![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জীবন বৈচিত্রময় ! জীবনের প্রতিটা পদে পদে বাধা পেয়েছি কিন্তু এসব বাধা গুলো খুব সফল ভাবেই উত্তিণ্ণ হয়েছি আলহামদুলিল্লাহ ।
১/ নামাজে যখন সিজদা করা হয় তখন আমাদের মস্তিস্কে রক্ত দ্রুত প্রবাহিত হয়। ফলে আমাদের স্মৃতি শক্তি অনেকবৃদ্ধি পায়।
২/ নামাজের যখন আমরা দাড়াই তখন আমাদের চোখ জায়
নামাজের সামনের ঠিক একটি কেন্দ্রে স্থির অবস্থানে থাকে ফলে মনোযোগ বৃদ্ধি পায়।
৩/ নামাজের মাধ্যমের আমাদের শরীরের একটি ব্যায়াম সাধিত
হয়। এটি এমন একটি ব্যায়াম যা ছোট বড় সবাই করতে পারে।
৪/ নামাজের মাধ্যমে আমাদের মনের অসাধারন পরিবর্তন আসে।
৫ নামাজ সকল মানুষের দেহের
কাঠামো বজায় রাখে। ফলে শারীরিক বিকলঙ্গতা লোপ পায়।
৬/ নামাজ মানুষের ত্বক পরিষ্কার রাখে যেমন ওজুর সময় আমাদের
দেহের মূল্যবান অংশগুলো পরিষ্কার করা হয় এর ফলে বিভিন্ন প্রকার
জীবানু হতে আমরা সুরক্ষিত থাকি।
৭/ নামাজে ওজুর সময় মুখমন্ডল ৩বার ধৌত করার ফল আমাদের মুখের ত্বক উজ্জল হয় এবং মুখের দাগ কম দেখা যায়।
৮/ ওজুর সময় মুখমন্ডল যেভাবে পরিস্কার করা হয় তাতে আমাদের
মুখে একপ্রকার মেসেস তৈরি হয়
ফলে আমাদের মুখের রক্ত প্রবাহ
বৃদ্ধি পায় এবং বলিরেখা কমে যায়।
৯/ কিশোর বয়সে নামাজ আদায় করলে মন পবিত্র থাকে এর ফলে নানা প্রকার অসামাজিক কাজ সে বিরত থাকে।
১০/ নামাজ আদায় করলে মানুষের
জীবনি শক্তি বৃদ্ধি পায়।
১১/ কেবল মাত্র নামাজের মাধ্যমেই চোখের নিয়ম মত যত্ন নেওয়া হয় ফলে অধিকাংশ নামাজ আদায়
কারী মানুষের দৃষ্টি শক্তি বজায় থাকে।
২| ০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৪৯
মুকুল সালাহউদ্দীন বলেছেন: বিষয়গুলো আগেই জানতাম , আপনার পোষ্ট দেখে আরেক বার নতুন করে মনে পড়লো, ধন্যবাদ
৩| ০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৫৫
বাংলাদেশী দালাল বলেছেন:
সুন্দর পোস্ট +++++
৪| ০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৫৯
বোকামন বলেছেন:
আস সালাম আলাইকুম
৫| ০৭ ই জুন, ২০১৩ রাত ১২:১১
খাটাস বলেছেন: শুধু মন্তব্য গুলো পড়েছি। পোষ্ট পড়িনি। কারন আল্লাহ এর ভয়ে নামাজ পড়তে চাই, আর কোন বেক্তি স্বার্থ মনে রাখতে চাই না। তবে আল্লাহ পাক তার বান্দা দের ভালর জন্যই সকল বিধি নিষেধ করেছেন তা জানার জন্য পোষ্ট টা অনেকেই সাহায্য করবে। না পড়ে প্লাস দিলাম। আর না পড়ার জন্য মাফ করবেন। না পরেই শুধু মন্তব্য দেখেই বলছি সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।
৬| ০৭ ই জুন, ২০১৩ রাত ২:৩০
আমি কবি নই বলেছেন: ভালো বলেছেন,
৭| ০৭ ই জুন, ২০১৩ সকাল ১১:২৮
জাহাজ ব্যাপারী বলেছেন: যাজাকাল্লাহু খায়ের!
৮| ০৭ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৫
আল ইফরান বলেছেন: সুন্দর পোস্ট।
নতুন কিছু জানলাম, যদিও চেস্টা করি সবসময় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মেনে চলার
৯| ২২ শে জুন, ২০১৩ দুপুর ১:২৪
munirchy বলেছেন: বিষয়গুলো আগেই জানতাম , আপনার পোষ্ট দেখে আরেক বার নতুন করে মনে পড়লো, ধন্যবাদ
১০| ২২ শে জুন, ২০১৩ দুপুর ১:২৪
munirchy বলেছেন: বিষয়গুলো আগেই জানতাম , আপনার পোষ্ট দেখে আরেক বার নতুন করে মনে পড়লো, ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৪০
নৈঋত বলেছেন: সুবহান আল্লাহ