![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শীতের রাতে ফুটপাতে গুমিয়ে থাকা সুবিধাবঞ্ছিত শিশুদের দিকে তাকিয়ে দেখলে দু-চোখে অশ্রু কার না চলে আসে।
কেউ বস্তার ভিতরে, কেউ ছেড়া ফাড়া কাথা কুড়িয়ে এনে, কেউ আবার শুধু গায়ের ছেড়া ফাড়া জামা পরেই ঘুমিয়ে আছে।
যে যার সাধ্য মতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে শীতের সাথে।
শীতকে জয় করাই তাদের এখন একমাত্র লক্ষ্য।
"আর আমরা লক্ষ কন্ঠে শ্লোগান দেই মানুষ মানুষের জন্য,
জীবন জীবনের জন্য"
কিন্তু বাস্তবে তার উল্টাটাই আমরা বাস্তবায়ন করি।
লক্ষ শিশুর আর্তনাত আমাদের হ্রদয়ের করা নাড়তে পারে না।
নাড়বে কি করে ?
আমাদের যে আজ হ্রদয় বলতে কিছুই নাই।
আমরা যে টাকার পিছনে ঘুরতে ঘুরতে হৃদয় কে কবেই বিসর্জন দেয়েছি তা আমরা নিজেই জানিনা।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৬
নুর ইসলাম রফিক বলেছেন: ovinondon aponake sathe thanks
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৫
লিরিকস বলেছেন: হুররে!!! ১ম পোস্ট আমিই ১ম!!!