![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জীবন বৈচিত্রময় ! জীবনের প্রতিটা পদে পদে বাধা পেয়েছি কিন্তু এসব বাধা গুলো খুব সফল ভাবেই উত্তিণ্ণ হয়েছি আলহামদুলিল্লাহ ।
এই কারণগুলোর মধ্যে যে কোন একটি কারণে একজন প্রার্থী ভাইভা বোর্ড থেকে বাদ পড়তে পারেন। কারণগুলো নিম্নরূপঃ
০ নিম্নমানের ব্যক্তিত্বের প্রকাশ বা চেহারায় সতেজতার অভাব
০ অতি গুরুগম্ভীরতা, অতিরঞ্জিত, প্রবঞ্চনাপূর্ণ বা সবজান্তাভাব প্রকাশ
০ নিজেকে স্পষ্টভাবে প্রকাশে দক্ষতার অভাব ও নিম্নমানের কণ্ঠস্বর, শব্দচয়ন ও ব্যাকরণের ভুল প্রয়োগ
০ পেশা সম্পর্কে পরিকল্পনার অভাব। উদ্দেশ্য ও লক্ষ্যবিহীন পরিকল্পনা
০ আগ্রহ ও কৌতুহলের অভাব, উদাসীনতা
০ আত্মবিশ্বাসের অভাব, নার্ভাসনেস ও অল্পতে অসুস্থতার বহিঃপ্রকাশ
০ কর্মকান্ডে অংশগ্রহণে ব্যর্থতা বা অনীহা প্রকাশ
০ অতিরিক্ত আর্থিক চাহিদা প্রকাশ
০ শিক্ষাজীবনের অর্জিত নিম্নমানের রেকর্ড
০ প্রাথমিক অথবা নিম্ন অবস্থা থেকে শুরু করতে অনাগ্রহতা। তাৎক্ষনিক ফলাফলে বিশ্বাসী বা অতিরিক্ত উচ্চাভিলাষী মনোভাবের প্রকাশ
০ যে কোন বিষয়ে কোন উছিলা হাজির করা। কোন তথ্য সম্পর্কে ছলনার আশ্রয় নেয়া
০ কৌশলের অভাব
০ শিক্ষা ও বয়স অনুসারে ব্যক্তিগত পক্কতার (ম্যাচিউরিটি) অভাব
০ সৌজন্য বোধের অভাব এবং ভাইভা বোর্ডে সদস্যদের সাথে দুর্ব্যবহার
০ পূর্বের নিয়োগকর্তা এবং উর্ধ্বতন কর্তৃপক্ষ সম্পর্কে দোষারোপ বা নিন্দাবাদ করা
০ সামাজিকতা বোধের অভাব
০ রুটিন মাফিক কাজে অনীহা প্রকাশ
০ প্রাণচাঞ্চল্যতা ও উজ্জীবিত ভাবের অভাব
০ নিয়োগকর্তার সাথে চোখে চোখ না রেখে, (আই কন্টাক্ট ) না করে উত্তর দেয়া
০ উদাসীনভাবে করমর্দন এবং অযথা অঙ্গপ্রত্যঙ্গ নাড়াচাড়া করা, নাকটানা, গলায় শব্দ করা
০ সীদ্ধান্তহীনতায় ভোগা
০ আবেদনপত্র ভুলভাবে পূরণ করা
০ বায়ো-ডাটাতে অতিরঞ্জিত ও ইচ্ছাকৃত ভুল তথ্য প্রদান
০ স্বল্প সময়ের জন্য চাকরির প্রয়োজনীয়তা প্রকাশ
০ হাস্যরসবোধের অভাব
০ নিজ কর্মক্ষেত্রবিষয়ে বিশেষজ্ঞ জ্ঞানের অভাব
০ আবেদনকৃত সংশিস্নষ্ট চাকরির প্রতি আগ্রহের অভাব
০ নিজস্ব যোগ্যতার বদলে পরিচিত কোন বিশেষ ব্যক্তির পরিচয়কে কাজে লাগানোর চেষ্টা করা
০ নিয়োগকর্তা যেখানে পাঠাতে চায় সেখানে যেতে অনীহা প্রকাশ করা
০ নিয়োগকর্তাদের সাথে বিদ্বেষী মনোভাব পোষণ এবং অযথা তর্কে জড়িয়ে পড়া
০ নিচুমানের নৈতিকতা প্রকাশ
০ কথা, কাজে ও ব্যবহারে অলসতার ভাব প্রকাশ
০ অধৈর্য্যতা, নিজস্ব মতামত বা সীদ্ধান্তে একরোখা মনোভাবের প্রকাশ
০ নিয়োগকর্তার প্রকাশিত আগ্রহের বিষয়ে অনাগ্রহতা প্রকাশ
০ সিনেমা, নাটক ও টেলিভিশনের ধারাবাহিক ও অন্যান্য অপ্রয়োজনীয় কাজের প্রতি আগ্রহ প্রকাশ
০ ব্যক্তিজীবনে আর্থিক লেনদেন ও পারিবারিক ব্যয়ে অমিতব্যয়িতার প্রকাশ
০ সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণে আগ্রহের অভাব
০ সমালোচনা সহ্য করতে অসামর্থ্য হওয়া
০ অভিজ্ঞতার মূল্যকে অবমূল্যায়িত করা
০ প্রথাগত ধারনাবিরোধী চিন্তা-চেতনার বহিঃপ্রকাশ
০ যৌক্তিক কারণ ছাড়া ইন্টারভিউ বোর্ডে দেরীত উপস্থিত হওয়া
০ নির্দিষ্ট কোম্পানী সম্পর্কে পূর্ব ধারণা না থাকা
০ ভাইভা বোর্ডের সদস্যদের যথাযোগ্য মূল্যায়ণে ব্যর্থতা
০ চাকরির প্রকার এবং কাজের ধরণ সম্পর্কে কোন প্রশ্ন না করা
০ অল্পতে ঘাবড়ে যাওয়া বা মানসিক চাপ গ্রহণে ব্যর্থতা
০ সুনির্দিষ্ট ও সঠিক উত্তর প্রদানে ব্যর্থতা
০ উত্তর জানা না থাকলে অত্যন্ত বিনয়ের সাথে দুঃখিত, আমার জানা নেই, এ মূহূর্তে মনে করতে পারছিনা না বলে গতানুগতিকভাবে পাস্ বা নেক্সট বলা
১৩ ই মে, ২০১৩ রাত ১১:৫৪
আথাকরা বলেছেন: অর্থমন্ত্রীর মত বলেননা এরা রাবিশ !!
২| ১৩ ই মে, ২০১৩ রাত ১১:৫৯
একাকী বালক বলেছেন: এই ৫০ কারণ দিয়া চালুনি মারলে কেউই টিকত না।
৩| ১৪ ই মে, ২০১৩ রাত ১২:০২
ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: ভাই এই ৫০ কারনের ৫০ তা কারন ই আমার আছে। তার পরেও বেশ কয়টা চাকরি করি আইছি
৪| ১৪ ই মে, ২০১৩ রাত ১২:২৭
চানাচুর বলেছেন: কাজের পোস্ট!! প্রিয়তে... কিন্তু একটা প্রশ্ন আছে!!!!!!!!!!!!!!!!!
৫| ১৪ ই মে, ২০১৩ রাত ৩:৩৯
সাহাদাত উদরাজী বলেছেন: চাকুরী কখন হবে আর কখন যাবে উপরওয়ালাই ভাল জানেন। দুনিয়ার কেহ এটা জানে না!
৬| ১৪ ই মে, ২০১৩ দুপুর ২:২৫
ক্ষুদ্র খাদেম বলেছেন: প্রিয়তে নিয়ে নিলাম
আর, এগুলো আমার মনে হয় অনেকখানিই অবস্থার পরিপ্রেক্ষিতে ঘটে
৭| ১৪ ই মে, ২০১৩ রাত ৮:২৭
কালীদাস বলেছেন: একটু সামারাইজ করা যায় পয়েন্টগুলা? কারণ কোনটাই বাদ দেন নাই, আবার সবগুলা ধরলে এই জগতে কারোরই চাকরি পাওয়ার কথা না
৮| ১৬ ই মে, ২০১৩ রাত ১২:৩৫
দৃ:খবাদী স্বপ্নবাজ বলেছেন: এতগুলান গুণ কার আছে??????
৯| ১৬ ই মে, ২০১৩ রাত ১০:০৭
বুঝিনাই বলেছেন: সবই বুঝলাম, তবে শেষ পয়েন্ট উত্তর না জানলে কি কইতে হবে সেটা একটু বলে যান
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৩ রাত ১১:৫০
আিম এক যাযাবর বলেছেন: পরীক্ষকের যখন choice থাকে, তখন এমনিতেই বাদ, কোন কারণ লাগে না, যা এখন বাংলাদেশে অহরহ ঘটে।