নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

কয়েদী পতত্রী

০২ রা অক্টোবর, ২০১৫ ভোর ৬:১০



কয়েদী পতত্রী
---- ড. রমিত আজাদ

কয়েদী পতত্রী তার
নির্ঘুম কাটে,
নির্জন বিভাবরী।

ঘন তমশায় ছাওয়া,
চন্দ্রহীন নিশি,
বিষন্ন শর্বরী।

আঁখি সম্মুখে অবারিত ঐ
মুক্ত নীলাম্বরী,
দিলো নাকো ঠাই,
বক্ষ মাঝারে,
সে আছে খাঁচায় পড়ি।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৫

নামবিহীন বলেছেন: রমিত আজাদ সাহেবের অপকর্মের উপযুক্ত ট্রিটমেন্ট দেখুন

http://www.cadetcollegeblog.com/ramit/53016

সবার স্বার্থেই উনার কান্ডকীর্তি এক্সপোজ করা দরকার।

২| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:০০

অগ্নি সারথি বলেছেন: নামবিহীন, ক্যান উনি তো সামুতেও ইসলামের স্বর্নযুগ লিখছেন। মন্তব্য কি নিয়া করলেন বোঝা গেল না।
লেখক, কবিতা চমৎকার হইসে।

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:০৮

রমিত বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:০৬

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:০৯

রমিত বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৪| ০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৪

অন্ধবিন্দু বলেছেন:
ভালো লাগলো। এটা কী লিরিক ভেবে লিখেছেন ?

০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৪

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

মনের কিছু কথা লিখেছি আরকি। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.