![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মই আমার অজন্ম পাপ
মাথার উপর একটাই চাপ
চাই দু-বেলা দু-মুটো ভাত.........
বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা নয়
ঘুম ভেঙ্গে যাওয়ায় একটাই ভয়
যদি দু-বেলা দু-মুটো ভাত পেটে না হয়.........
দিন পেরুলো, সন্দা এলো,
অন্য আমার না জুটিলো,
কি আর যায় করা?
ক্ষিদা কি আর কভু ক্ষমা করবে আমায়?
ডাস্টবিনের ঐ কোণে
ছন্যছাড়া কুকুরটা যা খায়
কুকুরটাকে তারিয়ে দিয়ে
কুকুরের খাবার কেড়ে নিয়ে
খাওয়া ছাড়া রইল না আর উপায়।
সৃষ্টির সেরা জীব আমি অনাহারে ভুগি
নিকৃষ্ট কুকুরটাও বিরিয়ানি খায় রোজই।
সত্যি জন্মই আমার অজন্ম পাপ...............।
উৎসর্গঃ পথের প্রান্তরে, পথ শিশুর অন্তরে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৮
নুর ইসলাম রফিক বলেছেন: thanks.
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৮
মিজভী বাপ্পা বলেছেন: ভালো হয়েছে
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩২
নুর ইসলাম রফিক বলেছেন: thanks
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৯
নেবুলা মোর্শেদ বলেছেন: ভাই এক কথায় অসাধারন ছবি গুলোর সাথে আপনার লেখা ফাটাফাটি।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৬
নুর ইসলাম রফিক বলেছেন: dhonobad. Valo thakben.
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৯
আশিক মুক্তি বলেছেন: 'জন্মই আমার অজন্ম পাপ'------কবি দাউদ হায়দার লিখেছেন সেই ৭০ দশকে
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
নুর ইসলাম রফিক বলেছেন: ইতিহাসটা আমার জানা ছিলো না।
জানানোর জন্য আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১২
রাজীব নুর বলেছেন: sundor.