![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জীবন বৈচিত্রময় ! জীবনের প্রতিটা পদে পদে বাধা পেয়েছি কিন্তু এসব বাধা গুলো খুব সফল ভাবেই উত্তিণ্ণ হয়েছি আলহামদুলিল্লাহ ।
একবার গ্রামে গেলাম ঘুরতে তো পাশের বাড়ির একটা ছেলের বিয়ে হচ্ছে । যথারীতি বিয়ে শেষ করে বৌ নিয়ে বাড়ি আসল । সব ধরনের ঝামেলা শেষ করে যখন রাত ১২ টা বাজল তখন বৌকে বাসর ঘরে নিবে প্রস্তুতি চলছে এমন সময় বাড়ির কিছু দুষ্ট পোলাপাইন ঘটাল বিপত্তি ! তারা চালাকি করে বৌকে অন্য রুমে রেখে একটা সুন্দর ছেলেকে সাজিয়ে শাড়ি পরিয়ে বৌয়ের আসনে বসিয়ে দিল । তারপর নতুন বরকে পাঠিয়ে দিলেন বাসর ঘরে । সচরাচর যা হয় বাসর ঘরে বর প্রবেশ করলে স্ত্রী সালাম দেয় । কিন্তু তা না করে সাজানো নতুন বৌ বসে রইল । এরপর একে একে বর অনেক কথাই বলল কিন্তু নতুন বৌয়ের কোন উত্তর না পেয়ে বর স্বভাবতই বিরক্ত হল । এখন বর কিছুক্ষন বসে থেকে বৌকে আংটি পরিয়ে দিলেন তার পর যা হওয়ার কথা তা করতে গেলেই সাজানো পাত্রী (অপু) বলে উঠলেন ভাই আমাকে ছাড়েন আমি অপু !! এটা শুনে বর ভীষন লজ্জা পেলেন এবং ক্ষেপে গিয়ে বললেন তুমি যখন বাসর ঘরে প্রবেশ করেছ তোমার সাথেই বাসর হবে ! পরে অপু কোন মতে পালিয়ে রক্ষা পেলেন !! পরে সবার কি যে হাসি !! তবে বাসর ঘরে এগুলো করা উচিত নয় কারণ এগুলো বর এবং কনে দুজনের জন্যই বিব্রতকর !!
২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩
নতুন বলেছেন: এটা তো মজাই হইছে...
আপনি কি অপু কে আংটি পরাইছিলেন?
২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০
আথাকরা বলেছেন: নারে ভাই সুযোগ আসে নাই !!
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪
তাসজিদ বলেছেন: তুমি যখন বাসর ঘরে প্রবেশ করেছ তোমার সাথেই বাসর হবে
৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭
সর্বহারা:৭১ বলেছেন: চরম!!!!!!মুই কিন্তু এহনও বাসুর করি নি।মুর বউ কইছে:থুমি মস্ত একঢা পাগল!!!!!থুমি কিছুই জা না!!!!!
আপ্নে কন তো দেহি মুই কি কিছুই জানি না!!!!!!!!!!!!!!!!!!!!!১
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬
আথাকরা বলেছেন: অপক্ষোয় থাকুন
৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭
জাহিদ গাছবাড়ী বলেছেন: hi hi hi
৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩
অজানাবন্ধু বলেছেন: সর্বনাশ..................
ইজ্জত বলে আর ........................
৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৬
পাকাচুল বলেছেন: বরকে বড়ই রসিক মনে হয়েছে।
২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
আথাকরা বলেছেন: ঠিক
৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২২
শরতের আকাশ বলেছেন: মজা পাইলাম ...
৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫
লজিক মানুষ বলেছেন: আমার ক্ষেত্রে এমন হলে ঐ দিন ঐ খানেই অপুর অর্ধ মৃত শরীর থাকবে
।
১০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮
ব্যর্থ মানুষ বলেছেন: ভাল লাগেলো
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩
জায়েদ ইকবাল বলেছেন: ভাইরে বাসর ঘর এখনো আমার কাছে স্বপ্ন !! কবে এমন দিন আসবে সে অপক্ষোয় রইলাম !!