![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জীবন বৈচিত্রময় ! জীবনের প্রতিটা পদে পদে বাধা পেয়েছি কিন্তু এসব বাধা গুলো খুব সফল ভাবেই উত্তিণ্ণ হয়েছি আলহামদুলিল্লাহ ।
...................ভাইভা.........................................
আগরতলা যড়যন্ত্র মামলার আসামীদের নামগুলো জেনে নিই।
মামলার সরকারি নাম ছিল ‘রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্যদের মামলা’। শেখ মুজিবুর রহমান মামলার প্রধান আর লেঃ কমান্ডার মোয়াজ্জেম হোসেন ছিলেন দ্বিতীয় আসামী। তিনজন রাজনীতিবিদ, তিনজন সিএসপি অফিসার, একজন বেসরকারি অফিসের কর্মকর্তা এবং আটাশজন সামরিক বাহিনীর কর্মচারী-কর্মকর্তাসহ মোট পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে মামলার অভিযোগ দায়ের করা হয়। তাঁরা হলেনঃ
১। শেখ মুজিবুর রহমান
২। লেঃ কমান্ডার মোয়াজ্জেম হোসেন
৩। স্টুয়ার্ট মুজিবুর রহমান
৪। প্রাক্তন লিডিং সিম্যান সুলতান উদ্দীন আহমদ
৫। স্টুয়ার্ট নূর মোহাম্মদ
৬। আহমদ ফজলুর রহমান সি এস পি
৭। ফ্লাইট সার্জেন্ট মফিজুল্লাহ
৮। প্রাক্তন কর্পোরাল আবুল বাশার
৯। প্রাক্তন হাবিলদার দলিলুদ্দীন
১০। ফ্লাইট সার্জেন্ট মোহাম্মদ ফজলুল হক
১১। রুহুল কুদ্দুস সি এস পি
১২। ভূপতি ভূষণ চৌধুরী (কোষাধ্যক্ষ, চট্টগ্রাম জেলা আওয়ামী লীগ)
১৩। বিধান কৃষ্ণ সেন (সহ-সভাপতি, চট্টগ্রাম জেলা আওয়ামী লীগ)
১৪। সুবেদার আবদুর রাজ্জাক
১৫। প্রাক্তন হাবিলদার ক্লার্ক মুজিবুর রহমান
১৬। প্রাক্তন ফ্লাইট সার্জেন্ট মোহাম্মদ আবদুর রাজ্জাক
১৭। সার্জেন্ট জহুরুল হক
১৮। প্রাক্তন লিভিং সিম্যান মোহাম্মদ খুরশীদ মিয়া
১৯। খান এম. শামসুর রহমান সি এস পি
২০। রিসালদার এ.কে.এম শামসূল হক
২১। হাবিলদার আজিজুল হক
২২। এস.এ.সি ফজলুল বারী
২৩। সার্জেন্ট শামসুল হক
২৪। মেজর শামসুল আলম
২৫। ক্যাপ্টেন মোহাম্মদ আবদুল মোত্তালেব
২৬। ক্যাপ্টেন এস. শওকত আলী
২৭। ক্যাপ্টেন খন্দকার নাজমুল হুদা
২৮। ক্যাপ্টেন নুরুজ্জামান
২৯। সার্জেন্ট আবদুল জলিল
৩০। মোহাম্মদ মাহবুবুদ্দীন চৌধুরী
৩১। ফাস্ট লেঃ এম.এস.এম. রহমান
৩২। প্রাক্তন সুবেদার তাজুল ইসলাম
৩৩। মোহাম্মদ আলী রেজা
৩৪। ক্যাপ্টেন খুরশীদ উদ্দীন আহমদ
৩৫। ফাস্ট লেঃ আবদুর রউফ
©somewhere in net ltd.