![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব ইচ্ছে করে
তোর বুকের গভিরে
লুকিয়ে রাখি মোরে
সারা জীবন ভরে।
তুই তা চাসনারে
তাইতো রেখেছিস দূরে
অবহেলা আর অনাদরে।
যেদিন আমি থাকব নারে
এই পৃথিবীর তরে
সেদিন ও হয়তো তুই
বুঝবিনা এই আমারে।
©somewhere in net ltd.