নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.somewhereinblog.net/blog/kauser_pranjal/category/17287

এগিয়ে যেতে চাই নিজের চেস্টায় এবং যিনি সৃষ্টি করেছেন কারও করুনায় নয়

আথাকরা

আমার জীবন বৈচিত্রময় ! জীবনের প্রতিটা পদে পদে বাধা পেয়েছি কিন্তু এসব বাধা গুলো খুব সফল ভাবেই উত্তিণ্ণ হয়েছি আলহামদুলিল্লাহ ।

আথাকরা › বিস্তারিত পোস্টঃ

যাদের হাতে একদম সময় নেই তাদের জন্য ৩৪ তম বিসিএসের প্রিলিমিনারী প্রস্তুতি

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৯

অনেকেই বিসিএস পরীক্ষা দিতে চাচ্ছেন কিন্তু সময়ের অভাবে ঠিক মন মত প্রস্তুতি নিতে পারছেন না তাদের জন্য কিছু বইয়ের সন্ধান দিলাম ।আশা করি এই বইগুলো পড়লে বিফল হবেন না ।



বিসিএসে সাধারণত (বাংলা,ইংরেজী,গণিত,বিজ্ঞান এবং সাধারণজ্ঞান) থেকে প্রশ্ন করা হবে।



বাংলা :- ১.নবম-দশম শ্রেনীর বাংলা ব্যাকরণ বইটি

২. সৌমিত্র শেখরের বাংলা ভাষা ও ব্যকরণ বইটি

৩.লাল নীল দীপাবলী (হুমায়ন আজাদ)



ইংরেজী:- ১.কম্পিটিটিভ ইংলিশ বইটি

২. যে কোন ভোকাবুলারি এবং এনালজি বই

৩.ইংরেজী পত্রিকা পড়বেন এবং ইংরেজী সংবাদ দেখবেন

৪. নিজের মন মত একটা গ্রামার বই (পিসি দাসের বইটা ভাল মনে হয়েছে)



গণিত:-ষষ্ঠ শ্রেনী থেকে নবম শ্রেনীর গণিত বই

২.সর্টকার্ট গণিত পদ্বতির কোন বই



বিজ্ঞান:-১.ষষ্ঠ থেকে দশম শ্রেনীর বিজ্ঞান বই ,

২.বিভিন্ন পত্রিকার বিজ্ঞান অংশ



সাধারণ জ্ঞান:-১.নবম-দশম শ্রেনীর ভূগোল,ইতিহাস,পৌরনীতি,অর্থনীতি ২.প্রতিদিনের পত্রিকা এবং যে কোন ভাল মানের গাইড ।



নির্দিষ্ট কোন গাইডের নাম উল্লেখ করি নাই আপনার পছন্দের যে কোন গাইডটি পড়তে পারেন । এবার শুরু হয়ে যাক আপনার প্রস্তুতি ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪

জায়েদ ইকবাল বলেছেন: প্রিয়তে

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০০

ইসমাইল ইমু বলেছেন: সর্টকাট গাইড---- ++

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩

লর্ড কার্জন বলেছেন: কাজে লাগবে।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯

শেলী বেলী বলেছেন: হায় হায়, এত কিছু পড়তে কন কেন? আবার কইতেছেন শর্টকাট !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.