নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছবি ব্লগে আপনাকে স্বাগতম.....

(¯`·._ Welcome to last blog _.·´¯)

রানা

ছবি হলো নিঃশব্দ কবিতা আর কবিতা হলো এমন এক ছবি যা কথা বলে।

রানা › বিস্তারিত পোস্টঃ

বরিশালের পদ্ম পুকুরে গত সোম বারে....

০৯ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৬















































































Device Used : Canon PowerShot SX40 HS

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

স্টকহোম বলেছেন: ফাটাফাটি ছবি।
অনেক বছর আগে গিয়েছিলাম।

১০ ই মে, ২০১৪ রাত ৮:০৯

রানা বলেছেন: আমি প্রায় প্রতিবার যাই দু'তিন দিন আফটার রেইন এন্ড বিফোর রেইন।
ফাটাফাটি শব্দটি ব্যবহার করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

২| ০৯ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১২

নীল বরফ বলেছেন: ভাই, খুব সুন্দর হয়েছে। +++ :) :) :)

১০ ই মে, ২০১৪ রাত ৮:০৫

রানা বলেছেন: ধন্যবাদ ভাই।

৩| ০৯ ই মে, ২০১৪ রাত ৮:২২

প্রোফেসর শঙ্কু বলেছেন: ছবিগুলো সুন্দর খুব।

১০ ই মে, ২০১৪ রাত ৮:১৩

রানা বলেছেন: আমার তোলা ছবি যখন কেউ ভাল বলে আমি সাথে সাথে দু'একটি লাফ দেই.... আপনার কমেন্টটি পরেও সেই কাজটি হয়েছে এল ও এল।
চলে আসুন আমাদের ফেসবুকের ফ্লাওয়ার গ্রুপে :
https://www.facebook.com/groups/flowers.only/

৪| ০৯ ই মে, ২০১৪ রাত ১০:২১

উড়োজাহাজ বলেছেন: ছবিগুলো খুব সুন্দর ছিল। কিন্তু একটু ব্লার মনে হচ্ছে। বেশিক্ষণ তাকিয়ে থাকা যাচ্ছে না।

১০ ই মে, ২০১৪ রাত ৮:৫৩

রানা বলেছেন: হতে পারে। ছবি তোলায় আমি এ্যামেচার।

৫| ০৯ ই মে, ২০১৪ রাত ১১:২২

এহসান সাবির বলেছেন: জটিল!!!
++

১০ ই মে, ২০১৪ রাত ৮:৫৪

রানা বলেছেন: ধন্যবাদ ভাই.... অনেক অনেক ধন্যবাদ।

৬| ১০ ই মে, ২০১৪ রাত ২:২২

ইসতিয়াক অয়ন বলেছেন: আহা বরিশাল !
আহা নস্টালজিয়া !!

১০ ই মে, ২০১৪ রাত ৮:৫৪

রানা বলেছেন: সময় করে চলে আসুন....

৭| ১০ ই মে, ২০১৪ ভোর ৬:০০

বৃতি বলেছেন: সুন্দর !

১০ ই মে, ২০১৪ রাত ৮:৫৫

রানা বলেছেন: ধন্যবাদ।

৮| ১০ ই মে, ২০১৪ সকাল ৮:১৯

রাবার বলেছেন: সুন্দর

১০ ই মে, ২০১৪ রাত ৮:৫৬

রানা বলেছেন: ধন্যবাদ।

৯| ১০ ই মে, ২০১৪ সকাল ৯:৪০

স্বস্তি২০১৩ বলেছেন: দিলেন তো ভাই পুরানো দিনের কথা মনে করিয়ে। আমার অনেক প্রিয় জায়গা এটা। এখনো বরিশাল গেলে এখানে যাই, ভালো লাগে।

১০ ই মে, ২০১৪ রাত ৮:৫৭

রানা বলেছেন: সময় করে চলে আসুন.... পদ্ম এখন পুকুর জুরে....

১০| ১০ ই মে, ২০১৪ সকাল ১০:০০

বিপ্লব৫৫ বলেছেন: দৃষ্টি জুরিয়ে গেলো।

১০ ই মে, ২০১৪ রাত ৯:০২

রানা বলেছেন: ধন্যবাদ ভাই.... এরকম কমেন্টের যোগ্য আমি কিনা সেটা ভাবছি.......

১১| ১০ ই মে, ২০১৪ সকাল ১১:৪৩

ইউসুফ জাহিদ বলেছেন: ভাল।

১০ ই মে, ২০১৪ রাত ৮:৫৮

রানা বলেছেন: ধন্যবাদ।

১২| ১০ ই মে, ২০১৪ দুপুর ১:০৮

বাকপ্রবাস বলেছেন: সুন্দর

১০ ই মে, ২০১৪ রাত ৮:৫৯

রানা বলেছেন: ধন্যবাদ।

১৩| ১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

স্নিগ্ধ শোভন বলেছেন:

সুন্দর !!!

১০ ই মে, ২০১৪ রাত ৯:০০

রানা বলেছেন: ধন্যবাদ।

১৪| ১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

কাঠ পাতা বলেছেন: অনেক সুন্দর !!!

১০ ই মে, ২০১৪ রাত ৯:০৩

রানা বলেছেন: অনেক গুলো ধন্যবাদ !

১৫| ১০ ই মে, ২০১৪ রাত ৯:৩৮

আমি তুমি আমরা বলেছেন: চমৎকার পোস্ট। ছবিগুলো ভাল লেগেছে।

তবে ছবিগুলো চাইতেও যে ব্যাপারটা ভাল লেগেছে সেটা হল অন্যসব ফটোগ্রাফার যেখানে নিজের তোলা ছবিতে ইংরেজীতে সিগনেচার ব্যবহার করেন, আপনি সেটা দিয়েছেন বাংলায়। এজন্য আপনি ধন্যবাদ পেতেই পারেন।

২৫ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

রানা বলেছেন: সিগনেচার বা কপিরাইট এগুলো আমি কখনওই ব্যাবহার করতাম না। ফেসবুকের ফ্লাওয়ারস গ্রুপে যখন ছবি দেই তখন দেশী বিদেশী অনেক ফটোগ্রাফাররা বলেছেন যেন আমি কোন মার্ক ইউজ করেন। এখানেই সেটা প্রথম ইউজ করে দেখলাম। খেয়াল করে দেখলে দেখবেন যে কোনটায় কিছু নেই(ভুলে গেছি) বা দু ধরনের সিগনেচার......
আসলে আমি ফটোগ্রাফার নই। ক্যামেরা ম্যান বলতে পারেন। মানে আমার একটি ক্যামেরা আছে আমি হবি হিসেবে ঘাস-লতা-পাতা-ফুলের ছবি তুলি। নিজের ভাল লাগাটাই এখানে মুখ্য।
আপনার কমেন্টের জন্য ধন্যবাদ।
ফেস বুকে প্রায় প্রতিদিনই বিভিন্ন ফুলের ছবি দেই। ঘুরে আসতে পারেন.....
https://www.facebook.com/groups/flowers.only/

১৬| ১০ ই মে, ২০১৪ রাত ১০:১০

বোকামানুষ বলেছেন: বরিশাল গিয়েছিলাম ২ মাস আগে তখন শুনেছিলাম এই পদ্ম পুকুরের কথা কিন্তু অল্পের জন্য দেখা হয়নি এখনতো ছবি দেখে আফসোস লাগতেছে এত সুন্দর একটা জায়গা মিস করেছি বলে :((

যাই হোক তবু আপনার জন্য ছবি দেখা হল দুধের স্বাদ ঘোলে মিটানোর মতো ধন্যবাদ

২৫ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

রানা বলেছেন: আবার নিমন্ত্রন। এখনও আছে। অনেক। বৃষ্টির পর আরও দারুণ লাগে....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.