![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জমির অন্তরে বীজ রেখে ভুলে যাওয়া
মানুষ স্বভাব নয়, তারপরে থাকে আরো
ফসল সেয়ানা মানে-নরমে নরমে বাড়ে
বাহানায় জাগে হাওয়া, মরসুম গাঢ়…
নদী গিলে নিল বুঝি তাই ছেনেছুনে সব
যেন-গোলাঘর শুধু ঢেউয়েরই প্রিয়
আগুন চাষির আত্মায় রোয়ানো বুক
জলের পরাণে লিখ-কৃষক আত্মীয়
তারপরে থাকে আরো, ‘তারপরও’ থাকে শেষে
বর্গি এলো দেশে…বর্গি এলো দেশে…!
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২১
বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩
মানুষ বলেছেন: বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে