![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জমির অন্তরে বীজ রেখে ভুলে যাওয়া
মানুষ স্বভাব নয়, তারপরে থাকে আরো
ফসল সেয়ানা মানে-নরমে নরমে বাড়ে
বাহানায় জাগে হাওয়া, মরসুম গাঢ়…
নদী গিলে নিল বুঝি তাই ছেনেছুনে সব
যেন-গোলাঘর শুধু ঢেউয়েরই প্রিয়
আগুন চাষির আত্মায়...
প্রথম দেখাতেই ভালবেসেছিলাম তোমাকে,
হ্রদয়ে উঠেছিল প্রলয়ের কম্পন।
কিন্তু তা হয়নি কখনও বলা,
যদিও একসাথে হয়েছে অনেক পথ চলা।
প্রশ্ন জাগে মনে,
তুমিও কি ভালবাসতে আমাকে?
.
রাত্রী নিঝুম,চারিদিকে শুনশান।
শুধু আমি একলা রয়েছি জেগে,
জানালার ধারে বসে...
©somewhere in net ltd.