![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আখি জুড়িয়া শ্রাবন আসিলো
না আসিলো ফাগুন,
বিষ মাখা তীর গাঁথিলে হিয়াতে
হইলো রক্তের প্লাবন।
সুখের অন্যশনে মাতিয়া আলোর মেলায়
আলেয়ায় ডাকিলে মোরে,
গোপনে কতটা সুখ পেলে।
পুড়াইয়া অনলে মোরে শ্নশান ঘরে
করিলে কালো ছাই,
কিঞ্চিত উড়িলো ধোয়ায়
বাকী গুলি জলেতে পাইলো ঠাই।
কাঁদিলোনা নয়ন তোমার
হৃদয় ভাঙ্গিলো না ব্যথায়,
একলা প্রহরে ভাবিলে না তুমি
কেমনে রাখিলে মোরে সেথায়।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪০
নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ আপনাকে
শুভ কামনা রইলো
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৪
কলমের কালি শেষ বলেছেন: দুঃখভারাক্রান্ত হৃদয়ের দুঃখ প্রকাশ । ভাল হয়েছে ।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫১
নুর ইসলাম রফিক বলেছেন: thanks. Valo thakben, shuvo kamona roilo
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩২
আলম দীপ্র বলেছেন: চঞ্চল সুন্দর কবিতা ।