নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাই এখন বলতেই পারি বেকার জীবন শুরু হয়ে গেছে ।

মোঃ এনামুল হক রাকিব

আমি এখনো বেকার

মোঃ এনামুল হক রাকিব › বিস্তারিত পোস্টঃ

গজনী ক্রাশ ১

০৪ ঠা মে, ২০১৬ রাত ৯:৩৭

মিরপুর ১২থেকে গাড়িতে আসছিলাম । জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি । কিছুক্ষণ পর পাশে কোথাও মিষ্টি সুবাস পেলাম । সুবাসটার উৎস খোঁজার জন্য পাশে তাকাতেই দেখি আরে এতো আমার পাশের সিট থেকেই আসছে এক অতি সুন্দরী রমণী আমার পাশে বসা ।দেখেই বুকটার ভেতর চিনচিন ব্যাথা শুরু করলো । আহা আমি কি দেখিলাম দেখিলাম । দেখিয়াই খুশি হইলাম । আমি সাধারণত মেয়েদের পাশে বসি না আর মেয়েরাও সাধারণত আমার পাশে বসে না । আমি ভাবলাম হয়তোবা গাড়িতে সিট নেই তাই আমার পাশে বসছে ।কিন্তু একি গাড়িতে তো অনেক সিট খালি তার উপর মেয়েদের সবচেয়ে প্রিয় জানালার পাশে অনেক সিট খালি । তা দেখে নিজেকে ভাগ্যবান ভাবতে লাগলাম । আহা আমার পাশে সুন্দরী রমণী নিজেকে আকাশে উড়ন্ত অবস্থায় ভাবতে লাগলাম । মেয়ে কিছুক্ষণ পর পর আমার দিকে তাকাচ্ছে । আমিও তাকাচ্ছি আর ভাবছি চেনে নাকি? নাকি কখন মজা নিছি । যাই হোক কিছুক্ষণ পর সেই রহস্যের সমাধান হলো । মেয়ে আসলে আমাকে দেখছিল না আসলে তার গন্তব্যস্থল খুঁজছিল ।
আমাকে খুবই মিষ্টি কন্ঠে জিজ্ঞেস করলো, আচ্ছা আনসারক্যাম্প কতোদূর? আসলে আমি নতুনতো চিনি না তাই বারে বারে বাইরে তাকাচ্ছি ।
আমি বললাম, ও আচ্ছা তাই বলুন । আমি আরো ভাবলাম আমার দিকে তাকাচ্ছেন ।হয়তোবা চিনেন আমাকে । বলে হাসলাম । আনসারক্যাম্প আসে নাই এখনো ।আমিও ঐ জায়গায় নামবো ।
মেয়ে বললো , ঠিক আছে তাহলে । আমাকে একটু বলবেন ।
যথারীতি আনসারক্যাম্প আসলো । আমিও নামলাম সেও নামলো । মেয়েটা রিকশায় উঠলো ।আমাকে রিকশা থেকে বললো ধন্যবাদ আংকেল । আসলে আমার বাসা এখানেই ।
আমি বললাম ,ও তাই খালাম্মা । আমার লগে মজা নিলেন । যাইহোক ভালো থাকবেন ।
...।
আর মনে মনে ভাবলা্ম হুদাই এতোক্ষণ মনে মনে রাজকুমার হইলাম, পংখী হইলাম । তবে মাইয়াটা দেখতে ভালোই আছিলো । যাইহোক মজা নিক আর যাই নিক ।আমার লগেতো কথা কইছে এই অনেক । আমিতো নিজে কখনো কথা কইতাম না এতো সুন্দরী মাইয়্যার লগে ।
..........
লেখা শেষ ।
আমিও গজনীর আমির খানের মতো সব ভুলে যাবো । আবার হয়তোবা নতুন কোন ক্রাশ নিয়ে লিখবো ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.