নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাই এখন বলতেই পারি বেকার জীবন শুরু হয়ে গেছে ।

মোঃ এনামুল হক রাকিব

আমি এখনো বেকার

মোঃ এনামুল হক রাকিব › বিস্তারিত পোস্টঃ

অন্ধতো নই

২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৬

আজ আমার খুব কাছের এক বড় আপু বলে ,"" রাকিব কোন মেয়ের দিকে ভালো ভাবে তাকায় না ।ও মনে হয় মনে মনে কাঊকে পছন্দ করে । """
আপু ইহা কি বলিলা আপু ???? শুনিয়া তাজ্জব হইয়া গেলাম । আমি মেয়েদের দিকে তাকাই না কথাটা কেমন জানি আজব শোনালো ।আমি কি অন্ধ নাকি যে তাকাবো না । আমিও দেখি রাস্তাঘাটে ,কিংবা যে কোন জায়গায় চলাফেরা কিংবা কাজে গেলে কম মেয়েতো দেখি না । কত রকম এর আজব পোশাক পরা মেয়ে আবার কত জন এর পোশাক এর ধরন খুবই শালীন । কাউকে দেখলে মনে হয় এ আবার কেমন পোশাক??? ,আমি কি বাংলাদেশে ? ?? আবার কাউকে দেখলে অনেক শ্রদ্ধা হয় । আবার অনেক মেয়ে রিকশা করে ঘুরার সময় তার তথাকথিত বয়ফ্রেন্ড এর সাথে যা করে তা দেখে ......।।আমার নিজের লজ্জ্বা হয় ...... কিন্তু ওদের লজ্জ্বা নেই ওরা নির্দিদ্বায় তা করছে । ওদের দেখলে মনে হয় ওরা স্বামী স্ত্রী ।বাসায় সময় কিংবা সুযোগ হয়নি তাই রাস্তাতেই শুরু ।

এবার আসি আপু তোমার প্রশ্নে ,
না আপু আমি লুকিয়েও কাউকে পছন্দ করি না ।কারন আপু আমি আমার স্তর জানি । তাই আমি ও কাউকে পছন্দ করি না, আর কেউও আমাকে পছন্দ করে না ।আপু আমি নিজেও কষ্ট পেতে চাই না আরা কাউকে কষ্ট দিতে চাইও না ।
sister , I am still single and i am happy .

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.