নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

এখন কবিতার দিন

০১ লা জুলাই, ২০১৩ সকাল ৯:১৫

এখন কবিতার দিন

------------------- ডঃ রমিত আজাদ



কবিতা হঠাৎ জমে উঠেছে বেশ!



নবীন তারাদের কথামালার মেলা

পুড়ে গেছে আজ প্রবীণের কাব্য উত্তাপে,

আমাদের অতৃপ্ত আত্মারা বিকিয়ে দেয় বিবেক,

নিদ্রাহীন দালানের অভ্যন্তরে।

নির্বাক ফসলের ক্ষেতে হাহাকার চেয়ে দেখে,

তারবিহীন বিদ্যুৎের খুঁটিতে কারেন্টের দীর্ঘশ্বাস।

ঘোঁতঘোঁত শব্দে জেনারেটরের সে কি উল্লাস!

লেঠেলের নিপুন লাঠিচালনায় দখল হয়ে থাকা চরে,

অপরকে বাঁশ দিতে দিতে শূণ্য হয়ে গিয়েছে বাঁশঝার

পদ্ম খালের উপর সাঁকো কি করে হবে?





একটা আবৃত্তির স্কুল খুলবো ভাবছি!

চলবে না?

কি বলছো?

আমার তো মনে হয়, ব্যবসা বেশ জমে উঠবে!



এখন কবিতার দিন,

রাজকবিরাও হার মেনেছে,

উজিড়-নাজিরদের কবিতা স্রোতের তোড়ে।

সভাসদরাও কবিতা পড়েন অষ্টপ্রহর,

সুদূর মধুর।

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ৯:১৯

বোকামন বলেছেন:
চমৎকার !! ১+
হূম ... ঠিকই বলেছেন - “ব্যবসা বেশ জমে উঠবে!”

০১ লা জুলাই, ২০১৩ সকাল ১০:০১

রমিত বলেছেন: ধন্যবাদ।

২| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ৯:৫৫

মায়াবী ছায়া বলেছেন: ভালো লাগলো ।।

০১ লা জুলাই, ২০১৩ সকাল ১০:০১

রমিত বলেছেন: ধন্যবাদ।

৩| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ১০:০৬

ধূসর সপ্ন বলেছেন: "অপরকে বাঁশ দিতে দিতে শূণ্য হয়ে গিয়েছে বাঁশঝার
পদ্ম খালের উপর সাঁকো কি করে হবে?"

অত্যান্ত কমন কিন্তু কড়া বাস্তবতায় ঠাসা !!!

০১ লা জুলাই, ২০১৩ সকাল ১০:২৭

রমিত বলেছেন: ধন্যবাদ।

৪| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৪:৪১

টুম্পা মনি বলেছেন: সুন্দর।

০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:৩০

রমিত বলেছেন: ধন্যবাদ।

৫| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার লিখেছেন

০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:৩২

রমিত বলেছেন: ধন্যবাদ।

৬| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৪:৫০

শাহিন বলেছেন: ভালো লাগা.....

০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:৩৬

রমিত বলেছেন: ধন্যবাদ

৭| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৫

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর +++++++

০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:৩৪

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ।

৮| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

মামুন রশিদ বলেছেন: সভাসদরাও কবিতা পড়েন অষ্টপ্রহর,
সুদূর মধুর।


কবিতা তো ভালো জিনিস ।

০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:৩৭

রমিত বলেছেন: জ্বী, কবিতা ভালো জিনিস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.