশে নাকি এখন প্রতি বর্গ কিলোমিটারে ১০১৫ জন লোক বাস করে । মাত্র দশ বছরের ব্যবধানে প্রতি বর্গকিলোমিটারে গড়ে ৩০০ লোকের বাস বৃদ্ধি পেয়েছে । আগামী ১০০ বছর পর এদেশের ভাগ্যে কি আছে সেটা বিধাতাই ভাল জানেন ? আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা এবং বি এন পি সভানেত্রী খালেদা জিয়া দেশকে অকৃত্রিম ভাবে ভালবাসেন ! তাই বোধ হয় দেশের ভবিষ্যত সম্পর্কে উদ্ধিগ্ন হয়ে এরা দু’জন জনসংখ্যা কমানোর মিশনে নেমেছে । হরতাল অবরোধের নামে প্রতিনিয়ত গুলি করে, কুপিয়ে, আগুনে পুড়ে ডজন ডজন লোক মারা হচ্ছে । কিন্তু এভাবে আর কতজন লোককে মারা যাবে ? তার চেয়ে এক কাজ করুন, যে দল যখন ক্ষমতায় থাকবেন তখন সে দলের যারা বেশি বিরোধিতা করবে তাদের লিষ্ট করে নির্দিশ্ট একটা দিনে ব্রাশ ফায়ার বা এই জাতীয় কোন উপায়ে মেরে ফেলূন । তাহলে অন্তত পক্ষে নিহতের আত্মীয় স্বজনেরা নির্দিশ্ট একটা দিন বা সময়ে শোক পালন করতে পারবে । পরবর্তীতে তাদের আত্মীয় স্বজন বাইরে বের হলে তাদেরকে নিয়ে উৎকন্ঠায় কাটাতে হবে না । দেশের যখন এত এত কল্যান করছেন এটা আর বাদ রাখবেন কেন ? বাংলাদেশে নির্বাচিত সরকারের মেয়াদ পাঁচবছর মেয়াদী হলেও এক একজন জনগনের সামনে মূলো উঁচিয়ে ধরেন বিশ বছর তিরিশ বছর মেয়াদী । যারা এরুপ আশা দেখান তাদের সাধুবাদ জানানো উচিত , আপনারা জনগনকে নিয়ে এত এত ভাবেন ! আচ্ছা ধরুন আপনারা আপনাদের দেয়া সময়ে সফল হলেন তাহলে জনগন আপনাদেরকে মাথায় তুলে নাচবে কিন্তু আপনারা যদি সফল না হোন তাহলে কি সাইজের বাঁশ দিবে তা ধারনা করতে পারেন ? পাঁচ বছরের ব্যর্থতা ২০ বছরে কাটিয়ে ওঠা সম্ভব কিন্তু ৩০ বছরের ব্যর্থতা কাটাতে কত বছর লাগতে পারে তার হিসাব রাখেন ? এই দীর্ঘ সময়ে দেশ প্রতিযোগিতার বিশ্ব থেকে কত সহস্র ক্রোশ দূরে ছিটকে পড়বে তার হিসাব আপনাদের কাছে আছে কি ?
এতদিন দেশের জনগন দুই নেত্রীর সীমানা নির্ভর বাকযুদ্ধ দেখেছে । গত কয়েকদিনের সে যুদ্ধ সকল সীমানাকে ছাড়িয়ে গিয়েছে । শেখ হাসিনা খালেদা জিয়াকে পাকিস্তানের ‘এনএসআই’ এর চর । খালেদা জিয়া বলছেন শেখ হাসিনা ভারতের ‘র’ এর চর । সে কারনে শেখ হাসিনা খালেদা জিয়াকে পাকিস্তানে গিয়ে বসবাস করার জন্য এবং খালেদা জিয়া শেখ হাসিনাকে ভারতে গিয়ে বসবাস করার জন্য বলেছেন । আপনারা একজন ইচ্ছা করলেও আরেকজন নেত্রীর আদেশ বা অনুরোধ ততক্ষন পর্যন্ত পালন করতে পারবেন না যতক্ষন পর্যন্ত ভারত বা পাকিস্তান সরকার আপনাদেরকে গ্রহন করে । আপনারা ইতোপূর্বে যে মহৎ! কর্মকান্ড ঘটিয়েছেন তাতে এসকল দেশের নাগরিকত্ব তো দূরের কথা সাময়িক ভিসা দেয় কিনা তাতেই সন্দেহ । জাতির মঙ্গলের জন্য আমরা আবারও আপনাদের পাশে দাঁড়াব , আপনাদের স্বপক্ষে সংগ্রাম করব । যে কোন ভাবে ভারত এবং পাকিস্তানকে রাজি করাব যাতে সে সকল দেশের সম্মান সূচক নাগরিকত্ব আপনাদেরকে প্রদান করা হয় । গ্রামাঞ্চলে একটি কথা প্রচলিত আছে যখন কারো নিজের প্লেটে ডাল লাগে তখন পাশের লোকটির প্লেটে ডাল দিতে বলা হয় । এতেই নাকি বুঝা যায় যিনি অন্য লোককে ডাল দেয়ার জন্য বলেছেন তার ডাল দরকার । শেখ হাসিনা বা খালেদা জিয়া সেরকম কেনা সূত্রধরে আগাচ্ছেন কিনা কে জানে ? যদি এরকম সুমতি হয় তবে আপনাদের কাছে মিনতি করবো আপনাদের কোন একজন নয় বরং দু’জনই দেশ ত্যাগ করলে দেশের চরম মঙ্গল হবে । তাতে বিশ বছর বা ত্রিশ বছর মেয়াদী কোন সময়সীমা বেধে দেয়া লাগবে না । যখন আপনারা দেশ ছেড়ে চলে যাবে তখন থেকেই বিল্পব শুরু হবে । যে বিপ্লব তুরষ্কের গাজী কামাল পাশার বিপ্লবকেও হার মানাতে পারে ।
লেখক : রাজু আহমেদ । শিক্ষার্থী ও কলামিষ্ট ।
সরকারী বি এম কলেজ , বরিশাল ।
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৯
সত্যকা বলেছেন: এরা ভদ্র হবে সেটা ভাবাই যায় অন্তত এদের কর্মকান্ড সেটা বলে না । ফোঁড়া বিষ ফোঁড়ায় রুপ নেয়ার আগেই তাকে অপারেশন করা উচিত ।
২| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৯
রামন বলেছেন: রাজনীতি ছাড়তে হলে দেশ ছাড়তে হবে কেন?
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১১
সত্যকা বলেছেন: আপনি অবশ্যই ঠিক বলেছেন । রাজনীতি ছাড়তে হলে দেশ ছাড়তে হবে কেন ? কিন্তু এরা দেশে বসে রাজনীতি ছেড়ে থাকতে পারবেন ?
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৫
েশয়ারফান বলেছেন: হাসিনা-খালেদা দু’জনই দেশ ত্যাগ করলে দেশের চরম মঙ্গল হবে ।
০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১১
সত্যকা বলেছেন: সহমত । আপনি একটু বুঝিয়ে বলেন । দেখেন রাজি করাতে পারেন কিনা ।
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৮
পাঠক০০৭ বলেছেন: থাকলে দুইজনই থাকুক, ভালো ভদ্র হইয়া থাকুক। আর নইলে থাকার দরকার নাই। খালেদা যে খেলা আগে খেইলা ভালো করে নাই, হাসিনা সেই খেলায় খুব ভালো করতাছে।
তা কোন পত্রিকায় কলাম লেখেন ভাই?