নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাই এখন বলতেই পারি বেকার জীবন শুরু হয়ে গেছে ।

মোঃ এনামুল হক রাকিব

আমি এখনো বেকার

মোঃ এনামুল হক রাকিব › বিস্তারিত পোস্টঃ

একটি সমাপ্ত প্রেমের অসমাপ্ত কাহিনী -১

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪৪


এ গল্পে আমার ভূমিকা তেমন নেই । এখানে আমি শুধু শুনেছি আর দেখে গেছি আর এখন আপনাদের কাছে বর্ণনাকারীর ভূমিকায় অবতীর্ণ । গল্পটা শুরুর প্রেক্ষাপট শুরু হয়েছে ২০০৩ সালের দিকে । ও আমার নামই তো বলা হয়নি । আচ্ছা বাদ দেন আমার নাম দিয়ে কি হবে ।আমিতো শুধুই বর্ণনাকারী মাত্র । সেটাই না হয় থাকুক । আমি আমার বর্ণ্নার কাজটিই না হয় ভালো মতো করি । এবার আসুন মূল গল্পে ।
বদরুল নামক এক টগবগে যুবক আর ফেরদৌসী নামক এক মিষ্টি মেয়ের গল্প এটি । যা এখনো চলছে তবে প্রেমের গল্পটা বিষময় হয়ে সমাপ্ত হয়েছে কিন্তু মূল গল্পের ধারা এখনো চলছে ।
বদরুল ২০০৩ সালে এস.এস.সি পাস করে উপজেলা শহরের সরকারি কলেজে ভর্তি হয় । প্রথমদিন কলেজটা ভালোই যায় । বিপত্তি বাদে ২য় দিন । শ্রেণিকক্ষে বসা নিয়ে তার সাথে কিছু ছেলের সাথে কথা কাটাকাটি হয় । যার জের ধরে বাড়ি যাওয়ার পথে ঐ ছেলেদের সাথে রাস্তায় মারামারি হয় ।বদরুল ভালো একটা মার খায় । বদরুল একটু রগচটা ছেলে যার ফলে তার মনে একটা জেদ চাপে ঐ ছেলেদেরকে উচিত শিক্ষা দেবার । যার ফল স্বরুপ তার ছাত্ররাজনীতিতে যোগদান এবং কলেজ এর ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের আহবায়ক নির্বাচিত হওয়া । চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে তার ব্যক্তিগত সেই মনোবাসনা পূর্ণ করা । অর্থাৎ সেই ছেলেগুলোকে ভালো মতো উত্তম মধ্যম দেয়া এবং পরে তাদেরকেই নিজের বন্ধু এবং শক্তিশালী হাতিয়ার বানিয়ে ফেলা । কলেজের সকল ভালো মন্দ কাজের সাথে জড়িয়ে পড়া ।
গল্পের প্রেক্ষাপটে নায়িকার মানে ফেরদৌসীর আগমন এর এক বছর পর অর্থ্যাৎ ২০০৪ সালে । ২০০৪ সালে এস.এস.সি পাসের পর ফেরদৌসী ভর্তি হয় সেই সরকারি কলেজে । বোরখা পরা শান্ত স্বভাবের ছোট খাটো একটা মেয়ে । তার শুধু দেখা যায় দুটি চোখ । সে চোখের পানে তাকালে নিজেকে হারিয়ে ফেলা যায় । নবীনবরণের দিন বাধে ছাত্র শিবিরের ক্যাডারদের সাথে বদরুলদের মতবিরোধ । যার জের ধরে লেগে যায় মারামারি । নতুন ছাত্র ছাত্রীরা যে যার মত করে পালিয়ে বাচাঁর চেষ্টায় হুড়োহুড়ি করতে লাগলো । যাইহোক যে কোন কারণবশত কিংবা ভাগ্যের খেলায় ফেরদৌসী পড়ে যায় মারামারির মধ্যে । বদরুল দেখে একটা মেয়ে মারামারি মধ্যে পড়ে গেছে তাই সে টান দিয়ে সরিয়ে দেয় মেয়েটিকে । যার বিনিময় স্বরুপ মেয়েটি ঠাশ করে এক চড় বসিয়ে বদরুলের গালে । মুহূর্তেই বদরুলের ফর্সা গাল লাল হয়ে উঠে । অবশ্য ফেরদৌসীও তার জায়গা থেকে ঠিক একটা পুরুষ তার শরীরের হাত দিল কেন ? এক চড়ে মারামারি বন্ধ হয়ে সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে বদরুলের দিকে । বদরুলে নিজের লাল হয়ে উঠা গালে হাত বোলাতে বোলাতে চুপচাপ কলেজ থেকে বের হয়ে গেল । যা বড় কোন ঝড়ের পূর্বাভাস হিসেবে গণ্য করে যে যার মত কলেজ ছাড়লো । তারপর থেকে ৫ দিন বদরুলের খোঁজ পাওয়া যায় নি ।
এবার গল্পে আবির্ভাব ঘটবে রাধা-কৃষ্ণের প্রেমের দূত বড়ায়ির মত চরিত্র কুদ্দুসের ( একই সাথে কূটনা ও বদরুলের বন্ধু ) । ৫দিন বন্ধু বদরুলের খোঁজ না পেয়ে কুদ্দুস ভয় পেয়ে গেল আর মনে মনে ভাবছে মেয়েটার না কোন ক্ষতি করে পেলে বদরুল । তাই সে মেয়েটার সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু করলো । মেয়েটার নাম জানলো ফেরদৌসী এবং আরো জানলো মেয়েটি ভালোই আছে । সে ডেকে পাঠালো ফেরদৌসীকে ।
ফেরদৌসী- (সালাম দিল) ।ভাইয়া কেন ডেকেছেন ?
কুদ্দুস- অনেক কথা আছে তাই ডেকেছি । ভাল আছো ?
ফেরদৌসী- জ্বী ভাইয়া ভাল ।
কুদ্দুস- কিভাবে ভাল আছো ? তোমার কি চিন্তা হচ্ছে না ? তুমি ঐ দিন কাকে চড় দিয়েছো জানো ? তার পর থেকে কি তাকে কলেজে দেখেছো ?
ফেরদৌসী- কাকে মেরেছি জানি না । উনি আমার গায়ে হাত দেওয়াতেই তো মেরেছি । চিন্তা হবে কেন আমিতো কোন অন্যায় করিনি । আমি তো ওনাকে চিনি না । ওনার সম্পর্কে খোঁজ নিতে যাব কেন আমি ?
কুদ্দুস - আরে বোকা মেয়ে কি বলো চেনো না । ও এই কলেজের নেতা ।তোমাকে মারামারির হতে বাঁচানোর জন্যইতো তোমাকে টান মেরে সরিয়ে দিল । তুমি ভুল বুঝে চড় মেরে বসলা ? তোমার চড় খাবার পর হতে ও আর কলেজে আসে নি । যা কিনা ঝড়ের পুর্বাভাস । সাবধানে থেকো । দেখি আমি কি করতে পারি । তোমার অভিবাবকের মোবাইল নাম্বার আর ঠিকানা দিয়ে যাও ।কাউকে কিছু বলার দরকার নেই । ( ফেরদৌসীর চোখেতে ভয় এর দেখা পেয়ে মনে মনে হাসছে )
বদরুল গত ৫দিন ধরে সময়ই পায় নি চড় নিয়ে ভাবার কারণ তার সেজো বোনের নিয়ে নিয়ে সে খুবই ব্যস্ত ছিল । বড় ভাই ব্যবসা আর বাবা চাকরি করে বিধায় একা হাতে পুরো বিয়ের দায়িত্ব সামলাতে হয়েছে । অবশ্য আরেকজন তাকে সাহায্য করেছে সে হলো আমি লেখক নিজে । যদিও বয়সে ছোট ছিলাম তারপরেও যতটুকু পেরেছি করেছি । নিজের প্রশংসা বেশি হয়ে যাচ্ছে , আসি গল্পে । সেজো বোনের বিয়ের পরে ঠান্ডা মাথায় যখন টেবিলে বসলো বই নিয়ে তখন মনে অজান্তেই হাত চলে গেল গালে ।কে মেয়েটি? মেয়েটি চড় মারলো কেন ? কি অন্যায় করেছিলাম ? মনের ভেতর হাজার হাজার প্রশ্ন উঁকি দিতে লাগলো । না কাল কলেজে গিয়ে একটা ব্যবস্থা করতেই হবে ।
(চলবে)
-------------------

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:১১

চাঁদগাজী বলেছেন:


সাদামাটা দিয়ে শুরু, বর্ণনায় অপ্রয়োজনীয় অনেক বাক্য

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৩৪

মোঃ এনামুল হক রাকিব বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
হ্যাঁ তা ঠিক বলেছেন ।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১৪

নীল আকাশ বলেছেন: বাংলা সিনেমা। ব্লগে না দিয়ে এফডিসি তে যোগাযোগ করেন।
অনর্থক প্যাচাল পেরেছেন কেন প্রথমে?
আপনি কে সেটা কে জানতে চেয়েছে?
পাঠক এসেছে গল্প পড়তে!
চড় থাপ্পড়, বস্তাপঁচা টিনেজ প্রেম ছাড়াও এই ভূমন্ডলে আরও অনেক বিষয়
আছে গল্প লেখার!
ধন্যবাদ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৩৯

মোঃ এনামুল হক রাকিব বলেছেন: প্রথমেই ধন্যবাদ আপনাকে । যা বলছেন তা ঠিক আছে । এখন হয়তোবা প্রেমটা অনেক সহজ হয়ে গেছে আধুনিকতার ছোঁয়ায় । তখন আধুনিকতা আসছে আসছে করছে । বাংলাদেশে মোবাইল এর ব্যবহার তখন মাত্র বাড়া শুরু করছে ।
আর তখনকার প্রেমগুলো তাই বাংলা সিনেমার গল্পের মতোই লাগবে । আরো লিখলে ভাল হত । কিন্তু একটু ব্যস্ত হয়ে পড়ায় অল্প একটু লিখে দিলাম ।
একটা কথা গল্পটা সত্য ঘটনা অবলম্বে রচনা হচ্ছে ।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:৪৯

রাজীব নুর বলেছেন: গাইতে গাইতে গায়েন তেমনি-----

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৪১

মোঃ এনামুল হক রাকিব বলেছেন: ধন্যবাদ ভাইয়া । চেষ্টা করছি । সত্য ঘটনা অবলম্বনে রচনা করছিতো । তাই গল্পটা সাজিয়ে লিখতে পারছি না । অতীত এর এই ঘটনা মনে করে সাজিয়ে লিখতে কষ্ট হচ্ছে ।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৮

নীল আকাশ বলেছেন: আমি যা বলেছি সেটা থীম নিয়ে নয়, প্রেজেন্টেশন নিয়ে। গল্প লেখার আপ্রোচ নিয়ে। পাঠককে আকর্ষন করা নিয়ে। আমি ইচ্ছে করেই এত হার্ড লাইনে বলেছি যেন আপনি নিজের ভুল ধরতে পারেন।

একজন গল্পকার যেকোন সময়কাল নিয়ে লিখতে পারে। এটা তার লেখার মুন্সিয়ানা সে কিভাবে পাঠককে সেই সময়ে নিয়ে যাবে আর অনুভব করাবে।

ব্লগে ভাল ভাল গল্পকারদের বেশ কিছু গল্প পড়ুন। শেখার কোন শেষ নেই।
লেখার আগেই শিখুন, গল্প লেখার নিয়ম কানুন। পারলে শ্রদ্ধেয় কাওসার ভাইয়ের একটা প্রবন্ধ আছে এই বিষয়ে পড়ে দেখুন।
ধন্যবাদ।

০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৩

মোঃ এনামুল হক রাকিব বলেছেন: ঠিক আছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.