![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আর ফজরের নামাজ পড়া হয়নি দেরী হয়ে গেছে বলে । তাই সকালে ঘুম থেকে ঊঠে খুব দ্রুত তৈরি হয়ে নিলাম ক্যাম্পাসে যাব বলে ।
সকাল ৭টা৩০ দারুস সালাম রোড দাঁড়িয়ে আছি বাসস্ট্যান্ড এ । অপেক্ষা বাসের এবং আমার বন্ধুর জন্য । হঠাৎ সেই সুন্দরী বুয়েটিয়ান তার অপুর্ব সুন্দর মুখখানা তাদের ক্যাম্পাসের গাড়ী হতে বাহির করলেন । দেখেই মুগ্ধ । সকালেই এত সৌন্দর্য দেখলে বাকি দিন এমনি ভাল কাটবে । একপলকেই আমি ............। গাড়ীটা চলে যাবার পর মুখ দিয়ে মনের অজান্তে ''ঈশ,আরদেখা হবে না " এই শব্দটগুলো বের হল ।
আল্লাহ যদি চায় আর কে ঠেকায় ।
সময় সকাল ৭টা ৪০ টেকনিক্যাল মোড় আমার অবস্থান আমি গাড়ীতে জ্যামে বসা । হঠাৎ সেই মুখ খানা আবার চোখের সামনে ভেসে উঠলো । তবে এবার ফিল্মি স্ট্যাইলে চোখে মুখে বিরক্তি ভরা । তাও তো দেখলাম । জ্যাম ছাড়ার কারনে আবার হারিয়ে ফেলা ।
সময় সকাল ৭টা ৫৫ শ্যামলী শিশুমেলার সামনে এবারও তার সাথে দেখা সেই জ্যামে । তার চোখে মুখে বিরক্তি আর কপালে বিন্দু বিন্দু ঘাম । কিছু নিয়ে হয়তোবা চিন্তিত । আনমনে বাহিরের দিকে তাকিয়ে আছে । সে কি এক অপরুপ দৃশ্য । এত সুন্দরী আর এত মেধাবী এ যেন এক perfect combination ।
অতঃপর জ্যাম ছেড়ে দেওয়া আর তার প্রস্থান করা । আর দেখতে পাইনি তাকে ।
তাকে দেখে আমার সম্রাট ২য় বাহাদুর শাহ এর সভাকবি মির্জা আসাদুল্লাহ খান গালিব এর কথা মনে পড়ে গেল । তিনিও আমার মতোই কোন সুন্দরীকে দেখে এতো মুগ্ধ হয়ে ছিলেন যে লিখে ফেললেন এক খানা শায়ের ।শায়ের খানা হল ,
"" হার গলি মে রাহা
মেরি মাজার ।
যাহাপে দেখা হুসনো,
ওহি মর গেয়া ।"""""""
আর আমি নিতান্তই অবোধ যার মনের ভাষা প্রকাশ করার কোন মাধ্যম নেই ।তাই সাহস করে লেখা আমার স্বল্পদৈর্ঘ্য প্রেম কাহিনী """"একজন সুন্দরী বুয়েটিয়ান এবং আমি""""।
©somewhere in net ltd.