নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আরহাত ইমতিয়াজ রাকিব। পত্রিকায় লিখি রাকিব ইমতিয়াজ নামে। পেশা হিসেবে বলা যায়, এখনও একজন ভবঘুরের কাতারে। পূর্বে একটা রেডিওতে বেশ কিছুদিন প্রোগ্রাম করেছি। শখ লেখালিখি। ফেসবুক ছাড়াও আমার ব্যাক্তিগত ব্লগে লিখি।আমি মানুষ হিসেবে মর্মান্তিক বোকা।

রাকিব ইমতিয়াজ।

আমি আজন্ম এক ইতিহাস।আমি থাকতে চাই হাজার লোকের ভিড়ে, আমি থাকতে চাই শঙ্খচিলের নীড়ে। নিয়ন আলোতে নিজেকে খুঁজি রোজ, ল্যামপোস্ট দেখিনা বহুকাল করেনা কেউ তাঁর খোঁজ, সন্ধ্যা নামলেই আমি ঝুল বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পড়ি নিয়ন আলোর শহরে নিজেকে খুঁজি রোজ।

রাকিব ইমতিয়াজ। › বিস্তারিত পোস্টঃ

শূণ্যবীনা

২০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৮


নীহারিকা মায়ার কবিতা

তোমার জন্য আমার কবি হওয়া
তোমার জন্য উজানে নৌকা বাওয়া
তোমার জন্য প্রাণের স্পন্দন গুলো
ঝড়ো হাওয়ায় মাঝ নদীতে
টুকরো টুকরো হয়ে যাওয়া
ছোট্ট সোনার তরীটি প্রায় নিমজ্জিত।
আমার চলার পথ
তোমার কারণে অতি দূর্গম
জীবন-নিষ্প্রভ হয়ে যাওয়া
চিরন্তন কাব্য গাঁথার পথভ্রম।
শব যাত্রীর বাহনে চড়ে
নিরুদ্দেশ যাত্রা, লক্ষহীন
পথ চলায় ক্লান্ত পথিক
অচেনা পথিকের ক্রন্দনসম
আমার এ হৃদয় শূন্যবীনা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ৩:৫৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:  
ব্লগ বাড়িতে আপনাকে সুস্বাগতম। 


লেখার হাত অনেক পাক্কা ;)। আশাকরি আগামী আরো নিখুঁত প্রকাশ ফুটে উঠবে। সে আসুক, আসুক আপনার প্রিয়জন। মিটিয়ে দিক আপনার সকল যাতনা।

অনেক সুন্দর কবিতা লিখেছেন। শৈল্পিক লেখা আরো বেশি করে লিখুন। পাশাপাশি মন্তব্য চালিয়ে যান। গঠনমূলক মন্তব্য, সুন্দর লেখা প্রকাশ ও আপনার একটভিটি আপনাকে খুব দ্রুত প্রথম পাতায় নিয়ে আসবে আশা করি। 

শুভ কামনা থাকলো নিরন্তর।

২| ২৭ শে নভেম্বর, ২০১৯ ভোর ৫:৩৪

রাকিব ইমতিয়াজ। বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.