![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এন আই রফিক
ভাবিতেছি তোমায়
ঝরিতেছে আঁখি
তোমারি বিরহে বলো
আর কতো কাল থাকি?
শ্রাবণ ধরে না মোর
আঁখি পল্লবে
শ্রাবনের প্লাবনেই বুঝি
বেসে যেতে হবে।
তোমারে নাহি ভাবিয়া
কাঠিত যদি মোর বেলা
নয়নে ঝরিতো না মোর
শ্রাবনের দ্বারা।
তবুও চক্ষু জোড়া
তাহাতেই তোমারে চায়
তোমারি শূণ্যতায়
ক্ষয়ে ক্ষয়ে যায়।
©somewhere in net ltd.