![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমিতো তোমার কাছে ভালোবাসা ভিক্ষা চাইনি
হয়তো আমি প্রেমের দেনায় দেউলিয়া ছিলাম
নয়তো কারো প্রতারনায় নিঃষ ছিলাম
তাই বলে কি আমি তোমার কাছে ভালবাসা ভিক্ষা চেয়ে ছিলাম।
তুমি উদার হয়ে এসে ছিলে আমার কাছে
প্রকাশ করেছিলে নিজেকে ব্যতিক্রম রুপে
পালটে দিতে চেয়েছিলে আমার গতানুগতিক জীবন দ্বারা
দু-ঠোটের মুচকি হাসিতে ভালবাসি বলে।
অবশেষে করলে তুমি তোমার, ভালবাসা অস্বীকার
বুঝালে আমি মিথ্যেবাদি,তুমি সত্যে উদার।
আমিও মেনে নিলাম আমার পরাজয়
বুঝে নিলাম লতাহীন বৃক্ষও এই ধরাতে হয়।
০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৯
নুর ইসলাম রফিক বলেছেন: আমি আগে জানতাম না কি ভাবে জবাব দিতে হয় তাই খুব দেরিতেই জানালাম "ধন্যবাদ"
২| ২৬ শে জুন, ২০১৪ বিকাল ৩:৩৩
রাহাগীর মনসুর বলেছেন: ভালো
০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩১
নুর ইসলাম রফিক বলেছেন: আমি আগে জানতাম না কি ভাবে জবাব দিতে হয় তাই খুব দেরিতেই জানালাম "ধন্যবাদ"
৩| ২৬ শে জুন, ২০১৪ বিকাল ৪:০২
নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ লাইলী আরজুমান খানম লায়লা
৪| ২৬ শে জুন, ২০১৪ বিকাল ৪:০৪
নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ রাহাগীর মনসুর
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১৪ বিকাল ৩:১৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হায়রে --খুবই নির্মম
ভাল লাগা রেখে গেলাম