নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

আমাকে তো বোঝ?

২৪ শে জুন, ২০২০ বিকাল ৪:০৮




আমাকে তো বোঝ?
------------------------- রমিত আজাদ

: আমার লেখা কবিতা পড়ো?
: জ্বীনা পড়িনা,
: কবিতা পছন্দ করোনা?
: জ্বী, আমি কবিতা খুবই পছন্দ করি।
আমি কবিতা পড়িও।
তবে কি .......!

:কি তবে?
:বাংলা কবিতা বুঝিনা।
:ও হ্যাঁ, তুমি তো ইংলিশ মিডিয়ামের ছাত্রী ছিলে!

:ঠিকআছে,
আমার লেখা কবিতা বোঝ না আর না বোঝ!
আমাকে তো বোঝ?
:জ্বী, তা বুঝি।
:তাহলেই হবে
কবিতাটা উপলক্ষ মাত্র!

সপ্ত ঋষি ভীড় করেছে, আকাশ গাঙের স্রোতে;
কাব্য কথার ফুলঝুরি আজ ছিটবে নয়ন পাতে!
কাব্য যদি নাও বোঝে সে, নয়ন ঠিকই বোঝে,
সেই নয়নের জল গভীরে তাহার ছবিই আছে!
-------------------------------------------------------
রচনাতারিখ: ২৪শে জুন, ২০২০ সাল
সময়: বিকাল ০৪টা ০০ মিনিট

Do You Understand Me?
-----------------------Ramit Azad

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৫

শোভন শামস বলেছেন: অনেক ভালো লিখেছেন

০৪ ঠা জুলাই, ২০২০ দুপুর ২:১৫

রমিত বলেছেন: আপনাকে ধন্যবাদ।

২| ২৪ শে জুন, ২০২০ বিকাল ৫:০২

মোহাম্মদ গোফরান বলেছেন: কবীকে বুঝলে কবিতা না বুঝলেও সমস্যা নাই। দারুণ বহিঃপ্রকাশ।

০৪ ঠা জুলাই, ২০২০ দুপুর ২:১৫

রমিত বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৩| ২৪ শে জুন, ২০২০ বিকাল ৫:০২

মোহাম্মদ গোফরান বলেছেন: ** কবি বানান ঠিক করে পড়ে নিবেন ।

০৪ ঠা জুলাই, ২০২০ দুপুর ২:১৫

রমিত বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৪| ২৪ শে জুন, ২০২০ বিকাল ৫:৩০

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।

০৪ ঠা জুলাই, ২০২০ দুপুর ২:১৫

রমিত বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৫| ২৪ শে জুন, ২০২০ রাত ৯:২১

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর কবিতা।

০৪ ঠা জুলাই, ২০২০ দুপুর ২:১৫

রমিত বলেছেন: আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.