![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কত জন কত কিছু হইতে পারতা
কত কবি, কত গল্প, কত শিল্প
কত ভবঘুরে, কত ঘরকুনো, বুনো
তবু জেবন আটকে গেল ৯টা থেকে ৫টা
২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:২৩
মানুষ বলেছেন: ঐ আর কি। খাড়া বড়ি থোড়।
২| ২৫ শে মে, ২০২১ সকাল ৮:৪৪
রোবোট বলেছেন: হ। পড়লাম। কবিতা পইড়া, ব্লগ পইড়া কিছু টেকাটুকা পাইলেও হৈ্তো।
দিন যায় কেমুন?
১২ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫৫
মানুষ বলেছেন: সপ্তাহে পাঁচদিন অফিস, দুই দিন পোলার পিছনে। যাচ্ছে দিন কেটেকুটে
৩| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৬
বিজন রয় বলেছেন: মানুষ কি আর কবিতা লিখবেন না?
আর কি পোস্ট দিবেন না?
আর কি ব্লগে আসবেন না?
নাকি পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন?
০২ রা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:১৪
মানুষ বলেছেন: পাসওয়ার্ড উদ্ধার করেছি
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:১৬
বিজন রয় বলেছেন: যাক, বাঁইচা আছেন তাইলে। থায়েন, যাইয়েন না।
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৫২
বিজন রয় বলেছেন: পাসওয়ার্ড উদ্ধার করে ব্লগে ফিরে এসেছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ব্লগে আপনার অভাব টের পাই। আগের মতো ব্লগে আর মজা পাবেন না। তবু বলবো কিছুটা সময় ব্লগের জন্য রাখুন। আমরা বেশ কয়েকজন পুরানোরা আছি।
আপনার মজার মজার পোস্টের কথা ভুলি কি করে!!
আসুন আমরা ব্লগিং করি, মজা করি, একসাথে।
শুভকামনা।
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:২৮
রোবোট বলেছেন: ব্লগে স্বাগতম।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ২:০৩
রাজীব নুর বলেছেন: ৯ টা ৫ টা না।
সকালে এক দেড় ঘন্টা আগে বের হতে হয়। রাস্তায় জ্যাম।
আবার বিকেলে বাসায় ফিরতে দেড় দুই ঘন্টা সময় তো লাগেই।