![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এন.আই.রফিক
"আজ নাকি বাবা দিবস"
আমার তো বাবাই নেই
সেই কবে চলে গেছেন
কিচ্ছুই মনে নেই।
শুধু এটুকুই মনে পরে
চার পায়া খাটের মতো
কি একটাতে অনেক মানুষ জন
মিলে কাদে তুলে দোলনার মতো
দুলিয়ে কোথায় নিয়ে গেছেন
আর ফেরত নিয়ে আসেননি কেউ।
বাবাও নিজ ইচ্ছায় আসেননি
আর আমাদের মাঝে।
আজ জানি বাবা কোথায় চলে গেছেন।
বাবা আমি জানিনা তোমাকে
কি বলে ডাকতাম?
বাবা নাকি আব্বা নাকি আব্বু
কিচ্ছুই মনে নেই।
জানো বাবা তুমি চলে যাবার
পর আমরা দুই ভাই বোন
কোন দিনই তোমার শুণ্যতা
টের পাইনি।
বুঝতেও চাইনি বাবা কি জিনিস।
মাই তোমার শূন্যতা কভু
বুঝতে দেয়নি আমাদের।
এখন একটা জিনিস খুব
বুঝতে পারি,আর তা হলো
বাবাহীন পৃথিবীটা খুব স্বাভাবিক।
কিন্তু মা-হীন পৃথিবীটা
শুধু শুণ্য শুধুই শুণ্যতা।
i miss you baba
i love you ma.
২| ১৫ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫২
নুর ইসলাম রফিক বলেছেন: আরো অনেক ভাই বোন আছেন আমাদের মতো দুর্ভাগা।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:৩৩
হামিদ আহসান বলেছেন: আমিও আপনার সমব্যথী .....................