নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আরহাত ইমতিয়াজ রাকিব। পত্রিকায় লিখি রাকিব ইমতিয়াজ নামে। পেশা হিসেবে বলা যায়, এখনও একজন ভবঘুরের কাতারে। পূর্বে একটা রেডিওতে বেশ কিছুদিন প্রোগ্রাম করেছি। শখ লেখালিখি। ফেসবুক ছাড়াও আমার ব্যাক্তিগত ব্লগে লিখি।আমি মানুষ হিসেবে মর্মান্তিক বোকা।

রাকিব ইমতিয়াজ।

আমি আজন্ম এক ইতিহাস।আমি থাকতে চাই হাজার লোকের ভিড়ে, আমি থাকতে চাই শঙ্খচিলের নীড়ে। নিয়ন আলোতে নিজেকে খুঁজি রোজ, ল্যামপোস্ট দেখিনা বহুকাল করেনা কেউ তাঁর খোঁজ, সন্ধ্যা নামলেই আমি ঝুল বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পড়ি নিয়ন আলোর শহরে নিজেকে খুঁজি রোজ।

রাকিব ইমতিয়াজ। › বিস্তারিত পোস্টঃ

নীল শাড়ী

২০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩০


তুমি বলে ছিলে আসবে
হাজারটা ফোটা সদ্য পদ্য নিয়ে
আমি দুয়ারে দারায়ে
প্রহর গুনছি আজও।
তুমি বলে ছিলে আসবে
এক রাশ ফুটন্ত হাসি নিয়ে
আমি তারার পানে চাহিনী
তোমার হাসির তারা কুড়াবো বলে।
তুমি বলে ছিলে আসবে
সেই নীল শাড়িটি পড়ে
আমি ঘাসের বানানো নূপুর
পড়িয়ে দিবো তোমার পায়ে।
তুমি বলে ছিলে আসবে
আমার ভালোবাসার অন্তজালের টানে
আমি প্রতিক্ষায় ছিলাম
চাহিনী ফিরে অন্য নারীর পানে

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১০

ইসিয়াক বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.