নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সুরঞ্জনা\"সোনার খাঁচায় বন্দী যে জন -প্রেমিক মাতাল [email protected]

নুর ইসলাম রফিক

প্রেমিক মাতাল

নুর ইসলাম রফিক › বিস্তারিত পোস্টঃ

আমি সৃষ্টিকর্তার সেই নিষ্টুরতার শিকার।

১৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:২৭

এইবার ঈদটা আমার মাঠি হয়ে গেল।

হুট করে কম্পিউটার টা নষ্ট হয়ে গেল।

সারাতে লাগবে ৫০০০টাকা।

কিন্তু এতো টাকা আমার কাছে নেই।

আর ধার করার মতো খারাপ অভ্যাসটা

আমার কোন কালেই ছিলো না।

আজও তাই খারাপ অভ্যাসটা

কাজে লাগাতে পারবো না।

আমি খুব টেনশনে আছি,

কম্পিউটারটা সারাতে লাগবে ৫০০০টাকা,

দোকান ভাড়া ৫০০০টাকা,

তার পর হাত খরছ,

এরপর ঈদের হিসাব নিকাস।

আর এই কম্পিউটারটা আমার একমাত্র

উপারজনের অস্র।

এইবার ঈদের ভ্রমন কাহীনিটা

লিখা হবেনা।

কারন এইবার ভমনে যাওয়া

হচ্ছে না।কারন তো নিশ্চয়ই

বুঝতে পারছেন,হ্যা টাকাই

এক মাত্র সমস্যা এখানেও।

আমি জানি চাইলেই আমি আমার মায়ের কাছে

৫০০০টাকা পেয়ে যাব।

কিন্তু মায়ের কাছে ৫০০০টাকা চাওয়ার

মতো মুখ আমার নেই।

কারন কোন মাসেই আমি মায়ের হাতে

৫০০০টাকা তুলে দিতে পারিনি।

আমার মা মাঝে মাঝে আমার উপর

রেগে গিয়ে আমায় হাতেম তাই বলেন।

আর কেন বলেন তা নিশ্চয়ই বুঝে গেছেন?

চেয়ে ছিলাম এইবার ঈদে কোন এক পথ শিশুকে

এক সেট ঈদের জামা কিনে দেব।

আর মুগ্ধ হয়ে তার মুখের হাসি দেখবো।

কিন্তু না তা আর হবেনা।

আমাকেই মুখ লুকিয়ে কাদতে হবে ঈদের দিন

কোলাহল থেকে একটূ আড়ালে।

আসলে সৃষ্টিকর্তার নিষ্টুরতার উপরে

কারো কোন কিছু করার উপায় থাকে না।

আর আমি সৃষ্টিকর্তার

সেই নিষ্টুরতার শিকার।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৩২

লিখেছেন বলেছেন: ভাই মন খারাপ করবেন না, ধৈর্য ধরেন , ফাঁড়া কেটে যাবে ইনশাল্লাহ

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৯

নুর ইসলাম রফিক বলেছেন: আমিও আশাবাদি ছিলাম কিন্ত..............................?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.