নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আরহাত ইমতিয়াজ রাকিব। পত্রিকায় লিখি রাকিব ইমতিয়াজ নামে। পেশা হিসেবে বলা যায়, এখনও একজন ভবঘুরের কাতারে। পূর্বে একটা রেডিওতে বেশ কিছুদিন প্রোগ্রাম করেছি। শখ লেখালিখি। ফেসবুক ছাড়াও আমার ব্যাক্তিগত ব্লগে লিখি।আমি মানুষ হিসেবে মর্মান্তিক বোকা।

রাকিব ইমতিয়াজ।

আমি আজন্ম এক ইতিহাস।আমি থাকতে চাই হাজার লোকের ভিড়ে, আমি থাকতে চাই শঙ্খচিলের নীড়ে। নিয়ন আলোতে নিজেকে খুঁজি রোজ, ল্যামপোস্ট দেখিনা বহুকাল করেনা কেউ তাঁর খোঁজ, সন্ধ্যা নামলেই আমি ঝুল বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পড়ি নিয়ন আলোর শহরে নিজেকে খুঁজি রোজ।

রাকিব ইমতিয়াজ। › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টিবিলাস

২৭ শে নভেম্বর, ২০১৯ ভোর ৫:৩৭



মেঘের শব্দ জানান দায়
এখনি আকাশ কাঁদবে
শত বছরের দুঃখ, কষ্ট
লাঘব হবে এই কান্নার মাধ্যমে।
জানান দেয়, বৃষ্টি বিলাসীদের
তোমরা সেঁজে থাকো অনন্য রুপে,
রাগ, অভিমান, দুঃখ, কষ্ট
সব ছুড়ে ফেলে দাও ধংস্য স্তপে।
আজ আকাশ কাঁদবে,
আকাশের চোখের পানি হবে
কারো ভালোবাসার প্রতিক,
কারো কবিত্ব মনের প্রেরণা,
লাঘব হবে প্রিয়তুমেষুকে
না পাওয়ার যাতনা।
চার পাশ আজ দমকে আছে
প্রকৃতি আজ সাঁজবে আপন মনে
চাতক পাখিরাও আজ ঘরে ফিরবে
কারণ……………
আজ আকাশ কাঁদবে।
B-)

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৭

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো্ ..।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.