| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আথাকরা
আমার জীবন বৈচিত্রময় ! জীবনের প্রতিটা পদে পদে বাধা পেয়েছি কিন্তু এসব বাধা গুলো খুব সফল ভাবেই উত্তিণ্ণ হয়েছি আলহামদুলিল্লাহ ।
দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত ছবি গুলো দেখলে আপনার এমনই মনে হতে পারে। পত্রিকায় পরীক্ষার্থীদের যেসব ছবি ছাপানো হয়েছে তার সবগুলোই অপেক্ষাকৃত সুন্দরী, হালকা আবেগময় কিছু ললনা। টিভি চ্যানেলের খবরেও একই অবস্থা। কেবলমাত্র মেয়েদের পরীক্ষার কেন্দ্রগুলিকেই হাইলাইট করা হয়েছে। আমাদের ফুলের মত চরিত্রবান মিডিয়া কর্মীরা দেশের কোন পরীক্ষা কেন্দ্রে কোন ছেলে পরীক্ষার্থী খুজে পান নি!
আমরা সবাই একদিকে নারী অধিকারের কথা বলি, কিন্তু অন্যদিকে বিজ্ঞাপনের নামে নারীকে পণ্য করে চালিয়ে দেই। "ছেলেদের আন্ডার ওয়ার থেকে শুরু করে বাচ্চাদের ললিপপ" সব বিজ্ঞাপনে সুরসুরি বেগমদের হাজির করা চাই! যারা বাচ্চাদের বডি লোসনের বিজ্ঞাপনে বাচ্চার চেয়ে মায়ের বডিকে প্রাধান্য দেয় তাদের মুখে নারী অধিকারের বুলি কেমনে মানায়????
দিন দিন আমরা নারী অধিকারের কথা বলি আর বাসে, বিভিন্ন জায়গায় নারী ধর্ষন করি। বড় বড় বাক্য ছুড়ে দেই।
নারীরা কি আসলেই কোন পন্য না তারাও মানুষ। আসুন, নারীকে পন্য না করে তাদেরকে আমাদের সহধর্মী হিসেবে গ্রহন করি।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৪
আথাকরা বলেছেন:
২|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৬
রবিমুন বলেছেন: মধু যেখানে পিঁপড়া সেখানে
৩|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯
সাদা রং- বলেছেন: বিগত কয়একবছর দেখি এ সমস্যা।
৪|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১২
একজন অপদার্থ বলেছেন: মাইয়াগুলানও বোধ হয় ব্যাপক মেকাপ মারে। দেখতে সৌন্দর্য লাগে।
৫|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫
রাজ হাসান বলেছেন: "ছেলেদের আন্ডার ওয়ার থেকে শুরু করে বাচ্চাদের ললিপপ" সব বিজ্ঞাপনে সুরসুরি বেগমদের হাজির করা চাই!
সহমত।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৭
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: