![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আজন্ম এক ইতিহাস।আমি থাকতে চাই হাজার লোকের ভিড়ে, আমি থাকতে চাই শঙ্খচিলের নীড়ে। নিয়ন আলোতে নিজেকে খুঁজি রোজ, ল্যামপোস্ট দেখিনা বহুকাল করেনা কেউ তাঁর খোঁজ, সন্ধ্যা নামলেই আমি ঝুল বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পড়ি নিয়ন আলোর শহরে নিজেকে খুঁজি রোজ।
এই সূর্যাস্তও সেদিন প্রতিবাদ করে ছিলো
তোমার মুখ পানে চেয়ে
মিছিল করেছিলো ভিতরের প্রত্যেকটা হার্ট-বিট।
নিউক্লিয়াস গুলো ছিলো নিষ্প্রাণ
নিস্ফল ছিলো এই হৃদয় আঙিনা।
সেদিন বৃষ্টি হয়েছিল কিছুটা
কপালের কালো টিপটা তুলে রেখেছিলে
আয়নার এক কোনায়।
সন্ধ্যা তখন শেষের পথে
তুমি কাদা মাটি মাড়িয়ে এসেছিলে
আমি দেখেছি তোমার অশ্রু সিক্ত নয়ন।
অনুভব করেছি ভেতরের আর্তনাত।
তুমি নেই,
আজও সেই শূর্ণতায় পূর্ণতা আসেনি
আমি অপার,
নিরন্তর চোখে চেয়ে দেখেছি
তোমার হারিয়ে যাওয়া।
শুধু হারায় নি তোমার সেই কালো টিপ
আজও
আজন্ম এক সাক্ষী হয়ে আছে
ভাঙ্গা আয়নার কোনায়।
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১১
ইসিয়াক বলেছেন: ভালো লাগলো