নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

অষ্টাদশীর লাজুক কামুক হাসি

১৫ ই মার্চ, ২০১৭ রাত ৩:১৫




অষ্টাদশীর লাজুক কামুক হাসি
----------- রমিত আজাদ

অষ্টাদশীর কষ্ট দেখি
ষষ্ঠ তিথির ভ্রষ্ট জলে।
ফানুস হয়ে, মানুষ ভাসে,
চন্দ্রাবতীর মিষ্ট ছলে।

অষ্টাদশীর গুপ্ত মনে
আর্ত রতির বহ্নি জ্বলে।
কামুক হয়ে, লাজুক হাসে,
প্রভাবতীর ওষ্ঠ কোলে।

অষ্টাদশীর গাত্র ভাজে
মুর্ত রঙ্গের অঙ্গ পলে,
সাগর হয়ে, নাগর আসে,
লজ্জাবতীর হৃদয় দোলে।
_________________________________

তারিখ: ১৫ই মার্চ, ২০১৭
সময়: ভোর ৩টা ১০ মিনিট

(ছবি আকাশজাল থেকে নেয়া)

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৭ ভোর ৪:৩১

চাঁদগাজী বলেছেন:



ভোর ৩টায় কবিতা লিখটে গেলেও লাইট-পোস্টকেও কামুক মনে হবে!

১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১৫

রমিত বলেছেন: ধন্যবাদ।

২| ১৫ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৫৬

খায়রুল আহসান বলেছেন: কবিতার বিষয় এবং রচনাকালের মধ্যে বোধহয় গোপন কোন যোগসূত্র আছে।
কবিতা ভাল লেগেছে।

১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১৫

রমিত বলেছেন: ধন্যবাদ খায়রুল ভাই।

৩| ১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০৪

অতঃপর হৃদয় বলেছেন: ভাষা কঠিন লাগে আমার কাছে। ঘুম ঘুম চোখে লিখেছেন বোধহয়।

১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১৬

রমিত বলেছেন: জ্বী অনেকটাই ঘুম ঘুম চোখে লেখা।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৪| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১০

ধ্রুবক আলো বলেছেন: কবিতা ভাল লাগলো।

১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৫

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ।

৫| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১৮

মধ্য রাতের আগন্তক বলেছেন: বাহ !!

১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১৬

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ।

৬| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২৩

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর

১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১৬

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ।

৭| ২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৮

নীল আকাশ বলেছেন: চাঁদগাজী বলেছেন: ভোর ৩টায় কবিতা লিখটে গেলেও লাইট-পোস্টকেও কামুক মনে হবে!
আজকে পড়া আমার সেরা ডায়ালগ এটা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.