![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাড়ী ভাড়া বাড়ার সাথে সাথে গাড়ী সব সিটিং হয়ে গেল । আগে তাও বাদঁর ঝোলা ঝুলে যাওয়া যেত এখন তো গাড়ীতেই ওঠাই যায় না । একে তো জ্যাম তার উপর এখন এই এক নতুন সমস্যা । চলাচল করাইতো দুষ্কর হয়ে উঠছে ।
সরকারী হিসেবে মিরপুর ১ থেকে আজিমপুর ভাড়া বাড়ে ১.২০ টাকা । আর এখন তা ৫টাকা বেড়ে হল ২০ টাকা । মানূষ কে এভাবে জিম্মি করে টাকা আদায় করে কি লাভ ?
.
.
সবাই একটু একটু করে এর বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ তুলুন ।
নিজের অধিকার সম্পর্কে সচেতন হোন ।
২| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০৫
সুমন কর বলেছেন: এটা আসলেই খুব অন্যায়। মেনে নেওয়াটাও কষ্টকর। দশ কিলোতে বেড়েছে ১ টাকা, আর তারা প্রতি কিলোতে নেয় ১ টাকা।
প্রতিকার চাই।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৮
ঢাকাবাসী বলেছেন: টাকার ভাগ যে অনেক উপরে পাঠাতে হয়, ৫ টাকা না বাড়ালে দিমু কোনতন?