নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সুরঞ্জনা\"সোনার খাঁচায় বন্দী যে জন -প্রেমিক মাতাল [email protected]

নুর ইসলাম রফিক

প্রেমিক মাতাল

নুর ইসলাম রফিক › বিস্তারিত পোস্টঃ

উধাও হয়ে যাওয়া CD/DVD ড্রাইভ ফিরিয়ে আনুন খুব সহজে

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৫

আসসালামু আলাইকুম,

সকলকে আমার গরম দিনের নরম হাওয়ার শুভেচ্ছা রইলো। আশা করি আপনারা ভাল আছেন। আজ সেসব CD/DVD ড্রাইভ হারিয়ে অসহায় কম্পিউটারবাসীর জন্য পোস্ট করছি। অনেকে এই পোস্টের জন্য অনেক আগে থেকে ফেসবুকে খুব রিকুয়েস্ট করেছিল। আর আমার আশেপাশের কম্পিউটারপ্রেমিকরা যখন এই সমস্যায় পরে চেকায় পরেছিল, তখন আমার শরণাপন্ন হয়েছিল। তাই হারিয়ে যাওয়া CD/DVD ড্রাইভ আইকন FIX করতে আপনাদের জন্য রয়েছে একটি নয় মোটে ৪টি ফাটাফাটি পদ্ধতি। তাহলে আজ আপনাদের পদ্ধতি-১ এর মাধ্যমে উধাও হয়ে যাওয়া CD/DVD ড্রাইভ ফিরিয়ে আনা শেখাবো।



***কম্পিউটারে CD/DVD ড্রাইভ লাগানো সত্ত্বেও এক্সপ্লোরারে ড্রাইভ আইকন দেখা যায় না কিম্বা CD/DVD সাপোর্ট নেয় না। এমন সমস্যায় জর্জরিত মানুষের সংখ্যা নেহাত কম নয়। অনেকে windows 7/8 ইন্সটল করার পর দেখা যায় হার্ডডিস্ক দেখা গেলেও CD/DVD ড্রাইভ আইকন দেখা যায় না। আবার অনেকের এই সমস্যা নানা কারণে ঘটে থাকে। CD/DVD ড্রাইভ লাগানো থাকলেও DVD সাপোর্ট বা, আসে না। ফলে এই বিপদ থেকে বাঁচার জন্য নতুন উইন্ডোজ দেওয়ার একটি মাত্র রাস্তাও বন্ধ হয়ে যায়। এতে দারুণ ফ্যাসাদে পড়ে যায় অনেকে! আর এই সমস্যা থেকে রক্ষা পাওয়া সম্ভব ছোট্ট কিছু কাজ সারার মাধ্যমেই!***



~হারিয়ে যাওয়া CD/DVD ড্রাইভ উদ্ধার করুন নিচের স্টেপগুলোর মাধ্যমে~

• প্রথমে windows key+R চেপে RUN ওপেন করুন।



• এখন run এর ডায়লগ বক্সে regedit লিখে Enter করুন।



• এখন Registry Editor ওপেন হবে।

• তারপর নিচের সূত্র অনুযায়ী ঢুকুন–

HKEY_LOCAL_MACHINE



SYSTEM



CurrentControlSet



Control



Class



{4D36E965-E325-11CE-BFC1-08002BE10318}



• ”UpperFilters” এবং “LowerFilters” কি দুটি delete করুন।

• এরপর আপনার পিসি Restart দিন।

• এখন উধাও হয়ে যাওয়া CD/DVD ড্রাইভটা এক্সপ্লোরারে দেখতে পারবেন।

• ব্যাস! আপনার দুশ্চিন্তার সমাধান হয়ে গেল।



আজকের পদ্ধতির মাধ্যমে আশা করছি, অসহায়দের কাজের সমাধান হয়ে যাবে। যদি কেউ UpperFilters-LowerFilters খুঁজে না পান কিম্বা সমাধান এখনও পান নি, তাহলে চিন্তা করার কোন কারণ নেই। ড্রাইভের বিভিন্ন সমস্যার বিভিন্ন সমাধান আছে, আর বাকি ৩টা পোস্ট তো আছেই!

পোস্টের কোথাও কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।এবং আজকের পোস্টটি আপনাদের কেমন লাগলো, সেটাও মন্তব্য করে বলবেন। ধন্যবাদ।

======================================================

উইন্ডোজ 7/8 এ উধাও হয়ে যাওয়া CD/DVD ড্রাইভ ফিরিয়ে আনুন।

(পদ্ধতি-২)

Click This Link

======================================================



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.