![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুরু থেকেই ছিলাম এখনো আছি ,
ভাবছো কেন শুধু মিছেমিছি ,
হারিয়ে যাইনি হারাবো না কখনো
থাকবো তোদেরই মাঝে ।
যতদিন আছিস তোরা
আমিও থাকবো
যদি যাস ভুলে
আমিও যাবো হারিয়ে
ফিরবো না আর কোনদিন
তোদেরই দুয়ারে ।
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৭
মাহবুবুল আজাদ বলেছেন: বাহ ভাল লিখেছেন।
নতুন বছরের শুভেচ্ছা।