![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি হলো নিঃশব্দ কবিতা আর কবিতা হলো এমন এক ছবি যা কথা বলে।
ফাহাদ মিয়াজি নামের এই আর্টিস্টকে কেউ চিনেন ? অল্প বয়েসি একজন যুবক, ঢাকাতেই থাকেন। আমি জানি না তার পেইন্টিং এর কোন প্রর্দশনী হয়েছে কি-না তা আমার জানা নেই। আমি আজই তার শিল্পকর্ম দেখলাম এবং মুগ্ধ হলাম। আমার ব্লগে কত লোকের পেইন্টিং দিয়েছি তা গুনে বলতে পারবো না..... কিন্তু নিজের দেশেরে এই তরুনের পেইন্টিং এর ছবি দিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। আসলে আমাদের অবস্থা হলো..... দেখা হয়নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দু পা ফেলিয়া...... এমন।
ফেসবুকঃ https://www.facebook.com/fmiaze
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৩
রানা বলেছেন: ফেসবুকে তার সাথে যোগাযোগ করেন।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮
দাসত্ব বলেছেন: চমৎকার !
ছবি বিক্রি হয় কেমন ?
এই ছবিগুলার প্রতিটার গড় দাম কত ?
ছবি বিক্রির টাকায় আয় কেমন হয় শিল্পীদের ?
ফাহাদ মিয়াজীর জন্য "এ বিগ গুড লাক"
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮
শের শায়রী বলেছেন: ব্রো কোথায় গেলে ওনার পেইন্টিং পাওয়া যাবে বলতে পারেন। বেশ লাগল।