| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন আবেগী মানুষ।
আমি খুব সহজেই আবেগে বিমোহিত হয়ে পারি।
আমি অনেক সপ্ন দেখি,
কিন্তু বাস্তবতা আমার সপ্নকে পথভ্রষ্ট করে দেয়।
আমি আবার হই সপ্নহীন,
হয়ে যাই হৃদয়হীন, বিবেকহীন মানুষ।
আমি বিশ্বাস করি যার মাঝে সপ্ন নেই,
তার মাঝে কখনো হৃদয় থাকতে পাড়ে না।
আর যার হৃদয় নেই, তার বিবেকও নেই।
সপ্ন, হৃদয়,বিবেকহীন কে মানুষ বলা
আমার একটা বোকামি-ই বটে।
অন্য কোন এক জনমে
হয়তো নয়ন ভেসেছিল প্লাবনে।
তাই চক্ষু কোণে জমেনা অশ্রু বিন্দু
বোবা কান্নায় হৃদয়ে হয় রক্তক্ষরণ
জানিনা এই কান্নার কি কারণ
হয়তো সেই জনমে অভিশপ্ত ছিল জীবন।
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৪
নুর ইসলাম রফিক বলেছেন: http://www.somewhereinblog.net/blog/rariq08#